কেনিয়ার ব্লগাররা বেক নামে একটি সংঘ গঠন করেছেন

গত ২৫শে মার্চ শুক্রবার, কেনিয়ার রাজধানী নাইরোবিতে বেশ কিছু কেনিয়ার ব্লগার একটা সভা করেছেন নতুন গঠিত ব্লগারদের সংগঠন বেক এর অধীনে (ব্লগার্স এসোসিয়েশন কেনিয়া)। কেনিয়ার প্রবীন কিছু ব্লগারদের তৎপরতায় এই সভা এই ধরনের চতুর্থ উদ্যোগ ছিল।

ব্লগার সমাজ আর প্রধান ধারার মিডিয়ার মধ্যে সাম্প্রতিককালে অসংখ্য অভিযোগ, দোষারোপ আর কিছু ক্ষেত্রে সরাসরি কথার যুদ্ধ ছিল বিশেষ করে ধোঁকাবাজির ঘটনা, কপিরাইট লংঘন। এছাড়া ছিল কেনিয়াতে সংবাদ আর তথ্য জানানোতে ব্লগিং এর প্রভাব নিয়ে প্রধান ধারার মিডিয়ার ব্লগারদের প্রতি সাধারণ প্রশংসার অভাব। এই সমস্যা ভালোভাবে দেখানো হয়েছে জ্যাক দিন্দার সাম্প্রতিক একটা ব্লগ পোস্টে, যার শিরোনাম লেখাচিন্তা: কপি-পেস্ট করে চৌর্যবৃত্তির মাস্টার

আগের এক বারক্যাম্পে কেনিয়ার ব্লগাররা। ছবি এনজেরি ওয়াঙ্গারির সৌজন্যে।

তার আশংকার মূল বিষয় হলো যে কিভাবে প্রধান ধারার মিডিয়া মালিকরা ব্লগকে ছোট করে দেখাচ্ছেন যখন দোষী নকলবাজদের উন্মোচিত করে দেয়া হয় সম্পাদককে লেখা বিভিন্ন ইমেইল দ্বারা আর তারপরেও কোন ব্যবস্থা গ্রহন করা হয়না। কোন কোন ক্ষেত্রে কোন ক্ষতিপূরণ বা স্বীকারোক্তি ব্যতিরেকে শুধু ‘আমরা দু:খিত’ লেখা একটি নোট ব্লগারকে দেয়া হয়।

শুক্রবারের সভার এজেন্ডার মধ্যে অন্যান্য বিষয় ছাড়াও আর ব্লগারদের জন্য বিভিন্ন সুযোগের ব্যাপারটি তোলা হয়েছিল।

উপস্থিতি বেশ ভালো ছিল যেখানে ২০ জনের বেশী ব্লগার উপস্থিত ছিলেন। বেশীরভাগ প্রথমবারের মতো উপস্থিত ছিলেন কারন মূল উদ্যোক্তারা অন্যান্য বিষয়ে ব্যস্ত ছিলেন।

কেনিয়ার একজন বিশিষ্ট ব্লগার কাচোয়ানিয়া একটি ব্লগ পোস্টে তুলে ধরেছে পুরো এজেন্ডা আর একই সাথে এসোসিয়েশনের লক্ষ্য আর উদ্দেশ্য।

আমদের প্রাথমিক লক্ষ্য:

ক) অনলাইনে উচ্চ মানের স্থানীয় লেখা, ছবি ও ভিডিও তৈরি আর তুলে ধরা এবং নব নব উদ্ভাবন
খ) কেনিয়ার কোম্পানির জন্য উপযোগী অনলাইন বাজারজাতকরণ চ্যানেল তৈরি করা
গ) অনলাইনে মজা করা।

একটা জিনিষ যেটা অনেক জোর পেয়েছে সেটা হলো একটা গোত্র গঠনের প্রয়োজনীয়তা যেখানে ব্লগাররা একে অপরকে সমর্থন করবে আর কাছাকাছি কাজ করবে একটা সাধারণ লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটা হচ্ছে প্রাসঙ্গিক আর দরকারী অনলাইন বিষয়বস্তু তৈরি ও প্রকাশ করা।

আয় নিয়ে আলোচনার সময় যেটা বেশীরভাগ ব্লগার মনে করেনি যে এটা তাদের ব্লগিং কার্যক্রমের অন্যতম সঞ্চালক। তবে বেশীরভাগ স্বীকার করেছেন যে আর্ন্তজাতিক অনলাইন বিজ্ঞাপন কোম্পানির সাথে চুক্তি করার পরেও তার সাফল্য কম ছিল আর তার ফলে বেশীরভাগ এটা থেকে প্রত্যাগমন করেছে। তাই এই এসোসিয়েশন অন্যান্য জিনিষের মধ্যে, একটা আরো বাস্তব সম্মত আর প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্লাটফর্ম নিয়ে কথা বলছেন যা স্থানীয় বিজ্ঞাপন দাতাদের যুক্ত করবে। লক্ষ্য করা গেছে যে এটা বেশী কার্যকর হবে আর ব্লগারদের সেই অতিরিক্ত অর্থ উপার্জনে সাহায্য করবে যা খুব আরাধ্য না হলেও, ব্লগারদের কিছুটা সাহায্য করবে উৎসাহ হিসাবে।

কেনিয়ার একজন প্রবীন ব্লগার ওয়াঞ্জিকু ঘোষণা দিয়েছেন যে তিনি www.bake.co.ke আর www.bake.com ডোমেইন রেজিস্টার করেছেন বেক গোষ্ঠীর ব্যবহারের জন্য। বেকের কাজের মধ্যে রয়েছে:

কার্যাবলী:
· প্রতি তিন মাস পর পর ব্লগারদের মেলা
· প্রতি মাসে ব্লগারদের সাক্ষাত বা হ্যাপী আওয়ার
· ব্লগের প্রতিযোগিতা বিষয় ভিত্তিক বিজয়ীদের জন্য যেখানে বিপুল পুরষ্কার থাকবে
· বছরের শেষে ব্লগ পুরষ্কার

উপস্থিত ব্লগারদের জানানো হয় যে গ্লোবাল ভয়েসেস এর একজন লেখক কলিন্স এমবালো, যিনি ‘আ নাইরোবিয়ান্স পার্সপেক্টিভ’ ব্লগে লেখেন, নকল করা আর কপিরাইট লংঘন সংক্রান্ত বিষয়ে আইনী পরামর্শ দেবেন।

অনেকে স্বীকার করেছেন যে এটা বিশাল একটা উদ্যোগ আর কেনিয়ার ব্লগাররা একত্রে কথা বলার এই সময়।

আমরা তাই অপেক্ষায় আছি সামনের দিনগুলোতে অনেক ভালো কিছুর জন্য। এরই মধ্যে কানাঘুষা শোনা যাচ্ছিল যে বেক এর সাথে বড় একটা করপোরেশন আলোচনা করছে প্রথম ব্লগার মেলার আয়োজনের জন্য। আশা করা যাচ্ছে যে এটা কেবল ব্লগিং এর উন্নতি ঘটাবে না বরং বিষয়বস্তুর প্রাসঙ্গিকতাও বাড়াবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .