ফিলিপাইনস: লোলং, বিশ্বের সর্ববৃহৎ কুমির

ফিলিপাইনসের বুনাওয়ান-এলাকার আগুসান ডেল সুর নামক জায়গায় ২১ ফুট (৬.৪ মিটার) লম্বা এক লোনা পানির পুরুষ কুমির ধরা পড়েছে। এটি ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে অবস্থিত। বলা হচ্ছে যে এই কুমিরটি

বিশ্বের সর্ববৃহৎ এবং সে ব্যক্তিটিকে একে ধরে, তাঁর নামের সম্মানে এর নাম রাখা হয়েছে লোলং।

সংবাদ অনুসারে, এই কুমিরটিকে ইকো টুরিজম পার্কে স্থানান্তর করা হবে। কিন্তু প্রাণী অধিকার সংরক্ষণ কর্মীরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যেন কুমিরটিকে তাঁর বন্য পরিবেশে রেখে দেওয়া হয়। নেট নাগরিকরা বিতর্ক করছে যে লোলং-কে পার্কে বন্দী করে রাখা ঠিক হবে কিনা। নীচে কিছু টুইটার এবং ফেসবুক-এ আসা কিছু প্রতিক্রিয়া প্রদান করা হল।

@জামেলআইশা: # আগুশানে যে ধরনের থিম পার্ক তৈরি করা হয়েছে আমি তা নিয়ে উদ্বিগ্ন। সে যে মুক্ত এবং নিরাপদ ভাবে চলাফেরা করতে পারবে এমন প্রাকৃতিক পরিবেশ সেখানে তার জন্য করা হয়নি?

@আআআয়ুসি: দারুণ বিষয় আগুসানে এক বিশাল কুমীর, তাকে বন্দী করে রাখলে সে বিষণ্নতায় ভুগবে! অতিকায় বিশাল এক কুমীর! আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস!

@হোরাল্ড_জেরেনিমো: অনেক সময় আমি প্রাণী প্রেমী সংগঠনগুলোর অজুহাতের কারণ বুঝতে পারি না। বিশাল এই কুমীর যে কিনা এক আহারে ৫ টা মানুষ খেয়ে ফেলতে সক্ষম, তাকে ছেড়ে দিতে বলা, অবিশ্বাস্য।

@জেরোপ্লেন : নিশ্চিত নই যে এই কুমিরটিকে ইকো টুরিজম পার্কে রেখে দেওয়া একটা ভালো চিন্তা কিনা, তবে এ রকম এক বিশাল প্রাণী উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছে, ভাবলে আতঙ্কিত হয়ে উঠি।

@ লিবারেটেড _জেআর০৩ আমার মনে হয় লোলংকে আবার তার বন্য পরিবেশে ছেড়ে দেওয়া উচিত। তবে আমাদের সম্প্রদায় থেকে দুরে রয়েছে, এমন কোন প্রাকৃতিক জায়গা এখন আর নেই।

@এন্তোনিয়এম্বারডা: পুনরায় বসতি স্থাপন করা/ বনায়নকৃত খনি এলাকায় আরেকটি লোলং পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?

Love Anover: just a thought!BUWAYANG LOLONG is almost a 100yrs resident of the AGUSAN MARSH w/c is a protected area by the way.NOT EVEN PROVEN yet na SIYA ang pumapatay sa mga tao dun di ba?bakit kailangan siyang palayasin sa KANYANG TAHANAN?

