আরব বিশ্ব: ক্লুনি, হাত তোল !

George Clooney handcuffed at rally for peace in Sudan.

হাতকড়া পড়া অবস্থায় জর্জ ক্লুনি। ছবি শাশা লেজনেভের, ফ্লিকারে এনাফ প্রজেক্টে প্রদর্শিত (সিসি-বাই-এন-এনডি)।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সুদানি দূতাবাসের সামনে বিক্ষোভ করার সময় যুক্তরাষ্ট্রের সরকার জর্জ ক্লুনি এবং তার পিতা নিককে গ্রেফতার করেছে । আরব টুইটার ব্যবহারকারীরা, টুইটারে এই গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে।

নুবা নামক পাহাড়ি এলাকায় মানবিক দুর্যোগের প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য তারা এই প্রতিবাদের উদ্যোগ নেয়। এটি সুদান এবং দক্ষিণ সুদানের সীমান্তে অবস্থিত। উক্ত এলাকায় খাদ্য এবং ত্রাণ সামগ্রী প্রদানে বাঁধা দেওয়ার জন্য সুদানের রাষ্ট্রপতি ওমর আল বশিরকে অভিযুক্ত করা হচ্ছে।

মিশর থেকে বিগ ফারাও টুইট করেছে [ আরবী ভাষায়]:

اكتب على حيطة الزنزانه حبس كلونى عار وخيانة
@দিবিগফারাও:কারাগারের দেওয়ালে লেখা হবে, ক্লুনিকে গ্রেফতার করার ঘটনা লজ্জাজনক এবং বিশ্বাসঘাতকতাপূর্ণ।

সিরিয়ার নাগরিক, সেভ আওয়ার সিরিয়ান তার প্রতিক্রিয়া প্রদর্শন করছে :

@ফ্রিপিপল:অভিনেতা জর্জ ক্লুনিকে, যুক্তরাষ্ট্রের সুদানি দূতাবাসের বাইরে গ্রেফতার করা হয়েছে… আমি আনন্দিত এই কারণে যে হলিউডের একজন, বাস্তব জীবনে এ্যাকশন কেমন হয় তা দেখিয়ে দিল।

বিশ্বজুড়ে টুইটারে #ফ্রিক্লুনি একটি আলোচিত বিষয়ে পরিণত হয়েছে


তিউনিশিয়ার নাগরিক তোউনিশিয়া হুররা ( তিউনিশিয়াকে মুক্ত কর) রসিকতা করেছে [ আরবী ভাষায়]:

أنادي بجبهة شعبية لتحرير جورج كلوني , يا نساء العالم اتحدن جورج مقبوض عليه في واشنطن ‎‬
তোউনিশিয়াহুররা:জর্জ ক্লুনিকে মুক্ত করার জন্য আমি এক গণ আন্দোলনের আহ্বান জানাচ্ছি। ওয়াশিংটন ডিসিতে, জর্জ ক্লুনি গ্রেফতার হয়েছে।

মিশর থেকে মালেক, এর সাথে যোগ করেছে [আরবী ভাষায়]:

كله الا كلوني يا ولاد الكلب … ماعندكم مايكل مور
@মালেক:তোমরা কুকুরের বাচ্চারা, ক্লুনি ছাড়া, তোমাদের আর আছে মাইকেল মুর [যাকে তোমরা গ্রেফতার করতে পার]

মিশরীয় নাগরিক মারয়ান কোতাব একই সাথে সুর তুলেছে [ আরবী ভাষায়]:

جورج كلوني مش بلطجي , الحرية لجورج كلوني
@কোতাব:জর্জ ক্লুনি কোন গুণ্ডা নয়! জর্জ ক্লুনির মুক্তি চাই।

এদিকে মিশরীয় নাগরিক আলিয়া গাদ রসিকতা করছে:

@আলিয়াগাদ:ক্লুনিকে ছেড়ে দিও না। তাকে আটকাতে পারবে না। দারুণ

এবং জে ব্যারি, আব বিপ্লবের সময় আরব বিক্ষোভকারীদের প্রতি যে নির্মমতা প্রদর্শন করা হয়েছে তার তুলনা করে বলছেন [আরবী ভাষায়]:

كلوني و قبضوا عليه .. ناقص ايه ؟ .. يخرموا عين توم كروز !! يسحلوا كيم كارديشيان !! يكشفوا عذرية باميلا انديرسون !
@মোনেলোকি: ক্লুনিকে গ্রেফতার করা হয়েছে……… এখন তাদের কি করার বাকী আছে? পপ টম ক্রুজের চোখ? রাস্তায় পল কিম কার্দিসিয়ানকে দেখা? অথবা পামেলা অ্যান্ডারসেনের কুমারিত্ব পরীক্ষা করা?

ক্লুনির গ্রেফতারের ঘটনায় অন্য সব প্রতিক্রিয়া জানার জন্য টুইটারে # ফ্রিক্লুনি নামক হ্যাশট্যাগ দেখুন, যা কিনা বিশ্বজুড়ে এক আলোচিত বিষয়ে পরিণত হয়েছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .