কাতার: ২০১৩ সালের সংসদীয় নির্বাচনের তারিখ ঘোষণা

কাতার আজ ঘোষণা প্রদান করেছে যে ২০১৩ সালে দ্বিতীয়াংশে দেশটিতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতারের আমীর শেখ হামাদ বিন খালিফা আল থানি এই ঘোষণা প্রদান করেন এবং নেট নাগরিকরা একে স্বাগত জানিয়েছে। তারা আশা করছে যে দেশটির এক সুন্দর আগামীর জন্য কাতার আরব বসন্তকে সমর্থন জানাবে।

কাতারের নাগরিক নাইফ আল থানি মন্তব্য করেছে:

@নাইফআলথানি: অবাধ এক নির্বাচন, সারা বিশ্বের স্বাধীনতার জন্য সমর্থন, এক শক্তিশালী অর্থনীতি… হয়ত শান্তিপূর্ণ কাতার যুগ হিসেবে যাকে জানা যাবে, তা শুরু হয়েছে# কাতার।

দোহা ভিত্তিক ফরেন পলিসির সম্পদাক ব্লাক হাউনশেল আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন:

@ব্লাকহাউনশেল: কাতারের নির্বাচনী সংক্রান্ত ঘোষণার ক্ষেত্রে কৌতূহল জনক বিষয় হচ্ছে এই বিষয়ে জনতার চাপ খুব সমান্য।

এদিকে কাতারের সাংবাদিক আবদুল্লাহ আল আমাদি নির্বাচন বিষয়ে তার [আরবী ভাষায়] পরিকল্পনা শুরু করে ফেলেছেন:

أول انتخابات تشريعية في قطر عام2013 .. مدة كافية للتجهيز والإعداد ، والتحدي الأكبر في تغيير ثقافة المجتمع ونظرته لمثل هذه الانتخابات
@আবদুল্লাহ_ আলামাদি:২০১৩ সালে কাতারের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিষয়ে প্রস্তুতি গ্রহণের জন্য যথেষ্ট সময় পাওয়া গেছে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে আমাদের সমাজের সংস্কৃতি এবং নির্বাচনের প্রতি তার অবস্থান।

সৌদি নাগরিক আহমেদ আল জাহরানি বেদনার্ত [আরবী ভাষায়]:

يبدو ان دعم قطر للثورات العربية، قد انعكست بشكل ايجابي على تفكير الحكومة في حق تقرير المصير لشعوبهم،ونحن هنا لانملك الا الدعاء ‎#Qatar‏ ‎#Saudi
@এ_আলজাহরানী : দেখে মনে হচ্ছে আরব বিপ্লবের প্রতি কাতারের যে সমর্থন তা তাদের সরকারের মানসিকতার উপর ইতিবাচক প্রভাবে ফেলেছে, যারা কিনা নিজ দেশের জনগণকে তাদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করার সুযোগ করে দিচ্ছে। আমাদের জন্য [ সৌদি আরবের নাগরিকদের জন্য] কেবল আমাদের প্রার্থনা অবশিষ্ট রয়ে গেছে।

এবং মোরতাধা আবদুল্লাহ এর সাথে যোগ করেছে [আরবী ভাষায়]:

اكتشفت ان القطريين طماعين.. ما شكروا أميرهم الا على اعلانه عن انتخابات تشريعية مايشوفونا (السعوديين) نشكر ملكنا على… ولا شي ‎#Saudi‏ ‎#Qatar
@মোরতাধা_এ : আমি আবিষ্কার করেছে যে কাতারের নাগরিকরা আসলে লোভী। কাতারে সংসদীয় নির্বাচনের ঘোষণা প্রদান করার পর তারা তাদের আমীরকে সামান্য ধন্যবাদ জানালো মাত্র। তারা কি আমাদের (সৌদি নাগরিকদের) দেখতে পাচ্ছে না, আমরা কোন কিছু না পেয়েও আমাদের বাদশাহকে আমরা ধন্যবাদ দিচ্ছি।

কাতার ভিত্তিক সাংবাদিক টম গারা রসিকতা করে বলছে:

@টমগারা:কাতার এত ধনী যে ২০১৩ সালের তার নির্বাচনের সময় তারা একই সাথে গ্রীস, ফ্রান্স, লিবিয়া এবং যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যের সংসদকে নির্বাচিত করবে।

এবং কুয়েতের এক নাগরিকত্বহীন নাগরিক মোনা কারীম, আরেকটি রসিকতা উপস্থাপনের চেষ্টা করছে:

@মোনাকারীম: #কাতারের ২০১৩ সালের সংসদীয় নির্বাচন হচ্ছে #সৌদি সরকারকে বিব্রত করার জন্য ইরানের এক ষড়যন্ত্র!

এই মুহুর্তে কাতারে ৩৫ সদস্যের এক উপদেষ্টা পরিষদ রয়েছে, কুয়েতের আমীর যাদের নির্বাচিত করেন। তারা হাতে দেশটির কিছু আইন তৈরির ক্ষমতা রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .