আমাদের এ পোস্টটি মিসর বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।
সামরিক আইনজীবী কর্তৃক জিজ্ঞাসাবাদের বৈধতাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদে অসম্মতি জ্ঞাপন করার কারনে সক্রিয়তাবাদী ও ব্লগার আলা আব্দ এল ফাত্তাহকে ১৫ দিনের জন্য অন্তরীণ রাখা হয়েছে।
তিনি আজ তাঁর সতীর্থ সক্রিয়তাবাদী বাহা সাবের কে সাথে নিয়ে সামরিক আইনজীবী সহযোগে আদালতে হাজির হন। এ সময় বাইরে তাঁর সমর্থকেরা সামরিক আদালতের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ২৮ জানুয়ারি থেকে মিসরে ১২,০০০-এরও বেশি বেসামরিক লোককে সামরিক আদালতে বিচার করা হয়েছে। আব্দ আল ফাত্তাহকে পরবর্তীতে কারাগারে স্থানান্তর হয় এবং সাবেরকে অবিলম্বে মুক্তির আদেশ প্রদান করা হয়।
হোসনী মুবারাকের শাসনামলে ২০০৬ সালেও এ দুই সক্রিয়তাবাদীকে গ্রেফতার করা হয়েছিল।
শরিফ কুদ্দুস লিখেন:
@শরিফ কুদ্দুস: অবিশ্বাস্য। @আলা আর বাহাকে ১৫ দিনের অন্তরীণ আদেশ বাইরে তাঁদের সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
- বাহা সাবের,বামে, এবং আলা আব্দ এল ফাত্তাহ আজ আদালতের বাইরে। ছবি-শরিফ কুদ্দুস
অক্টোবর ৯ তারিখে মাসপেরো গণহত্যায় নিহত আইনজীবী গামাল ঈদ আলা, বাহা ও মিনা ড্যানিএল-এর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে টুইট করেন। তিনি লিখেন [আরবি]:
তিনি বলেন:
علاء سيف رفض التحقيق من النيابة العسكرية باعتبارها تابعة للجيش ، والجيش نفسه متهم في الجريمة وبالتلي لا يجوز لمتهم ان يحقق مع متهم أخ
আলার বোন মোনা সেইফ লিখেন [আরবি]:
علاء و بهاء موقفهم كان قوي لأنهم رفضوا يعترفوا بشرعية النيابة العسكرية
মহামেদ আব্দেল ফাত্তাহ তাঁর প্রতিক্রিয়ায় জানান:
@এমফাত্তাহ৭: @আলার সাহসকে অভিনন্দন কারন তিনি প্রকৃতপক্ষে সামরিক কতৃত্ব দ্বারা জিজ্ঞাসাবাদকে প্রত্যাখ্যান করার অপরাধে অভিযুক্ত হয়েছেন।
জোনাথান রাশাদ যোগ করেন:
@জোনাথানরাশাদ: এটা এক ধরণের পরিহাস যে @ ২০১১ এর শীতে আলা সামরিক আদালতের মুখোমুখি হচ্ছেন আর অন্যদিকে তাঁর বোন @মোনাসোস ২০১১ এর বসন্তে সামরিক আদালতের বিরুদ্ধে লড়ছেন।
জোনাথন মরেমি প্রশ্ন করেন:
@জোনাথনমরেম: বেসামরিক ব্যক্তিদের সামরিক আদালতে আর বিচার না করার প্রতিশ্রুতির কি হল, তানতাওয়ি? যা বলেছ সব মিথ্যা #এসসিএএফ কি পারবে?#ফ্রিআলা #নোমিলট্রায়ালস
অন্য আরও অনেকের মত গিরি ইব্রাহিম ও লিভিড ড্যানিয়েল অভিযুক্ত হয়েছিলেন। তিনি টুইট করেন:
@জিস্কয়ার৮৬: তারা মিনা ড্যানিয়েল কে হত্যা করেছে, তিনি নিহত আর তাঁরা তাঁকে “সহিংসতাকে প্ররোচিত” করার অভিযোগে অভিযুক্ত করছে?!!!#ডাব্লিউটিএফ#এসসিএএফ পাগল হয়ে গেছে
যে সময়ে এ পোস্টটি প্রচারিত হচ্ছে সে সময়ে বাহা সাবেরকে তখনও জিজ্ঞাসাবাদ অব্যাহত ছিল।
মোনা সেইফ টুইট করেন [আরবি]:
আরও পাঠের জন্য
মিসরীয় ব্লগারদের আদালতে তলবের বিষয়টি সামরিক আদালতে বিচারের বিপক্ষ প্রচারণায় নতুন ইন্ধন জুগিয়েছে
আমাদের এ পোস্টটি মিসর বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।