এ বছরের শেষে জর্ডানের সরকার তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়। একদিকে পেট্রোলের মূল্য ৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, অন্যদিকে ডিজেল এবং কেরোসিনের দাম ৬ শতাংশ বাড়ানো হয়েছে। এমতাবস্থায় জর্ডানের অনেক নাগরিক নতুন বছরকে পরিহাস এবং বিদ্রুপের মাধ্যমে স্বাগত জানিয়েছে।
মুনির সাইফি বছরের শেষ সময়ের বিষয়টি উল্লেখ করেছেন:
তেলের দাম ৯ শতাংশ বৃদ্ধির সাথে শুভ নববর্ষ, ২০১১ সালটিকে উপভোগ করুন#জো
জালমাসরি টুইট করেছে:
বছর শেষে সরকারের উপহার, তেলের দামে ৯ শতাংশের উপর বৃদ্ধি ঘটেছে। শুভ নববর্ষ #জে
বাসেম আগাদ এর উত্তরে বলছে
খুব ভালো এক অর্জন, আমরা এর চেয়ে ভালো আর কিছু পেতে পারি না! #জো আরটি জালমাসরি। বছর শেষে সরকারের উপহার, তেলের দামে ৯ শতাংশের উপর বৃদ্ধি। শুভ নববর্ষ #জে
লোইয়া তাহা, তেলের কি কি বিকল্প হতে পারে তার হাস্যরসাত্মক এক আলোচনা করছে:
তেলের দামে ৯ শতাংশ বৃদ্ধি!! আমি বাজি ধরতে পারি যে, এখন থেকে সামনের দিনগুলোতে আমরা রাস্তায় অনেক ঘোড়া এবং গাধা দেখতে পাব… এগুলো অনেক সস্তা। আমি শীঘ্রই নিজের জন্য এ রকম একটা যান নিতে যাচ্ছি# জো
জানাবি অন্য আরেক ধরনের বিকল্প বিষয়ের পরামর্শ প্রদান করেছে:
বিদায় অকটেন ৯৫, স্বাগতম অকটেন ৯০ (অকটেন ৯৫ এবং অকটেন ৯০-অকটেনের মানের পরিমাপক, এদের দামের পার্থক্য রয়েছে) :(#জো
লোআই তাহা এর উত্তর বলছে:
বিদায় বেনজিন… স্বাগতম পানি: আরটি @জানাবি: বিদায় অকটেন ৯৫, স্বাগতম অকটেন ৯০:(#জো)
আলি দাহমাশ সরকারের সিদ্ধান্তের প্রচণ্ড সমালোচনা করেছে:
@ইয়াসেরবারগান@প্রাইমমিনিস্ট্রি, জর্ডানে তেলের দাম বৃদ্ধির এই হার, অপ্রয়োজনীয় এবং অবাস্তব, এটা অন্যায়।
ইয়াসের বারগান এর উত্তর করেছে:
@আলিদাহমাশ, আমরা জ্বালানী তেল আমদানী করি। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির কারণে এই ঘটনা ঘটেছে। @প্রাইমমিনিস্ট্রি #জো
এবং সে আরো বলছে:
@আলি দাহমাশ, তারপরেও তেলের পাম্পে তেলের যে মূল্য #জো, তা #গ্রিসের চেয়ে ৫০ শতাংশ কম।@প্রাইমমিনিস্ট্রি।