এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
কয়েকদিন আগে থেকে অনেকে দাবি করে আসছিল যে, মুবারক বিক্ষোভকারীদের মাঝে আতঙ্ক সৃষ্টির জন্য গুণ্ডাদের রাস্তায় নামিয়ে দিয়েছে। গতকাল, আমরা রাস্তায় এইসব তথাকথিত মুবারক সমর্থকদের মিছিলের স্বাক্ষী হলাম, এবং এরপর অনেক লোক দাবি করছে যে, তারা আসলে রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মী এবং গুণ্ডা, যারা মুবারক সমর্থক হিসেবে রাস্তায় নেমেছে। ট্রাভেলারডাব্লিউ বিক্ষোভের কেন্দ্রস্থলে কি ঘটতে পারে, সে সম্পর্কে সতর্ক করে দিচ্ছে।
আজকে, এই সব মুবারক সমর্থকরা তাহরির স্কোয়ারে মুবারক বিরোধী বিক্ষোভকারীদের উপর আক্রমণ করা শুরু করেছে।
এমনকি তারা এখানে উপস্থিত সাংবাদিক এবং সংবাদ সংগ্রহকারীদের উপর হামলা চালিয়েছে।
এবং এখানে আরেকটি টুইট রয়েছে, যা মুবারক সমর্থকদের গুণ্ডাদের সম্বন্ধে এবং কেন তারা এখানে এসেছে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করছে।
এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।