এই পোস্ট আমাদের আইভরি কোস্ট এর গোলযোগ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ
বর্তমানে আইভরি কোস্টের জাতীয় সম্প্রচার স্টেশন রেডিও টেলিভিশন আইভোরিয়েন (আরটিআই) কার নিয়ন্ত্রনে আছে তা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
৩১শে মার্চ আন্তর্জাতিকভাবে পরিচিত প্রেসিডেন্ট আলাসানে ওয়তারার প্রতি বিশ্বস্ত রিপাবলিকান বাহিনী (এফআরসিআই) বিদ্রোহীরা আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানে প্রবেশ করেছেন। তারা যখন আরটিআই এর প্রধান কার্যলয়ে পৌঁছেছে তারা গাগবোর প্রতিরক্ষা আর নিরাপত্তা বাহিনী (এফডিএস) এর বাধার সম্মুখীন হন। জাতীয় টেলিভিশন স্টেশনকে মজা করে ‘প্রোপাগান্ডা টিভি‘ বা ‘এলএএমপি টিভি’ বলা হয় এই ধারনার কারনে যে এটা প্রেসিডেন্ট লরেন্ট বাগবোর প্রতি নমনীয়, যিনি অস্বীকার করেন যে তিনি ডিসেম্বর ২০১০ এর নির্বাচনে হেরে গেছেন আর ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। আরটিআই দখলের যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়েছে।
এর প্রচার তরঙ্গ প্রথমে ২৪ ঘন্টার জন্য বন্ধ করা হয়েছিল আর ১লা এপ্রিল ২০১১ তারিখে ডাইরেক্টস্কুপ নামে আফ্রিকার উপরে জোর দেয়া একটা নাগরিক তথ্য ব্লগ ঘোষনা দেয় যে চ্যানেলের সিগন্যাল ফিরে এসেছে:
La Radiodiffusion télévision ivoirienne ( Rti) a recommencé à diffuser son signal vendredi peu après 19 heures
ওয়ানিউ নামে একজন পাঠক মন্তব্য করেছেন:
Un long metrage de Damon : « LA VENGEANCE DANS LA PEAU » est diffusé en ce moment sur la RTI.
ইনফোআবিদজান.নেট নাম্নী একটা সংবাদ ওয়েবসাইট ১লা এপ্রিল ২০১১ তারিখে তাদের ইউটিউব প্রোফাইলে পোস্ট করেছে এই নাগরিক ভিডিও:
ভিডিওর নীচের ক্যাপশন ব্যাখ্যা করেঃ
Premieres images de la RTI après sa liberation
‘আইভরি কোস্টে ফরাসী হস্তখেপের বিরুদ্ধে সংগ্রাম কমিটি’ নামে বড় একটি ফেসবুক দল জড়ো করেছে ৬৭২০ এর মতো গাবগো সমর্থককে, আরটিআই এর ২রা এপ্রিল এর টিভি সংবাদ সংস্করন এর ভিডিও দেখিয়েছে: এফডিএস এর সেনাদের দেখা গিয়েছে একটা সংবাদ বিজ্ঞপ্তি পড়তে, ব্যাখ্যা করে যে তাদেরকে ওত্তারার বাহিনী আক্রমন করেছে, যাদেরকে সমর্থন করেছে কোত দে আইভরির জাতিসংঘের অফিস (ওনুসি)। তারা আরো বলেছে যে আরটিআই আর আবিদজানের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, আর মানুষের উচিত জীবনযাত্রা স্বাভাবিক রাখা।
টুইটারে এই হস্তক্ষেপের ব্যাপারে নাগরিকরা সাথে সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন:
গারে_ও_গোরিলে ক্ষিপ্ত ছিলেন:
@Gare_au_gorille: la RTI veut 1 bouclier humain en ne relayant pas couvre feu #civ2010 > RESTEZ CHEZ VOUS et faites passer le mot !!!
@জাস্টিস জিএফকে জানাচ্ছেন:
@JusticeJFK: Intervenant FDS sur la RTI: “nous appelons les populations à vaquer normalement à leurs occupations”. Quelle irresponsabilité!!!
“আইভরি কোস্টে ফরাসী হস্তখেপের বিরুদ্ধে সংগ্রাম কমিটি’ আর একটি ভিডিও দেখিয়েছেন যা আরটিআই এর অফিসে ২রা এপ্রিল এর সকালে ধারন করা হয়েছে, আর সাক্ষ্য হিসাবে যে রাষ্ট্রীয় টেলিভিশন এখন বাগবোর সমর্থক এফডিএসদের দখলে। আফ্রিকাউইউইশ এটা ইউটিউবে পুন:প্রকাশ করেছে:
স্টিফেন কাসি নামের একজন আরটিআই কর্মী ব্যাখ্যা করেছেন বৃহষ্পতিবার ৩১ মার্চ ২০১১ তারিখে কি ঘটেছে:
Le jeudi (…) Suite à l'alerte de l'attaque de la rébellion, nous avons essayés de faire un repli, au niveau de la cité qui est en face se trouve à côté (…) Nous ne sommes pas agents de la régie, mais nous avons fait de notre mieux. (…) Les combats ont eu lieu , et nous avons réussi à nous terrer quelque part jusqu'à ce qu'on ait pu nous exfiltrer. Ce matin nous sommes là, comme le pays nous le demande, Nous sommes là pour défendre notre patrie.”