এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
সিরিয়ার নিরাপত্তা বাহিনী, দেশটির ব্লগার এবং বাক স্বাধীনতার সোচ্চার প্রবক্তা রাজান ঘাজ্জাউয়িকে মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে পুনরায় গ্রেফতার করেছে। এই একটিভিস্ট যেখানে কাজ করেন, দামেস্কের সেই মত প্রকাশ কেন্দ্রে হামলা চালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে। ঘাজ্জাউয়ির সাথে তার ১৩ জন সহকর্মীকে গ্রেফতার করা হয়, যার মধ্যে উক্ত কেন্দ্রের প্রধান মাজেন দারুয়িশও আছেন।
সিরীয় সরকার এই নিয়ে দ্বিতীয়বারের মত রাজান ঘাজ্জাউয়িকে গ্রেফতার করল। ডিসেম্বর ২০১১-এ অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা নামক সম্মেলনে যাবার সময় সিরিয়া জর্ডান সীমান্তে তাকে প্রথমবার গ্রেফতার করা হয়। তারা এই গ্রেফতার অনলাইনে প্রচণ্ড শোরগোলের সৃষ্টি করে এবং আন্তর্জাতিক প্রচারণায়, তাকে দ্রুত ছেড়ে দেবার আহ্বান জানানো হয়। ঘটনাক্রমে ১৫ দিন কারাগারে রাখার পর, তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘাজ্জাউয়ি, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সিরিয়ার একজন ব্লগার যে গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি উভয় সাইটে লিখে থাকে। সে হচ্ছে সিরিয়ার সেই সমস্ত অল্প কয়েকজন ব্লগারদের মধ্যে অন্যতম, যারা স্বনামে লিখে থাকে। এমনি প্রথমবার গ্রেফতার হবার পরেও, সে তার স্বনামে লিখে গেছে।
সিরিয়ার ব্লগ নিদালাত [ আরবী ভাষায় ] প্রথম এই সংবাদটি প্রদান করে, ব্লগটি এই ঘটনায় নীচের এই বিবৃতিটি প্রদান করেছে:
إننا في المركز السوري للدراسات والأبحاث القانونية ندين هذا الاعتقال ونطالب السلطات السورية بإطلاق سراحهم فورا ونعتبر هذه الخطوة تجاه المدافعين عن حرية التعبير تؤكد موقف وسعي السلطات السورية لخنق أي صوت وحتى خنق الأصوات المدافعة عن حرية التعبير وزيف الادعاءات بالانفتاح والحوار وتعديل الدستور والسماح بالحقوق الأساسية للإنسان.
এই সংবাদ নেট নাগরিকরা প্রথম বিশ্বাস করতে চায়নি, যারা এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া প্রদান করেছে। রাজানের বোন নাদিন ঘাজ্জাউয়ি টুইট করেছে:
@নাদিনঘাজ্জাউয়ি:তারা আমার বোন রাজান ঘাজ্জাউয়িকে আবার গ্রেফতার করেছে! আজ সন্ধ্যায় তাকে তার কর্মস্থল থেকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় সাংবাদিক আহমেদ শিহাব এলদিন শোকার্ত
@এএসএ:#সিরিয়া এবং বাক স্বাধীনতার (#ফ্রিস্পীচ)-এর জন্য আরেকটি বেদনাদায়ক দিন।
বিসিরিয়া, গ্রেফতার হবার আগে রাজানের সাথে তার সর্বশেষ কথোপকথনটি স্মরণ করেছেনঃ
@বিসিরিয়া: গতকাল আমি রাজান-এর সাথে কথা বলেছি। আমি তাকে জিজ্ঞেস করেছিলামঃ “ আপনাকে কি হয়রানী করা হচ্ছে? তিনি বললেন, না আমি আপনাকে বলছি, যে আমি ততটা গুরুত্বপূর্ণ নই” #ফ্রিরাজান#ফ্রি।
ঘাজ্জাউয়ির গ্রেফতারের বিষয়ে আরো প্রতিক্রিয়ার জন্য দয়া করে টুইটারে #ফ্রিরাজান নামক হ্যাশট্যাগ যাচাই করুন। তাঁর মুক্তির আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পাতাও তৈরি করা হয়েছে।
এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসিতেও পোস্ট করা হয়েছে।
এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।