ব্লগার এবং আইনজীবী হিরাম মেলান্দেজ এই ভিডিওটি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে, ইলিয়ন অঙ্গরাজ্যের সংসদ সদস্য (কংগ্রেসম্যান) লুইস গুতিয়ারেজ সংসদে প্রবেশের পূর্বে অনেকটা গলার জোরে দ্বীপরাজ্যের ছাত্র এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে মানবাধিকার অপব্যহারের অভিযোগের নামে নিন্দা করছে। পুয়ের্টো রিকো বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত বক্তৃতার উপর বাঁধা আরোপ করায় এবং আইনজীবী সমিতির সমস্যার কারণে এই সব প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এখানকার আইনজীবী সমিতি এমন এক প্রতিষ্ঠান, যাকে পুয়ের্টো রিকোর সংসদ কার্যত অকার্যকর করে রেখেছে।