এই পোস্টটি ২০১১ সালের বাহরাইনের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
বৃহস্পতিবার, ১৭ ফ্রেব্রুয়ারি, ২০১১ তারিখে ভোর রাতে বিক্ষোভকারীদের উপর হামলা চালানো হয়। এরপর বাহরাইনের রাজধানী মানামার লুলু রাউন্ডএবাউট নামক এলাকার বিক্ষোভকারীদের মাঝে সংবাদ ছড়িয়ে পড়ে যে, সামরিক বাহিনীর ট্যাঙ্ক সমূহকে রাজধানী শহরের দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে।
টুইটভিডিও (টুইটারের ভিডিও) ব্যবহারকারী আলি আল সাইয়্যেদের এই ভিডিও দেখাচ্ছে যে, মানামার কাছের শহর রিফা থেকে ট্যাঙ্ক বহর রাজধানীর দিকে এগিয়ে আসছে।
@আলিআলসাইয়েদhttp://twitvid.com/IMZKO -সামরিক বাহিনীর যান রিফা থেকে মানামার দিকে আসছে।
http://www.youtube.com/watch?v=s8HWhBAHqwg
এটি ইলিয়টসফাদার-এর ইউটিউব একাউন্টে উঠিয়ে দেওয়া হয়েছে।
@আম্মার৪৫৬: মহাসড়কের উপর সামনে এগিয়ে চলা ট্যাঙ্ক বহর। http://twitpic.com/40m8×8 #বাহারাইন#ফ্রেব১৪#লুলু
আসলে এই বিষয়ে কেবল দুটি ছবি রয়েছে, যা এই সংবাদের নিশ্চয়তা প্রদান করছে, কারণ রাজধানী মানামার চারপাশে পুলিশ কাউকে ছবি তোলা অবস্থায় পেলে, তার ক্যামেরা ফোন জব্দ করা শুরু করেছে; রেদাহ হাজি তার সহিষ্ণুতার পরীক্ষা সম্বন্ধে টুইট করেছে:
@রেদাহহাজি: সালমানিয়া নামক গাড়ি যাচাই কেন্দ্রে গাড়ি থামতে হল, ছবি তোলার সময় ভান করতে হল যে ফোন দিয়ে কথা বলছি।#বাহরাইন#লুলু#ফেব১৪http://yfrog.com/h77cjamj
@রেদাহহাজি, তাদের হাতে তুলে দেবার আগে ফোনটিকে বন্ধ করে দিলাম ( অন্যরা যাতে ব্যবহার করতে না পারে তার জন্য চালু থাকা ফোন লক বিশেষ অবস্থায় বন্ধ করা)। গাড়িতে বসে রইলাম। অপেক্ষা করতে থাকলাম। কর্মস্থলে যে জামা পড়ি, সেটা পড়লাম। এরপর আমাকে যেতে দেওয়া হল। বেশ ঝাঁকুনির কারণে টাইপ করার সময় বেশ কষ্ট হচ্ছে।#বাহরাইনব#লুলু#ফেব১৪।
এই পোস্টটি ২০১১ সালের বাহরাইনের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।