কাজাখস্তান: সাংবাদিক খুন, পেশাদার কারণে নয়

IMG_0411
২৮ বছর বয়স্ক সায়াট সুলেমবায়েভ পেশায় ছিলেন একজন সাংবাদিক। তিনি সংবাদ ভিডিও পোর্টাল “স্টান”-এ কাজ করতেন। তাকে আলমাতি শহরে নির্মম ভাবে খুন করা হয়। যেমনটা স্টান-এর পরিচালক মাইকেল পাক বলেন, শহরের যেখানে বাস থামে বা বাস স্টেশনের কাছে সায়াট বাসা ভাড়া নিয়েছিল। সেখানকার একটি বাড়ির এক কামরা সে ভাড়া নেয়। খুনীরা এই বাড়ির মালিক এবং সাংবাদিক দুজনকেই খুন করে। ধারণা করা হচ্ছে, একটি খুনের সম্ভব সাক্ষীকে দুনিয়া থেকে সরিয়ে দেবার জন্য আরেকটি খুন করা হয়। সংবাদ পোর্টাল বা ইন্টারনেটে প্রকাশ করা সংবাদ মাধ্যমটি কোন ধরনের সংবাদ প্রকাশের ঘটনার সাথে এই সাংবাদিকের খুনের ঘটনার যুক্ততা খুঁজে পায়নি।

কাজাখাস্তানের প্রাক্তন এই রাজধানীর বাস স্টেশনের আশেপাশের এলাকাকে সবচেয়ে অপরাধ প্রবণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। ধারণা করা হচ্ছে বাড়ির মালিক অপরাধ জগতের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। খুন হয়ে যাবার বেশ কিছু দিন আগে থেকে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করা হচ্ছিল সে সায়াটকে সতর্ক করে দিয়েছিল। কিন্তু সাংবাদিক সায়াট এই বিষয়টিকে ততটা গুরুত্বের সাথে গ্রহণ করেনি।

এডাম কেশcর লিখেছেন [রুশ ভাষায়]:

আমি তাকে জানতাম এবং খুব সম্প্রতি তাকে নাট্যকেন্দ্রে দেখেছি। ওহ, কেউ ধারণা করতে পারবে না কারো ভেতরে কি ঘটে, যখন সে একজন মানুষকে জীবনে শেষবারের মত দেখতে পায়। আমি নির্বাক হয়ে গেছি। যেমনটা তার সহকর্মীরা বলছে, “এই খুন তার প্রদান করা কোন সংবাদের কারণে ঘটেনি। সে এক বাজে এলাকায় থাকত। এবং এই বাস্তবতা এ বেদনাদায়ক ঘটনাকে আরো ভীতিকর করে তুলে।

ফেসবুকে মুরসাইয়া লিখেছেন [রুশ ভাষায়]:

বিদ্যালয়ে পড়ার সময় থেকে তাকে আমি জানতাম। আলমাতি শহরে যেতে পেরে সে খুব খুশি হয়েছিল। [কাজাখস্তানের উত্তর-পূর্বে অবস্থিত প্রদেশ সেমিপ্লাটিনিস্ক থেকে আলমাতি শহরে এসে বাস করা শুরু করে। সে গর্বের সাথে আমায় তার বিজ্ঞাপন জগৎের কাজ এবং পরবর্তীতে সাংবাদিকতার কাজ সম্বন্ধে বলেছিল,…সায়াট তুমি শান্তিতে ঘুমাও।

সায়াট সুলেমবায়েভের এক সহকর্মী লূগিনকা। ভদ্রমহিলা তার ব্লগে লিখেছেন:

সে হয়ত ছিল সহ্য না করার মত এক গ্রাম্য এবং শ্লেষ পূর্ণ ব্যক্তি। তবে সে ধোপদুরস্ত থাকতে এবং পার্টি বা উৎসব অনুষ্ঠান করতে ভালবাসত। সে বিদ্রূপাত্মক রসিকতা করত, কিন্তু অন্যের রসিকতায় সে সহজেই ঘায়েল হয়ে যেত। সে পরিচ্ছন্ন বই পড়ত এবং স্পর্ধিত ভাবে চলত।

আজ তার ডেস্ক বা দপ্তরের কাজের ক্ষেত্রটি সব টেলিভিশন স্টেশন তুলে ধরছে। “ভকোনটাকটে” [ রুশ সোশাল নেটওয়ার্ক] লোকজন সায়াটকে শেষ বিদায় জানানোর বাণী লিখছে। কাজাখস্তান ও রাশিয়ার সংবাদ প্রতিষ্ঠানগুলো এই খুনের উপর সংবাদ প্রকাশ করেছে এবং তারা ধারণা দিচ্ছে যে খুনের পেছনে কোন রাজনৈতিক কারণ থাকতে পারে। কিন্তু এটা কেবল নিয়মিত যে সমস্ত অপরাধ ঘটে তারই মত এক ঘটনা, এবং একই প্রেক্ষাপটে এটি আরো খারাপ একটি বিষয়।

সে ভুল স্থান এবং সময়ে বাস করত। সে এক বাজে এলাকায় বাসা ভাড়া নিয়েছিল। সম্ভবত এর কারণ ছিল টাকা বাঁচানো। সে তার আয়ের টাকা বাঁচিয়ে তার আত্মীয়দের পাঠাত। বাড়িওয়ালা এক বিপজ্জনক সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছিলেন। খুন হবার সায়াট সে সময় তার ঘরে ঘুমাচ্ছিল। ডিসেম্বরের ৩০ তারিখে সে অন্য এক এপার্টমেন্ট বা কক্ষে চলে যেতে চেয়েছিল। তার শেষ সংবাদের শেষ বাক্যটি ছিল, “সামনে পুরো জীবন পড়ে আছে”।

এছাড়াও লেখাটি নিউইউরাশিয়ায় প্রকাশিত হয়েছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .