বলকান অঞ্চল: রেকর্ড পরিমাণ তুষারপাত আক্রান্ত অঞ্চল থেকে অনলাইন প্ল্যাটফর্ম-এর চিহ্নিত প্রতিবেদন

গত সপ্তাহ থেকে বলকান এলাকা বিশাল সব তুষার ঝড়ে আক্রান্ত হয়েছে, যেগুলো খুব বেশি না হলেও গত এক দশকে অত্র এলাকায় দেখা যায়নি। সাধারণ কোন লক্ষ্মণ ছাড়া অস্বাভাবিক দীর্ঘ একটি বলকান শীতের পর, গত সপ্তাহ থেকে কদাচিৎ বরফ পড়া আড্রিয়াটিক সমুদ্রতীরবর্তী এলাকাসমূহ সহ সারা অঞ্চল জুড়েই অবিরাম তুষারপাত শুরু হয়েছে বলে মনে হচ্ছে।

Men shoveling snow from a street in Sarajevo. Record snowfall has paralyzed transportation in the Bosnian capital, where a state of emergency has now been declared. Photo by Sulejman Omerbasic, copyright © Demotix (5/02/12).

সারায়েভোর রাস্তায় মানুষ তুষার খুঁড়ছে। রেকর্ড পরিমাণ তুষারপাত বসনিয়ার রাজধানীর পরিবহন ব্যবস্থাকে পর্যুদস্ত করে ফেলেছে, যেখানে এখন জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। । সুলেইমান ওমারবেসিচের আলোকচিত্র। কপিরাইট ডেমোটিক্স-এর (৫/০২/১২)।

শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১২-এ, সার্বিয়ার জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক আরটিএস এবং অন্যান্য মিডিয়া জানিয়েছে যে –সরকার জরুরী অবস্থা ঘোষণা করেছে, এদিকে নাগরিকরা সংবাদ প্রদান করেছে যে সারাদেশ এক গুরুতর অবস্থায় পতিত হয়েছে এবং, এদিকে অনেক শহর এলাকাতেই পৌর-পরিষেবাগুলো তুষারপাত মোকাবেলায় দুর্বল ভূমিকা পালন করছে।

শুক্রবার “সার্বিয়া তুষার অবরুদ্ধ, ২৭টি পৌরসভায় জরুরী অবস্থা জারী। স্কুলসমূহ বন্ধ রাখার সুপারিশ” [সার্বিয়ান ভাষায়] শিরোনামের একটি নিবন্ধে সার্বিয়ান অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের জরুরী পরিস্থিতি মোকাবেলা বিষয়ক প্রধান প্রেড্র্যারগ মারিচ বলেছেন:

সার্বিয়ার ২৭টি পৌরসভা ভারী তুষারপাতের কারণে জরুরী অবস্থা ঘোষণা করেছে। মারিচ বেটা নিউজ এজেন্সিকে বলেন, সিয়েনিচা, আইভানিয়েচা, প্রিয়েপোলিয়ে, চ্রনা ত্রাভা এবং সুরদুলিচাতে সবচেয়ে কঠিন অবস্থা, সেখানে প্রায় ২মিটার পর্যন্ত তুষার পড়েছে। তার মতে, বিদ্যুৎ সরবরাহ “অপেক্ষাকৃত ভাল,” বিচ্ছিন্ন সংযোগগুলো তাড়াতাড়ি ঠিক করা হয় এবং দীর্ঘক্ষণ কোন সংযোগ বিচ্ছিন্ন থাকেনি।

মারিচ, দেশব্যাপী পূর্ণ জরুরী অবস্থা ঘোষণা করার সম্ভাবনার কথাও জানান যা সরকার রবিবার সন্ধ্যায় সত্যি সত্যিই করেছে অন্যান্য বিষয়ের সাথে সাথে অন্তত শুক্রবার, ১০ ফেব্রুয়ারী পর্যন্ত সারা সার্বিয়ায় স্কুল বাতিল করে।

সার্বিয়ার বিভিন্ন অনলাইন কমিউনিটি অঞ্চলটিতে তুষার প্রতিরোধ করতে এবং অন্তত শহরাঞ্চলগুলোর সক্রিয়তা ফিরে পেতে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করে, যেমন অনলাইন কমিউনিটি নেতা জোরান তোরবিচা এবং অন্যান্য স্থানীয় টুইটার ব্যবহারকারীরা #লোপাটাউপ (“#শোভেলআপ”)-এর মতো এক উদ্যোগ গ্রহন করে।

ইতোমধ্যে এলাকাটিতে সম্প্রতি প্রতিষ্ঠিত আল জাজিরা সংবাদ নেটওয়ার্কের আঞ্চলিক অফিস, আল জাজিরা বলকান, সমগ্র অঞ্চলের বন্ধ রাস্তা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা থেকে শুরু করে অন্যান্য গুরুতর সব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়ার জন্যে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে উশাহিদি থেকে আসা দলটির সাথে যুক্ত হয়েছে।

উশাহিদি হচ্ছে তথ্য সংগ্রহ, চিত্রায়ন এবং সক্রিয় মানচিত্রায়নের একটি উন্মুক্ত মঞ্চ (ওপেন সোর্স প্ল্যাটফর্ম), যা নভেম্বর ২০১০-এ সার্বিয়ার ক্রালিয়েভোর ভূমিকম্প পরবর্তী সময়ে এলাকাটিতে ক্ষতির মানচিত্র তৈরিতে এবং চিহ্নিত করতেও ব্যবহৃত হয়েছে।

আল জাজিরার বলকানের নতুন প্রচার মাধ্যম দলের প্রধান হারিস আলিসিচ রবিবার সন্ধ্যায় প্ল্যাটফর্মটি চালু করেন এবং এই অঞ্চলের গ্লোবাল ভয়েসেস-এর কয়েকজন লেখকসহ অনলাইন কমিউনিটির অনেক সদস্য, অঞ্চলটির প্রতিবেদনগুলো পরিমার্জন, চিহ্নিতকরণ এবং যাচাইয়ের জন্যে আল জাজিরার এই উশাহিদি টিমে যোগ দিয়েছেন।

সংযোজিত উশাহিদি প্ল্যাটফর্মটি আল জাজিরার নিজস্ব সাইটে পাওয়া যেতে পারে এবং যে কেউ নিম্নলিখিত চ্যানেলগুলো ব্যবহার করে প্রতিবেদন পাঠাতে পারেন:

- – +৩৮৭৬৪৪২১৮৬৬১-নাম্বারে-এ এসএমএসের মাধ্যমে
-টুইটারে #কোলাপস্, #স্নেগ, #স্নিয়েগ, #লোপাটাউপ, #ইস্কলিউসেনিয়ে নামক হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে
ওলুয়া২০১২@আলজাজিরা.নেট-এ ইমেইল পাঠানোর মাধ্যমে
-অথবা আল জাজিরার পাতায় “পোসালিয়েতে ইজভেস্তাই” ট্যাবের ফরমে সরাসরি তথ্য প্রদানের মাধ্যমে।

আপনি যদি স্বেচ্ছাসেবী হিসেবে আপনার সময় জটিল এলাকাগুলোর মানচিত্র তৈরিতে সাহায্য করতে চান এবং অনলাইন সরঞ্জাম ব্যবহারে সক্ষম হন তাহলে টুইটারের মাধ্যমে এই প্রবন্ধের লেখক অথবা হারিস আলিসিচের সাথে যোগাযোগ করুন অথবা গ্লোবাল ভয়েসেসের এখানে একটি মন্তব্য লিখে রাখুন। আপনি কি ধরণের সাহায্য করতে পারেন সে সম্পর্কে আরও তথ্য জানালে আমরা আপনার সাথে যোগাযোগ করবো। এছাড়াও আমরা আপনাকে আপনার এলাকা থেকে টুইটারে উল্লেখিত হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে রিপোর্ট শুরু করতে বলছি যেগুলো স্বয়ংক্রিয়ভাবেই প্ল্যাটফর্মটি দ্বারা সংগৃহীত এবং তারপরে আল জাজিরা ও স্বেচ্ছাসেবকদের দ্বারা পর্যালোচিত ও যাচাইকৃত হবে।

Bosnian men are trying to push a car away from the deep snow. Photo by Sulejman Omerbasic, copyright © Demotix (5/02/12).

বসনিয়ার নাগরিকরা তুষারের স্তুপ থেকে একটি গাড়ী সরানোর চেষ্টা করছেন। ছবি সুলেইমান ওমারবেসিচ-এর, কপিরাইট ডেমোটিক্স (৫/০২/১২)।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .