মিশর: তামের হোসনির পক্ষ পরিবর্তন?

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

যখন সারা মিশর জুড়ে গণতন্ত্রী পন্থীদের বিক্ষোভ ১৬ তম দিবসে পা দিয়েছিল, সে সময় নেট নাগরিকরা ঘটনা প্রবাহের দ্রুত গতির থেকে খানিকটা বিশ্রাম নেয়, এটি দেখার জন্য যে আজ তামের হোসনির লোক দেখানো কান্নার রহস্য কি।

মিশরের অভিনেতা এবং গায়ক তামের হোসনি, এর আগে যাকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গিয়েছিল বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার উপদেশ দিতে, সে বিক্ষোভকারীদের সাথে কথা বলার জন্য মুবারক বিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল কায়রোর তাহরির স্কোয়ারে এসে হাজির হয়।

সেখানে বিক্ষোভকারীরা তাকে দুয়োধ্বনি দেয় এবং তার প্রতি বিদ্রুপ প্রকাশ করে। সামরিক বাহিনীর লোকজন এই ঘটনায় হস্তক্ষেপ করে এবং তাকে উদ্ধার করে। কান্নাভেজা চোখে তামের ক্যামেরায় ধরা পড়ে। সে জানায়, কৌশলে তার মুখ দিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কথা বলানো হয়েছে।

http://www.youtube.com/watch?v=Ijqawzo2oBQ

এই ভিডিও নেট নাগরিকদের বিদ্রুপের শিকার হয়েছে, ক্ষিপ্ত যেমনটা আপনারা নীচের মন্তব্য থেকে বুঝতে পারবেন।

টুইটারে ওয়ায়েল ঘোনিম প্রতিবাদকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যারা পক্ষ পরিবর্তন করতে চায়, তাদের প্রতি যেন জনতা সদয় হয়:

أرجوكم قولوا للشباب: التعرض لتامر حسني هو أكبر غلط إحنا دلوقتي بنخلي كل واحد عايز يراجع نفسه يفكر ألف مرة .. كل واحد بينضم لينا مكسب #Jan25
দয়া করে তরুণদের বলুন: তামের হোসনির উপর আক্রমণ চালানো ছিল একটা ভুল কাজ। এখন যারা তাদের অবস্থান পরিবর্তন করার কথা ভাবছে, আমরা তাদের (অবস্থান পরিবর্তন করার ক্ষেত্রে) হাজার বার ভাবতে বাধ্য করছি।..কেউ যদি আমাদের পক্ষে যোগ দেয়, তাহলে আমাদের জন্য তা হবে একটা বাড়তি পাওনার মত।

এখানে টুইটারের কিছু প্রতিক্রিয়া প্রদান করা হল।

@পোর্ট_সা৩ইদ: তামের হোসনি এখন#তাহরির স্কোয়ারে। আর লোকজন তাকে ধাক্কা দিচ্ছে..চেঁচিয়ে বলছে.. তাকে নামিয়ে দাও। এখান থেকে বের করে দাও, বের করে দাও।#জান২৫#মিশর

@এজেলাইভ: মিশরীয় গায়ক তামের হোসনিকে #তাহরির স্কোয়ারে যখন কথা বলার চেষ্টা করে, তখন তাকে নামিয়ে দেওয়া হয়েছে-সামরিক বাহিনীর লোকেরা এই ঘটনায় হস্তক্ষেপ করে। গোলাগুলির ঘটনাও ঘটেছে।http://aje.me/hQnjvg

@: @ দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান… তাহরির স্কোয়ারে তামের হোসনিকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে???.. মহান ঈশ্বর, ইতোমধ্যে মিশর বেশ ভালই উন্নতি করেছে!! =D

@আইয়াদ_এলবাগাদাদি: যারা জানেন না তাদের বলছি, তামের হোসনি এক তরুণ পপ গানের তারকা শিল্পী। এর আগে তিনি বিক্ষোভকারীদের ঘরে ফিরে যেতে এবং সরকারে বিরক্ত না করার কথা বলেছিলেন। #মিশর#জান২৫#

@ফাতিহাতিফ: তামের হোসনিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে? যারা সত্যিকার অর্থে হৃদয় থেকে অবস্থান পাল্টাতে চায় তারা প্রতিবাদকারীদের কারণে, এ পক্ষে যোগ দিতে বিব্রত বোধ করবে#জান২৫

