মাদাগাস্কারঃ ভিডিও এবং ছবিতে ঘূর্ণিঝড় জিওভান্নার ধ্বংসযজ্ঞ

১৩ ফেব্রুয়ারি, ২০১২ তারিখে, স্থানীয় সময় রাত আটটায় ঘূর্ণিঝড় জিওভান্না মাদাগাস্কারের উপর দিয়ে বয়ে যায় [ফরাসী ভাষায়], এটিকে চতুর্থ মাত্রার এক ঘূর্ণিঝড় হিসেবে ধরা হয়েছে, যার বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৯৪ কিলোমিটার (১২০ মাইল), যা গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে।

সরকারি সংবাদে এখন পর্যন্ত এই ঘটনায় ১০ জন নাগরিকের নিহত হবার সংবাদ পাওয়া গেছে। মাদাগাস্কারের দুটি প্রধান শহর আন্তানানারিভা এবং তোয়ামাসিনায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছন্ন অবস্থায় ছিল, যার ফলে দেশটি এখন পর্যন্ত তাঁর সবচেয়ে অন্ধকার ভালবাসা দিবস অতিবাহিত করল।

মাদাগাস্কারে সৃষ্ট বন্যায় নাগরিকরা আক্রান্ত হয়েছে। ছবি মিনোসা পানিয়েলের। অনুমতি গ্রহণের মাধ্যমে ব্যবহার করা হয়েছে।

ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও নাগরিকরা প্রচার মাধ্যম ব্যবহারকারীরা, তাদের এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবের উপর সংবাদ প্রদান করতে সক্ষম হয়।
বিগত ৪৮ ঘন্টায় প্রায় ১,১০০ টি তাজা টুইট সংবাদে ঘূর্ণিঝড়-এর বিষয়টি উল্লেখ করা হয়েছে। মালাগাছির বাসিন্দারা তাদের এলাকার ছবি ফেসবুকে পোস্ট করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল এবং সংক্ষিপ্ত বার্তা বা এসএমএস-এর মাধ্যমে সংবাদ সংগ্রহের জন্য একটি ক্রাউডসোর্সিং ইন্টারএ্যাকটিভ মানচিত্র স্থাপন করা হয়েছে। মাদাগাস্কারের ঘূর্ণিঝড়ের ছবি পোস্ট করার জন্য ধীরে ধীরে নিজেদের এই কাজে নিয়োজিত করা একটি ব্লগও সৃষ্টি করা হয়েছে।

মালাগাছির (মাদাগাস্কার) ব্লগারদের সংবাদ সংগ্রহ করার জন্য একটি ক্রাউডসোর্সিং ইন্টারএ্যাকটিভ মানচিত্র

এই বিপর্যয়ের অবস্থা তুলে ধরে, এমন কিছু ছবি এবং ভিডিও এখানে প্রদান করা হল:

ঘূর্ণিঝড় জিওভান্নার ফলে সৃষ্ট বন্যা সত্ত্বেও নাগরিকদের মুখে হাসি ফুটে রয়েছে, ছবি টুইটার ব্যবহারকারী @একোলোনিয়া-এর।

সবস্তি নেমানা নামক এলাকায় ইমামাবা নদীর বন্যায় ভেসে যাওয়া বাড়ী এবং গাড়ি। ছবি জিওভান্না৭৭.ব্লগস্পট.অর্গ-এর।

কিউইং এলাকা বন্যায় ডুবে গেছে। ছবি মাদাপ্লাস.ফ্রা-এর।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .