কাতার আজ ঘোষণা প্রদান করেছে যে ২০১৩ সালে দ্বিতীয়াংশে দেশটিতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতারের আমীর শেখ হামাদ বিন খালিফা আল থানি এই ঘোষণা প্রদান করেন এবং নেট নাগরিকরা একে স্বাগত জানিয়েছে। তারা আশা করছে যে দেশটির এক সুন্দর আগামীর জন্য কাতার আরব বসন্তকে সমর্থন জানাবে।
কাতারের নাগরিক নাইফ আল থানি মন্তব্য করেছে:
@নাইফআলথানি: অবাধ এক নির্বাচন, সারা বিশ্বের স্বাধীনতার জন্য সমর্থন, এক শক্তিশালী অর্থনীতি… হয়ত শান্তিপূর্ণ কাতার যুগ হিসেবে যাকে জানা যাবে, তা শুরু হয়েছে# কাতার।
দোহা ভিত্তিক ফরেন পলিসির সম্পদাক ব্লাক হাউনশেল আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন:
@ব্লাকহাউনশেল: কাতারের নির্বাচনী সংক্রান্ত ঘোষণার ক্ষেত্রে কৌতূহল জনক বিষয় হচ্ছে এই বিষয়ে জনতার চাপ খুব সমান্য।
এদিকে কাতারের সাংবাদিক আবদুল্লাহ আল আমাদি নির্বাচন বিষয়ে তার [আরবী ভাষায়] পরিকল্পনা শুরু করে ফেলেছেন:
সৌদি নাগরিক আহমেদ আল জাহরানি বেদনার্ত [আরবী ভাষায়]:
এবং মোরতাধা আবদুল্লাহ এর সাথে যোগ করেছে [আরবী ভাষায়]:
কাতার ভিত্তিক সাংবাদিক টম গারা রসিকতা করে বলছে:
@টমগারা:কাতার এত ধনী যে ২০১৩ সালের তার নির্বাচনের সময় তারা একই সাথে গ্রীস, ফ্রান্স, লিবিয়া এবং যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যের সংসদকে নির্বাচিত করবে।
এবং কুয়েতের এক নাগরিকত্বহীন নাগরিক মোনা কারীম, আরেকটি রসিকতা উপস্থাপনের চেষ্টা করছে:
@মোনাকারীম: #কাতারের ২০১৩ সালের সংসদীয় নির্বাচন হচ্ছে #সৌদি সরকারকে বিব্রত করার জন্য ইরানের এক ষড়যন্ত্র!
এই মুহুর্তে কাতারে ৩৫ সদস্যের এক উপদেষ্টা পরিষদ রয়েছে, কুয়েতের আমীর যাদের নির্বাচিত করেন। তারা হাতে দেশটির কিছু আইন তৈরির ক্ষমতা রয়েছে।