সিটিজেন ভিডিও, ১১ মে তারিখে স্পেনের মুরসিয়া নামক এলাকার লোরকা শহরে রিখটার স্কেলে ৫.১ এবং ৪.৫ মাত্রায় আঘাত হানা দুটি ভূমিকম্পের দৃশ্য প্রদর্শন করছে। নগর পরিষদের মতে ২০,০০০ থেকে ৩০,০০০ এর মত লোক এখন রাস্তায় ঘুমাচ্ছে, এদিকে নিরাপত্তা কর্মীরা সেখানকার ভবনগুলোর নিরাপত্তা যাচাই করেছে।
টেরামটো লোরকা ছবি এন্টোনিও পেরিয়াগোর,সিসি বাই-এসএ
রাস্তায় পড়ে থাকা ধ্বংসস্তূপ, সেখানে অ্যাম্বুলেন্সের উপস্থিতি,নিহত ব্যক্তি এবং সেখানকার ভবনসমূহের যে ক্ষতি হয়েছে তা এই ভিডিওতে দেখা যাবে। বিশেষ সর্তকতা, এই ভিডিওটি গ্রাফিক (পীড়াদায়ক):
http://youtu.be/mQFcwaHnEq0
এই ভিডিওতে কেবল রাস্তার উপর হেঁটে যাবার দৃশ্য ধরা পড়েনি, তার সাথে এখানে এর শব্দ ধরা পড়েছেঃ
রবার্টো সিজার এমন একজন ব্লগার যে কানে শুনতে পায় না। সে তার বন্ধু অস্কারের জন্য এক সহানুভুতিশীল বার্তা পাঠিয়েছে। ভূমিকম্পে যে ৮ জন নাগরিক নিহত হয়েছে তার মধ্যে অস্কারের মা রয়েছেঃ
স্পেনের বিলবাও শহরের মেয়র ইনিয়াকি আজকুনা শহরের এক সভায় এক মিনিট নিরবতা পালনের আহবান জানান; মূলত লোরকা শহরের এই ঘটনায় যারা নিহত হয়েছে তাদের স্মরণে এবং যারা জীবিত রয়েছে তাদের সমর্থনে এই নিরবতা পালন করা হয়ঃ
http://youtu.be/bm5t9noUW-I
ক্যানরি দ্বীপের প্রশাসনও একই কাজ করে।
এলডিটিভি, যে স্থানে বিপর্যয় ঘটেছে উপর থেকে তার দৃশ্য ধারণ করেছে। একটি হেলিকপ্টার লোরকা শহরের উপরে উড়ার সময় এই দৃশ্য ধারণ করেঃ
http://www.youtube.com/watch?v=YAdQSg2p9KA