@রোবাআসি: সবচেয়ে হাসির এক ঘটনা: দুয়োধ্বনি শোনার পর তামের হোসনির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে।#তাহরির। http://bit.ly/hVDunz#মিশর#জান২৫

@জায়েদশেরিফ: তামের হোসনির ভিডিও আসলে মহাকাব্যিক….বিপ্লব আরম্ভ হবার পর আর এত হাসি আসেনি। :-D#জান২৫

@সালামেহ: দারুণ. তামের হোসনির কান্নার দৃশ্য সম্বলিত ভিডিওটি দেখলাম…দারুণ এক অভিনেতা!! প্রচারণার জন্য ভান করা।

@ওয়াসালেহ: পরিহাসের বিষয় নয়, বিরক্তিকর!!! @আলগারগাওয়ি পরিহাসের বিষয়: তামের “হোসনি” হোসনি মুবারককে পিতা বলে সম্বোধন করতেন।#জান২৫

@জাস্টআমিরা: ভ্রাতা সকল-আমি আশা করি আমার #জান২৫ এর সময় সূচিতে তামের হোসনি একটি আলোচ্য বিষয়ে পরিণত হবে না। তখন আমি তার দিকে তাকাব! বীভৎস ওহ কি বীভৎস!

@০রুলজ০: দারুন. আজকে আমি কি দেখতে পাইনি? তামের হোসনি তার চোখ দিয়ে অশ্রু ঝরাচ্ছে? জান২৫

@ট্রেলাএলবি: @ট্রেলাএলবি: কেউ বিনয়ী, তাই কাঁদে.. অন্যরা মিথ্যে অশ্রু ঝরায়। তামের হোসনির নির্বুদ্ধিতার আরেকটি কাহিনী। #জান২৫, http://on.fb.me/e2DhLN

@আআলমাসরি: লোওওওওওওওল। প্রতিবাদকারীদের বিদ্রুপ ধ্বনি শোনার পর তামের হোসনি কান্নায় ভেঙ্গে পড়েছে। সে বলছে “তারা আমাকে ভুল বুঝেছে” সে বলছে।হাহাহাহাহাহা।http://ow.ly/3SZ2m

@হাইপারলোকাভোরে: যুক্তরাষ্ট্রের জন্য প্রশ্ন….শূন্যস্থান পুরণ কর? তামের হোসনি হচ্ছে মিশরের …..#তাহরির বেইবের? কেনি জি? জ্যাগার? টিম্বারলেক? লিল ওয়েইন?

@dubaijazz: তামের হোসনির কান্নার পর, বিপ্লব জাস্টিন বেবের নারী ভক্তদের মত এই এলাকায় নারী ভক্তদের ক্ষোভের মুখে পড়বে।

@মারিওভানেল্লা: মিশরীয় গায়ক তামের হোসনিকে #তাহরির স্কোয়ারে ভাষণ দেবার সময়, তাকে কথা বলতে দেওয়া হয়নি।-সামরিক বাহিনী হস্তক্ষেপ করেছে, সতর্কতা মূলক গুলি ছোঁড়া হয়েছে।http://aje.me/hQnjvg

@ওমর_গাজা: তাহরির স্কোয়ারের প্রতিবাদকারীরা স্লোগান দিতে শুরু করেছে তামের হোসনি মোবারক নিপাত যাক। দারুণ ব্যাপার। এই সব জনতাকে ভালোবাসি! তারা অসাধারণ #জান২৮

#জেইনাবোন:আজকের দিনে দেখা আমার সেরা ঘটনা #তামের #হোসনিকে মঞ্চে দুয়োধ্বনি দেওয়া। হাহাহহাহাহাহ। তার নির্বোধের মত করা মন্তব্যে সে কি হাততালি আশা করেছিল? জান২৫

@সোরাসার২০১১: লোকজন তামের হোসনিকে নিয়ে মজা এবং উল্লাস করছে, তার প্রতি এ ধরনের আচরণ করা হচ্ছে। সরকার যখন আমাদের প্রতি এ ধরনের আচরণ করেছে, তখন আমরা তা ঘৃণা করেছি। দয়া করে এসব বন্ধ করুন।#মিশর#জান২৫

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .