চীন: ৫০ সেন্ট নামক পার্টিকে চ্যালেঞ্জ

৫০ সেন্ট পার্টি অনলাইন জনমতকে কাঙ্খিত রূপ দেয়ার জন্যে চীনা সরকার অথবা চীনা কমিউনিষ্ট পার্টির ভাড়া করা ইন্টারনেট মন্তব্যকারীদের নিয়ে সংগঠিত। প্রায়শই এই ৫০ সেন্ট পার্টি সমালোচনামূলক মতামতের নেতৃত্ব প্রদানকারীদের দেশের বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করে।

২৬ ফেব্রুয়ারি সিনা উয়েইবো [১] ব্যবহারকারী ঝাঙ নঙ নিম্নলিখিত পোস্ট এবং ছবির সঙ্গে ৫০ সেন্ট পার্টিকে প্রকাশ্যভাবে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে:

【有你这样爱国的吗?】腐败泛滥,你不骂;权贵横行,你不怒;教育之重,你不语;医疗之痛,你不忿;三农之苦,你无视;下岗之哀,你不闻;专独之恶,你不责……。可每每因为我对以上问题的批评言辞激烈,你们就上蹿下跳呼朋引伴围剿谩骂我,大小五毛们,你们就是这样爱国的吗?

[আমরা এগুলোকে কী দেশপ্রেমিক বলতে পারি?] যখন সমাজ দুর্নীতিতে প্লাবিত, আপনি সমালোচনা করছেন না; যখন ধনী আর ক্ষমতাশালীরা নিয়ন্ত্রণহীন কাছে, আপনি রাগান্বিত অনুভব করেন না; আপনি শিক্ষার বোঝা সম্পর্কেও কোন মন্তব্য করেন না; স্বাস্থ্যসেবার অভাবে আপনি আমাদের ব্যথা শেয়ার করেন না; আপনি কৃষকদের দুর্দশা দেখেন না; আপনি বেকারদের দুঃখ শুনতে পান না; আপনি স্বৈরাচারী শাসনকে দোষ দেন না… কিন্তু যখনই আমি উপরোক্ত সব সমস্যার সমালোচনা করি, আপনি উত্তেজিত হয়ে আপনার সব বন্ধুদের আমাকে আক্রমণ করতে আহ্বান করেন। ৫০ সেন্ট গ্যাং, এভাবেই কী আপনারা আপনাদের দেশকে ভালবাসেন?

বামের ছবিটি কমিউনিস্ট আন্দোলনের প্রতীক হাতুড়ী ও কাস্তের সংমিশ্রণ। ঝাঙ ৫০ সেন্ট পার্টি বুঝাতে সামাজিক বিপ্লবের হাতিয়ারটিকে আরবি সংখ্যা “৫”-এ রূপান্তরিত করেছেন। থ্রেড-এ প্রকাশিত হওয়ার পর থেকে এপর্যন্ত ১,৮০০ বারেরও বেশি এটি শেয়ার করা হয়েছে এবং ৫৬০টি মন্তব্য আকর্ষন করেছে।:

黑桃老K2011:五毛死了就盖这个吧。

黑桃 老কে২০১১: এই পতাকাটি ৫০-সেন্টওয়ালারা মারা গেলে তাদের কফিনের আবরণ হিসেবে ব্যবহৃত হতে পারে।

10小牛直面改革:就冲这句话 把张农粉了,我上微博,就没闹明白,为什么有那么多人不论是非的爱国。是自己国家的无论多么邪恶都是好,别人国家什么最好的自由民主都是假的。这样宣传有意义吗?

১০ 小牛 直面 改革: এই পোস্টের কারণে আমি ঝাঙের ভক্ত হয়েছি। আমি বুঝি না কেন এত মানুষ ভুল-শুদ্ধ নির্বিশেষে দেশটিকে সমর্থন করে: ‘আমার দেশটি যতই অশুভ হোক, এটা ভালো; অন্য দেশ মুক্ত ও গণতান্ত্রিক হোক, তারা নকল।‘ এ ধরনের প্রচারণার কি কোন অর্থ আছে?

I我相信:五毛党是中国社会畸形的必然产物,是利益集团和权贵在中国实行资本权贵经济和掠夺老百姓血汗钱的需要所以他们产生了。以前骂五毛现在想来觉的太幼稚了根本问题是社会制度害人让利益集团让他产生了所以不能怪他们。

আমি 我 相信: ৫০ সেন্ট পার্টি হল চীনা সমাজের তৈরী। তারা তৈরী হয়েছে কারণ ধনী আর ক্ষমতাশালীদের অন্তরঙ্গ পুঁজিবাদ এবং সাধারণ মানুষকে শোষণের ন্যায্যতা প্রতিপাদনের জন্যে তাদের প্রয়োজন। অতীতে আমি ৫০-সেন্টওয়ালাদের অভিশাপও দিয়েছি, কিন্তু এখন আমার কাছে এধরনের প্রতিক্রিয়া বেশি ভদ্র গোছের মনে হয়; তারা দুর্নীতিগ্রস্ত সামাজিক ব্যবস্থাটির উপজাত মাত্র। আমরা তাদের দোষারোপ করতে পারি না।

