এই প্রবন্ধটি সিরিয়ার প্রতিবাদ বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
হৃদয় বিদারক বেশ কিছু ধারাবাহিক ভিডিও- যে গুলোতে সিরীয় সরকারের শিকার সবচেয়ে কনিষ্ঠ নাগরিকরা তাদের কথা জানাচ্ছে, সে গুলো এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে। দেশটির শাসক বাসার আল আসাদের শাসনের বিরুদ্ধে আয়োজিত চলতে থাকা বিপ্লবের এই ঘটনার সময় তারা এবং তাদের পরিবার দিনে এবং রাতে যে সব ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছে তার বিস্তারিত বর্ণনা এইসব ভিডিওতে প্রদান করা হয়েছে। আজ শুক্রবারের বিক্ষোভ (৩ জুন, ২০১১), সিরিয়ার শিশু এবং তাদের ভবিষ্যতের জন্য উত্সর্গ করা হয়েছে।
টুইটারে, @রেভেল্যুশনসিরিয়া জানাচ্ছে:
এমনকি #সিরিয়ার শিশুরাও #বাসারের ট্যাঙ্ককে ভয় পায় না। এ রকম কিছুর জন্য সাহস বা বীরত্বের চেয়ে বেশী কিছুর প্রয়োজন…।http://fb.me/12T47y0Ml
এই ভিডিও, ফানসিরিয়া যার লিঙ্ক যুক্ত করেছে, সেটিতে দেখাচ্ছে যে বানিয়ার একদল শিশু সামরিক যানের সামনে দাঁড়িয়ে আছে। এই ভিডিওতে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে:
http://www.youtube.com/watch?v=taeS_UX_PsY
এই ভিডিওটি, সিরিয়াএন্ডসিরিয়া ইন্টারনেটে উঠিয়ে দিয়েছে, এখানে দেখা যাচ্ছে শিশুরা বিপ্লবের সময় তাদের বেদনা এবং যন্ত্রণার কথা বলেছে। এর সাথে ইংরেজী সাবটাইটেল বা অনুবাদ রয়েছে:
কারদিশসিরিয়ান-এর এই ভিডিওটিতে , অনেক শিশুকে এক বিক্ষোভে স্লোগান দিতে দেখা যাচ্ছে: “সিরিয়া! স্বাধীনতা!” তারা একই সাথে সিরিয়ার নাগরিকদের আহবান জানাচ্ছে, যেন তারা শিশুদের পাশে এসে দাঁড়ায় এবং আসাদ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে:
এই প্রবন্ধটি সিরিয়ার প্রতিবাদ বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।