বাহরাইন: ট্যাঙ্ক বহর রাজধানী মানামার দিকে এগিয়ে আসছে

এই পোস্টটি ২০১১ সালের বাহরাইনের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ
বৃহস্পতিবার, ১৭ ফ্রেব্রুয়ারি, ২০১১ তারিখে ভোর রাতে বিক্ষোভকারীদের উপর হামলা চালানো হয়। এরপর বাহরাইনের রাজধানী মানামার লুলু রাউন্ডএবাউট নামক এলাকার বিক্ষোভকারীদের মাঝে সংবাদ ছড়িয়ে পড়ে যে, সামরিক বাহিনীর ট্যাঙ্ক সমূহকে রাজধানী শহরের দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে।

@আহমেদ২৮৯@ইসালয়িস, http://plixi.com/p/77971560

Army vehicles in Riffa heading towards the Bahraini capital Manama. Image by @ahmed289.

রিফার সামরিক যানের বহরকে বাহরাইনের রাজধানী মানামার দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। ছবি@আহমেদ২৮৯-এর।

টুইটভিডিও (টুইটারের ভিডিও) ব্যবহারকারী আলি আল সাইয়্যেদের এই ভিডিও দেখাচ্ছে যে, মানামার কাছের শহর রিফা থেকে ট্যাঙ্ক বহর রাজধানীর দিকে এগিয়ে আসছে।

@আলিআলসাইয়েদhttp://twitvid.com/IMZKO -সামরিক বাহিনীর যান রিফা থেকে মানামার দিকে আসছে।

http://www.youtube.com/watch?v=s8HWhBAHqwg
এটি ইলিয়টসফাদার-এর ইউটিউব একাউন্টে উঠিয়ে দেওয়া হয়েছে।

@আম্মার৪৫৬: মহাসড়কের উপর সামনে এগিয়ে চলা ট্যাঙ্ক বহর। http://twitpic.com/40m8×8 #বাহারাইন#ফ্রেব১৪#লুলু

Bahrain Army Tanks on Shaikh Khalifa Highway heading towards Manama. Image by Twitter user @ammar456.

বাহরাইনের সামরিক বাহিনীর ট্যাঙ্ক শেখ খালিফা নামক মহাসড়কের রাস্তা ধরে মানামার দিকে এগিয়ে চলছে। ছবি টুইটার ব্যবহারকারী@আম্মার৪৫৬-এর

আসলে এই বিষয়ে কেবল দুটি ছবি রয়েছে, যা এই সংবাদের নিশ্চয়তা প্রদান করছে, কারণ রাজধানী মানামার চারপাশে পুলিশ কাউকে ছবি তোলা অবস্থায় পেলে, তার ক্যামেরা ফোন জব্দ করা শুরু করেছে; রেদাহ হাজি তার সহিষ্ণুতার পরীক্ষা সম্বন্ধে টুইট করেছে:

@রেদাহহাজি: সালমানিয়া নামক গাড়ি যাচাই কেন্দ্রে গাড়ি থামতে হল, ছবি তোলার সময় ভান করতে হল যে ফোন দিয়ে কথা বলছি।#বাহরাইন#লুলু#ফেব১৪http://yfrog.com/h77cjamj

Police near Qufool Intersection near Salmaniya Hospital. Image by Twitter user @RedhaHaji.

সালমানিয়া নামক হাসপাতালের সামনে কুফুল নামক দুটি রাস্তার কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ। ছবি টুইটার ব্যবহারকারী @রেদাহহাজি-এর।

@রেদাহহাজি, তাদের হাতে তুলে দেবার আগে ফোনটিকে বন্ধ করে দিলাম ( অন্যরা যাতে ব্যবহার করতে না পারে তার জন্য চালু থাকা ফোন লক বিশেষ অবস্থায় বন্ধ করা)। গাড়িতে বসে রইলাম। অপেক্ষা করতে থাকলাম। কর্মস্থলে যে জামা পড়ি, সেটা পড়লাম। এরপর আমাকে যেতে দেওয়া হল। বেশ ঝাঁকুনির কারণে টাইপ করার সময় বেশ কষ্ট হচ্ছে।#বাহরাইনব#লুলু#ফেব১৪।

এই পোস্টটি ২০১১ সালের বাহরাইনের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .