মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সুদানি দূতাবাসের সামনে বিক্ষোভ করার সময় যুক্তরাষ্ট্রের সরকার জর্জ ক্লুনি এবং তার পিতা নিককে গ্রেফতার করেছে । আরব টুইটার ব্যবহারকারীরা, টুইটারে এই গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে।
নুবা নামক পাহাড়ি এলাকায় মানবিক দুর্যোগের প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য তারা এই প্রতিবাদের উদ্যোগ নেয়। এটি সুদান এবং দক্ষিণ সুদানের সীমান্তে অবস্থিত। উক্ত এলাকায় খাদ্য এবং ত্রাণ সামগ্রী প্রদানে বাঁধা দেওয়ার জন্য সুদানের রাষ্ট্রপতি ওমর আল বশিরকে অভিযুক্ত করা হচ্ছে।
মিশর থেকে বিগ ফারাও টুইট করেছে [ আরবী ভাষায়]:
সিরিয়ার নাগরিক, সেভ আওয়ার সিরিয়ান তার প্রতিক্রিয়া প্রদর্শন করছে :
@ফ্রিপিপল:অভিনেতা জর্জ ক্লুনিকে, যুক্তরাষ্ট্রের সুদানি দূতাবাসের বাইরে গ্রেফতার করা হয়েছে… আমি আনন্দিত এই কারণে যে হলিউডের একজন, বাস্তব জীবনে এ্যাকশন কেমন হয় তা দেখিয়ে দিল।
তিউনিশিয়ার নাগরিক তোউনিশিয়া হুররা ( তিউনিশিয়াকে মুক্ত কর) রসিকতা করেছে [ আরবী ভাষায়]:
মিশর থেকে মালেক, এর সাথে যোগ করেছে [আরবী ভাষায়]:
মিশরীয় নাগরিক মারয়ান কোতাব একই সাথে সুর তুলেছে [ আরবী ভাষায়]:
এদিকে মিশরীয় নাগরিক আলিয়া গাদ রসিকতা করছে:
@আলিয়াগাদ:ক্লুনিকে ছেড়ে দিও না। তাকে আটকাতে পারবে না। দারুণ
এবং জে ব্যারি, আব বিপ্লবের সময় আরব বিক্ষোভকারীদের প্রতি যে নির্মমতা প্রদর্শন করা হয়েছে তার তুলনা করে বলছেন [আরবী ভাষায়]:
ক্লুনির গ্রেফতারের ঘটনায় অন্য সব প্রতিক্রিয়া জানার জন্য টুইটারে # ফ্রিক্লুনি নামক হ্যাশট্যাগ দেখুন, যা কিনা বিশ্বজুড়ে এক আলোচিত বিষয়ে পরিণত হয়েছে