লাভ এ্যানোভার, একটা মাত্র চিন্তা! শত বছর ধরে লোলং নামক কুমীর আগুশান নামক জলাভূমির বাসিন্দা, এক ভাবে বলা যায় এটা এক সংরক্ষিত এলাকা। এখন পর্যন্ত কোন প্রমাণ পাওয়া যায়নি এটা কোন মানুষ খুন করছে, তাই না? তাহলে কেন তাকে তার বাসস্থান থেকে বের করে দেওয়া হবে।

লোলং; নামের কুমিরের ছবি ইন্টারনেটে উন্মাদনার সৃষ্টি করেছে।

যেহেতু কুমিরকে প্রায়শ দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সাথে তুলনা করা হয়, দেখে মনে হচ্ছে যে ফিলিপাইনের বিতর্কিত রাজনীতিবিদদের সাথে এর তুলনা করার বিষয়টি তাদের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

@কিংদিজেলোগান: ফিলিপাইনের আগুশান ডেল সুরে যে বিশাল কুমীর ঘুরে বেড়াত, তা এখন বন্দী, পাম্পানাগায় বাস করা তার থেকে বড় কুমিরটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ( লেখকের ভাষ্য: পাম্পাগানা হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি গ্লোরিয়া আরোইয়ার বাসস্থান।তার বিরুদ্ধে বেশ কয়েকটি অর্থ আত্মসাতের মামলা করা হয়েছে। সম্প্রতি এক শল্য চিকিৎসার পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।)

@tonyocruz: Tandaan: Maraming mas malalaking buwaya sa pamahalaan.

@ টনি ক্রুজ: সবার স্মরণ রাখা প্রয়োজন, সরকারে মধ্যে এর চেয়ে বড় বড় কুমীর আছে

@jocereisma: Crocodile captured. FG in the hospital. Congressman punched a security guard. hanuva yan, puro na lang BUWAYA ang balita ngayon!

@জোসেরিসমা: কুমিরটিকে পাকড়াও করে হয়েছে। এফজি হাসপাতালে। সংসদ সদস্য এক নিরাপত্তা কর্মীকে ঘুষি মেরেছে। কি ঘটছে, সকল সংবাদ কুমীর কেন্দ্রিক! (লেখকের ভাষ্য: এফজি মানে ফার্স্ট জেন্টেলম্যান, মূলত প্রাক্তন রাষ্ট্রপতি গ্লোরিয়ার স্বামীকে এই নামে উল্লেখ করা হয়)

@রান্ডরাটt: বৃহৎ কুমীর এখন “চাপের” মধ্যে রয়েছে এবং তার চাপমুক্ত হবার জন্য সময় প্রয়োজন…শুনে মনে হচ্ছে, রহস্যজনক ভাবে এটি আরোয়ার ঘটনার মত এটা ঘটনা…

@এডেলটামানো: আগুশান ডেল সুর-এ বিশ্বের সর্ববৃহৎ কুমীর ধরা পড়েছে। রাজনীতিবিদদের সেই এলাকায় ভ্রমণ করার সময় সতর্ক হয়ে চলার পরামর্শ প্রদান করা হচ্ছে।

Jograts Mountaineers: Bakit hndi na lng mga tunay na Buwaya sa Gobyerno ang ikulong. kaya pakawalan si Lolong sa wild.. 😉

জগ্রাটস মাউন্টেনর: কেন আমরা সরকারে মধ্যে ঘাপটি মেরে থাকা আসল কুমীরগুলোকে পাকড়াও করছি না। কাজেই লোলংকে তার বুনো পরিবেশে ছেড়ে দেওয়া ভাল। 😉

Daniel Radcliff Jazmin III: Di ako naniniwala na si Lolong ang biggest crocodile…………..BUTIKI lang siya kumpara sa nakararami sa GOBYERNO!

ড্যানিয়াল রাডক্লিফ: জ্যাজমিন ৩। আমি বিশ্বাস করি না যে লোলং বিশ্বের সর্ববৃহৎ কুমীর………সরকারের মধ্যে যে সব কুমীর আছে তাদের তুলনায় এটা একটা টিকটিকি…………..!

নীচে ইউটিউবের একটি ভিডিও রয়েছে, লোলং ঠিক ধরা পড়ার পরের মুহুর্তের দৃশ্য এতে ধরা পড়েছে।

http://www.youtube.com/watch?v=iamtsPypgXQ&feature=player_embedded#!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .