মৌসুমি ঝড় থমাস কোস্টা রিকার বিপুল ক্ষতি করেছে যার ফলে দেশটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশব্যাপী জোরালো বৃষ্টি অনেক ক্ষতি করেছে: রাজধানী সান জোসের পশ্চিমে ভূমিধসে এই পর্যন্ত ২০ জন মারা গেছে, অনেকে নিখোঁজ আছে, শত শত মানুষকে সরিয়ে নেয়া হয়েছে আর অন্তত ১১টি রাস্তা আর মহাসড়ক বন্ধ করা হয়েছে।
রিচার্ড মোলিনা তার ব্লগে জাতীয় এই দুর্যোগের মূল বিষয়গুলো সংক্ষেপে লিখেছেন, বিশেষ করে শত শত মানুষের কথা যারা যে কোন ধরনের পানির সুবিধা বঞ্চিত হয়েছেন। তিনি দেশটার জরুরী অবস্থা মোকাবেলার ক্ষমতার অভাবের কথাও জানিয়েছেন:
Debido a la gravedad de la situación y a la limitación de recursos, la Cruz Roja Costarricense está enfocando sus esfuerzos a la atención de incidentes donde se registra afectación directa de personas.
প্রেসিডেন্ট লরা চিঞ্চিলা পার্শ্ববর্তী দেশ থেকেও সাহায্য চেয়েছেন, বিশেষ করে হেলিকপ্টার চেয়েছেন যা ত্রাণ কাজে সাহায্য করতে পারে আর লোকের কাছে পৌঁছাতে পারে যা ভূমিধস আর সেতু ভেঙ্গে পড়ার কারনে বিছিন্ন হয়ে পড়েছে।
ইউটিউবে মানুষ এরই মধ্যে ভিডিও আপলোড করা শুরু করেছে যে কিভাবে বেঁচেছে তারা লাগাতার বৃষ্টি থেকে যা বিগত কয়েকদিনে পুরো জাতিকে ভিজিয়ে ফেলেছে।
ফাবিন্সেরান্নো জানিয়েছেন তার এলাকা কিভাবে পানিতে ডুবে গেছে তেজার দেল গুয়ার্কো নদী দ্বারা:
রাজগ্রিজসিআর তার গাড়ির সামনের কাঁচ দিয়ে তুলেছেন সান জোসের উত্তরের হেরেদিয়ার রাত্রের পথের বন্যার ছবি।
ফেদেল্গাডোজ২০০০ দেখিয়েছেন কিভাবে তুরুকেয়ারস সেতু ভিরিল্লা নদীর উপরে গায়েব হয়ে গেল:
ডেকোরকসিআর পাররিতার বন্যা তুলে ধরেছে, যেখানে শত শত মানুষকে অস্থায়ী আশ্রয়ে পাঠানো হয়েছে:
ক্ষোভ বেশ আছে, যেহেতু প্রতি বছর বন্যা আর বৃষ্টির জন্য ক্ষতি ঘটছে আর সরকার জীবনের ক্ষতি আর মৃত্যু রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বা পূর্ব থেকে পরিকল্পনা করতে পারেনি। টুইটারে, মারকো এ সালাজার (@মাসালা৭৭৭) জানিয়েছেন:
tantas veces dijeron los expertos que esto podía pasar…. ya van por 20 los muertos… esto quien lo va a explicar?
এখন পর্যন্ত দ্বিধা আছে যে সাহায্য নিয়ে আর যাদের প্রয়োজন তাদের ত্রাণ পাঠানোর জন্যে কি করা যায়। হাসপাতালের দায়িত্বে থাকা কোস্টা রিকান সামাজিক নিরাপত্তা ইন্সটিটিউট ফেসবুকে পোস্ট করেছে ব্যাখ্যা করে যে সাহায্যের জন্য তারা কি করছেন, আর সেই ধারনা দিয়েছে যে অন্যরাও কি করতে পারে:
Como parte de las previsiones que se están tomando, el Banco Nacional de Sangre (BNS), alertó sobre la necesidad de que se done sangre tipo O positivo, toda vez que las reservas son escasas. La doctora Erna Meléndez, directora de esa dependencia, solicitó que vayan a donar al BNS, ubicado al costado sur de la iglesia de Zapote.
সাংবাদিক মারিয়ানেল্লা করডেরো টুইটার অনুরোধের উত্তর দিয়েছেন তথ্য জানাতে যে কোথায় দান গ্রহণ করা হবে, আর লিখেছেন যে এস্কাজুর সান আন্তোনিওতে জুয়ান ২৩ স্কুল বন্যার দান হিসেবে খাদ্য, বস্ত্র আর অর্থ গ্রহন করছে। তিনি আরও বলেছেন যে তিনি পরামর্শ দেবেন পানি নিয়ে যাওয়ার জন্যে যেহেতু পানির উৎসের সম্ভাব্য দূষনের কারনে সরকারের পরামর্শ হছে সকল পানি ফুটিয়ে খাওয়ার ।
তবে এখন পর্যন্ত দান সংগ্রহের জন্য অফিসিয়াল পথ সরকার অনুমোদন করেননি, আর টুইটারের মাধ্যমে এই বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়েছে: মিডিয়ার উচিত জনগণকে জানানো কিভাবে সাহায্য করা যায় কোন ব্যাঙ্ক আকাউন্টে অর্থ জমা দেয়া যাবে বন্যার জন্য আর কোথায় ত্রাণ সাহায্য নেয়া হচ্ছে।