随心所意随心动:五毛的口号:听党指挥。

随心 所 意 随心 动: ৫০ সেন্টওয়ালাদের স্লোগান: দলের নির্দেশনা অনুযায়ী কাজ কর।

我爱-F1:良知不在我身上,誓与党国共存亡。 (3月1日 12:11)

我 爱-এফ১: আপনি আমার মধ্যে বিবেক পাবেন না, এটি পার্টির টিকে থাকা এবং মৃত্যু উভয়টির উপর নির্ভর করে।

Soros1981:有一些是五毛。更多的是在制度下麻木成长的未启蒙者。谈耻辱也不必,历史无法一蹴而就。

সোরোস১৯৮১: তাদের কেউ কেউ ৫০-সেন্টওয়ালা। কিন্তু তারপরও এদের অনেকেরই জন্ম বিদ্যমান ব্যবস্থার অধীনে। তাদের কোনো কা-জ্ঞান নেই, এখনো শিক্ষিত হতে দেরী আছে। ইতিহাস নিজেকে প্রকাশ করতে সময় নেয়।

怀化学院张洪华:这个世界上哪有那么多五毛,只是他们被洗脑了还没醒来而已。比如我们寝室,常常一个人和五六个室友争论,他们不是五毛,我也不是带路党,他们直接引用书本,什么初级阶段,国情全部出来了。我说武力维持和土匪无异时他们甚至说:土匪怎么了,也是合法土匪。有时我只能说“如果十年、二十年后我们再谈”

怀化学院张洪华: এই বিশ্বে এত বেশি ৫০-সেন্টওয়ালা খুঁজে পাওয়া অসম্ভব। তারা মগজ ধোলাই করা হচ্ছে মাত্র, এখনো জেগে ওঠেনি। উদাহরণস্বরূপ, আমি সবসময় আমার রুমমেটদের ৫-৬ জনের সঙ্গে তর্ক করি। তারা ৫০-সেন্টওয়ালা নয় আর আমি পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছি না। তারা উন্নয়নের বিভিন্ন ধাপ সম্পর্কে এবং চীন প্রসঙ্গে বই থেকে উদ্ধৃতি দিতে পছন্দ করেন। যখন আমি বলি এই ধরনের একনায়কতন্ত্র রাহাজানির সমান, কখনো কখনো তারা উত্তর দেন: তাতে কি? তারা তো বৈধ ডাকাত। আমি শুধু বলতে পারি, এটা নিয়ে ১০ বা ২০ বছর পরে কথা বলা যাক।

蕓隨風飄:艾:当你开始了解这个国家时,你已经走上犯罪道路了。

蕓隨風飄: এআই: আপনি যখন এই দেশটি বুঝতে আরম্ভ করবেন, ততক্ষণে আপনি অপরাধের পথে ধাবিত।

林岳芳: 【有你这样卖国的吗?】高楼之多,你不赞;道路之宽,你不夸;科技之威,你不管;城市之美,你不见;农家之乐,你无视;民众之欢,你不闻;人性之恶,你不责…可每每神州大地出现一点问题,你不顾客观事实,放大个案打击一片,你们上蹿下跳呼朋引伴围剿谩骂,大小西奴们,你们就为了卖国吗?

林岳芳: 林岳芳: [সত্যিই কি মানুষ তাদের দেশের প্রতি এমন বিশ্বাসঘাতকতা করে?] আপনি বেশি সংখ্যক উচ্চ অট্টালিকা ভবনের প্রশংসা করবেন না; আপনি চওড়া ঢালাই রাস্তার গর্ব করবেন না; আপনি আমাদের প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে কিছুই গ্রাহ্য করবেন না; আপনি শহরগুলোর সৌন্দর্য দেখেন না; আপনি কৃষকদের সুখ দেখেন না; আপনি জনগণের হাসি শুনেন না; আপনি মানুষের মনের অন্ধকার দিকটির সমালোচনা করেন না … যখনই এই স্বর্গীয় ভূমিতে একটি অতি ক্ষুদ্র সমস্যা হয়, আপনি সত্য সম্পর্কে গ্রাহ্য করেন না, পরিবর্তে শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে সারাদেশকে আক্রমণ করেন। আপনি উপর নীচ লম্ফ-ঝম্প করে আপনার বন্ধুদের এবং অভিশাপ আক্রমণ করতে ডাকেন। পশ্চিমী দাসেরা, এভাবেই কী আপনারা আপনাদের দেশকে বিক্রি করেন?

wendySF:5毛旗? 新创作? 真心祝愿五毛世世代代,和他们的子子孙孙都生活在现在这个社会中- 他们口中的美好世界。可别象司马南,骂美国骂得口沫横飞, 却悄悄把妻儿弄到美国生活读书。那真是五毛的精髓。

ওয়েন্ডিএসএফ: একটি ৫০ সেন্ট পার্টি পতাকা? একটি নতুন সৃষ্টি? আমি আশা করি যে ৫০-সেন্টওয়ালা প্রজন্ম এবং এদের অনুসরণকারীরা এই সমাজে চিরতরে বসবাস করবে। আর তারা গুণগান অব্যহত রাখবে। সিমা নানের মতো সমালোচনার অভিনয় করবেন না, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন [৩] কিন্তু সেখানে বসবাসের জন্যে তার স্ত্রী এবং পুত্রকে পাচার করেছেন। সিমা‘ই ৫০-সেন্টওয়ালাদের আসল রূপ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .