মিশর: মুবারক সমর্থকদের মিছিল! সত্যি কি তারা মুবারকের সমর্থক ?

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ
কয়েকদিন আগে থেকে অনেকে দাবি করে আসছিল যে, মুবারক বিক্ষোভকারীদের মাঝে আতঙ্ক সৃষ্টির জন্য গুণ্ডাদের রাস্তায় নামিয়ে দিয়েছে। গতকাল, আমরা রাস্তায় এইসব তথাকথিত মুবারক সমর্থকদের মিছিলের স্বাক্ষী হলাম, এবং এরপর অনেক লোক দাবি করছে যে, তারা আসলে রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মী এবং গুণ্ডা, যারা মুবারক সমর্থক হিসেবে রাস্তায় নেমেছে। ট্রাভেলারডাব্লিউ বিক্ষোভের কেন্দ্রস্থলে কি ঘটতে পারে, সে সম্পর্কে সতর্ক করে দিচ্ছে।

@ট্রাভেলারডাব্লিউ: বেশ কয়েকজন মুবারক সমর্থক এখন মিছিল করতে করতে তাহরির স্কোয়ারের দিকে যাচ্ছে। নোংরামি বাস্তবতায় রূপ নিয়েছে।।

আজকে, এই সব মুবারক সমর্থকরা তাহরির স্কোয়ারে মুবারক বিরোধী বিক্ষোভকারীদের উপর আক্রমণ করা শুরু করেছে।

@নাগালআরজক: মুবারক একটার পর একটা নির্বোধের মত কাজ করে যাচ্ছে। এর সাম্প্রতিক তম উদাহরণ হল: তার গুণ্ডা বাহিনীর তাহরির স্কোয়ারের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা চালানোর ঘটনা।

এমনকি তারা এখানে উপস্থিত সাংবাদিক এবং সংবাদ সংগ্রহকারীদের উপর হামলা চালিয়েছে।

@মিনাগামাল: যদি এই সব লোকদের ভাড়া করে আনা না হয়, তাহলে আমাকে বলুন, কেন তারা সাংবাদিকদের ক্যামেরা ভেঙ্গেছে?

এবং এখানে আরেকটি টুইট রয়েছে, যা মুবারক সমর্থকদের গুণ্ডাদের সম্বন্ধে এবং কেন তারা এখানে এসেছে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করছে।

@ইনজিতা:মিশরের এনডিপি নামক দলটির কর্মীরা মুবারকের শাসন নিয়ে মুস্তাফা মাহমুদের গাওয়া গানের কপি সবাইকে বিতরণ করছে। আমাদের দারোয়ানের ছেলে একটি হাতে নিয়ে রয়েছে।

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .