স্বচ্ছতার জন্য প্রযুক্তি: নতুন পাঁচটি চমকপ্রদ প্রকল্প উপস্থাপন, আরও অনেক আসছে!

স্বচ্ছতাপূর্ণ অন্তর্জালের জন্য প্রযুক্তি (টেকনলজি ফর ট্রান্সপারেন্সি) প্রকল্পে আমাদের দ্বিতীয় পর্যায়ের গবেষণার প্রকাশনা শুরু করার ঘোষণা দেয়ার জন্য আমরা আনন্দিত। শুরুতে পাঁচটি চমকপ্রদ প্রকল্প উপস্থাপন করছি – ভারতের অ্যাকাউন্টেবিলিটি ইনিসিয়েটিভ, বুরুন্ডির অ্যামাতোরা মু মাহোরো, রাশিয়ার ডেমোক্রেটর.আরইউ, ব্রাজিলের এক্সসেলেনসিয়াস এবং পোল্যান্ডের মাম প্রাও ওয়াইডেজিক- এছাড়াও আমরা আনুমানিক ৩০টি লেখা প্রকাশ করব আগত সপ্তাহগুলোতে।

স্বচ্ছতার জন্য প্রযুক্তি সাইটে নতুন একটা বিষয় সংযুক্তির ঘোষণা প্রদান করতে পেরে আমরা খুবই উৎফুল্লিত: গ্রীষ্ম জুড়ে, কিভাবে আমাদের পর্যবেক্ষণকৃত ঘটনা (কেস স্টাডি) গুলো বিভিন্ন শিরোনামে বিভক্ত করব সেই উপায় খুঁজেছি সাইটটি অনুসন্ধানের এবং সাক্ষাৎকারগুলো ব্রাউজিং চমকপ্রদ করে তোলার জন্য। যে সকল প্রকল্পে আমরা সাক্ষাৎকার গ্রহণ করেছি সেগুলো ছিল জটিল এবং বিভিন্নমুখী: উদাহরণ স্বরূপ, আর্জেন্টিনার ডিনেরো ঈ পলিটিক্যা ( টাকা এবং রাজনীতি) অর্থনৈতিক আন্দোলনের বিষয়ে আলোকপাত করে। এটি একটি প্রযুক্তিগত যন্ত্র যা ব্যবহার করা হয় অর্থনৈতিক উপাত্ত তৈরীতে এর ভূমিকার কারনে, এটাকে বাজেট নিরীক্ষণের একটি উদাহরণ হিসেবেও দেখা যেতে পারে।

আমাদের নতুন শ্রেণীকরণ ব্যবস্থা সাইটটির পর্যবেক্ষকদের পর্যবেক্ষণকৃত ঘটনা (কেস স্টাডি) গুলো অনুসন্ধানে চারটি ভিন্ন লেন্সের মাধ্যমে দেখার সুযোগ করে দিচ্ছে:

  1. প্রকল্পের লক্ষ্যবস্তু এমন সব ভূমিকা পালনকারী (পালনকারীগণ) (উদাহরণ স্বরূপ, সরকারের আইন প্রনয়ণ শাখা)
  2. উল্লেখ্য ভূমিকা পালনকারীগণ কর্তৃক সম্পাদিত কার্য (উদাহরণ স্বরূপ নির্বাচন, বাজেট অথবা সেবা প্রদান)
  3. প্রযুক্তির যে সকল পন্থা তারা ব্যবহার করে থাকে (উদাহরণ স্বরূপ মোবাইল টুলস অথবা উপাত্ত সংগ্রহ টুলস)
  4. প্রকল্প পরিমাপক নির্ধারণ (জাতীয়, মিউনিসিপ্যাল ইত্যাদি)

প্রতিটি পর্যবেক্ষণকৃত ঘটনা (কেস স্টাডি) এর উপরে “তড়িৎ দেখা” শ্রেণী সেই ঘটনার শ্রেণীবিভাগের তালিকা প্রদান করে-অন্যান্য কি কি প্রকল্প এই শ্রেণীর আওতায় পড়ে তা দেখার জন্য এর চারপাশে ক্লিক করে আনন্দ উপভোগ কর!

প্রতিটি পর্যবেক্ষণকৃত ঘটনা (কেস স্টাডি) এর উপরে “তড়িৎ দেখা” ফিচার আমাদের পর্যবেক্ষণকৃত ঘটনা (কেস স্টাডি) গুলো বিভিন্ন শ্রেণীতে ব্রাউজ করার সুযোগ করে দিচ্ছে।

এই ঘটনাগুলোতে সাহায্য প্রদানের তোমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং ঘটনাগুলো আমরা পুরো মাস ধরে প্রকাশ করব। আলাদা আলাদা সাক্ষাৎকারে, টুইটার এ আমাদের ম্যাসেজে (@টেকট্রান্সপারেন্ট এ ইংরেজীতে; @ট্রান্সপারেন্টেক এ স্প্যানিশ/পর্তুগীজ এ), অথবা আমাদের ফেসবুক পাতায় একটি ছত্র প্রদান করে আপনারা স্বাধীনভাবে মন্তব্য প্রদান করতে পারেন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকছি আমরা!
পরের সপ্তাহে থাকছে: ভারত, রাশিয়া, ফিলিপাইনস এবং পূর্ব আফ্রিকা থেকে নেয়া নতুন পর্যবেক্ষণকৃত ঘটনা!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .