মিউজিক ভিডিও বানানো ক্রমশ: কঠিন হচ্ছে কারণ এটি এমন এক ইন্ডাস্ট্রির অংশ যার প্রস্তুত খরচ ক্রমেই বেড়ে যাচ্ছে। ৯৯ মার্কিন ডলার মিউজিক ভিডিও ওয়েবসাইট ব্যান্ড এবং চলচ্চিত্র নির্মাতাদের নতুন শৈল্পিক ভিডিও বানানোর সুযোগ দিচ্ছে কম খরচে। পুরো ভিডিও এক দিনে রেকর্ড করে সম্পাদনা করা যায় এবং খরচ ৯৯ মার্কিন ডলারের বেশী পরে না।
এই সাইট যেমন বর্ণনা করছে:
৯৯ মার্কিন ডলারের মিউজিক ভিডিও একটি স্বাধীন সঙ্গীত নেটওয়ার্ক যারা কম খরচে উন্নত ভিডিও প্রস্তুত করে যা বর্তমান সঙ্গীত জগৎের জন্যে উপযোগী। প্রতি সপ্তাহে আমার উঠতি ব্যান্ডগুলোর মধ্য থেকে একটি নতুন গানের মিউজিক ভিডিও তুলে ধরি। এই সব ব্যান্ডগুলো স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের সাথে যোগ দিয়ে একটি নতুন এবং মৌলিক মিউজিক ভিডিও তৈরি করে।
যদিও বেশীরভাগ ভিডিওই উত্তর আমেরিকা মহাদেশ থেকে আসে, আমরা অন্যান্য দেশ থেকেও কিছু ভিডিও পেয়েছি, এবং আজ আমরা সেসব থেকে একটিকে দেখাব। ব্রাজিল থেকে সঙ্গীতশিল্পী কিনহো এবং ড্রিগামেইরো এই চ্যালেঞ্জকে মোকাবেলা করেছেন এবং মাত্র ১৭ মার্কিন ডলার খরচ করেছেন তাদের “মেই দো উমা জানেলা” ভিডিওটি তৈরি করতে।
এই স্কাইপ সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী ও ভিডিওর পরিচালক একটি টিভি চ্যানেলের সাথে কথা বলেন যা নেক্সট নিউ নেটওয়ার্কের অংশ।
আপনারা ইউটিউবে কুইনহোকে অনুসরণ করতে পারেন।
এই ভিডিওগুলো সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্র নির্মাতাদের দ্বারা সাইটে তুলে দেয়া হয় এবং আপনার কাছে যদি এমন ভিডিও তাকে যা এর শর্তগুলো পূরণ করে তাহলে আপনারাও এই চ্যানেলে যোগ করতে পারেন। যদিও এই চ্যানেলের কর্মচাঞ্চল্যতা ইদানিং কমে গেছে, আমরা আশা করব তারা নতুন মৌসুমে আমাদের চমকে দেবে।