জাপান: ব্রিটিশ কিশোরী ইউটিউবের তারকায় পরিণত হয়েছে

সে একজন ব্রিটিশ, উজ্জ্বল চুলবিশিষ্ট, পাতলা গড়ন আর সুন্দর। তার নাম বেকি ক্রুয়েল আর মাত্র ১৪ বছর বয়সে, জাপানী ওয়েব জগৎ সে এক আইডল (প্রতিমূর্তি) এ পরিণত হয়েছে।

বেকি ক্রুয়েল জনপ্রিয় হওয়া শুরু করে এই বছরের শেষের দিকে ইউটিউবে দেয়া কিছু ভিডিও এর কারনে যেখানে তাকে তার কামরায় নাঁচতে দেখা যায়। তিনি নাচেন এনাইম (জাপানী কার্টুন) গানের সুরে, যার ফলে এনাইম আর মাঙ্গার অবিচ্ছেদ্য অনুরাগীরা তার প্রতি আকৃষ্ট হয়। ইন্টারনেটে প্রসিদ্ধ হওয়ার পরে ব্যবহারকারী xBextahx (এক্সবেক্সটাক্স) হিসাবে, তাকে আকিহাবারাতে নাঁচার জন্য আমন্ত্রণ করা হয়। এটি পূর্ব টোকিওর একটি জেলা যেটি ওতাকু সংস্কৃতির জন্য ব্যাপক প্রসিদ্ধ।

ব্লুকাফে০৯কে৪৮ বেকি সম্পর্কে আমাদের জানাচ্ছেন।

イギリス・マン島在住の美少女、14歳ですね~。
マンガ「フルーツバスケット」を読んで以来、
日本のオタク文化に嵌ったのが3年前とのこと。
ベッキー・クルーエル自身が日本のアニメソングなどで踊っている動画を
YouTubeで公開したのが今年の3月くらいから。
「男女」がニコニコ動画に転載されたのが5月頃で、人気が爆発。

সুন্দর ১৪ বছরের এক মেয়ে সে, যে ইংল্যান্ডের আইল অফ ম্যানে বসবাস করে। তিন বছর আগে ফ্রুটস বাস্কেট মাঙ্গা কমিকস পড়ার পরে, সে জাপানী ওতাকু সংস্কৃতির ব্যাপারে পাগল হয়ে যায় [সে বলেছে]।

এই মার্চ মাসে, বেকি ক্রুয়েল ইউটিউবে নিজের ভিডিও প্রকাশ করে যেখানে সে এনাইম গানের সুরে নাচ করছে।

[জাপানি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট] নিকো নিকো দোগাতে মে মাসে ডাঞ্জো ((男女) ছেলে আর মেয়ে) ভিডিও (নীচে দ্রষ্টব্য) প্রকাশ হবার পর তার জনপ্রিয়তার বিস্ফোরণ ঘটে।

বেকি ক্রুয়েলের জনপ্রিয়তা অবশ্যই শুধু জাপানী একটা ব্যাপার, যা এই বাস্তবতা থেকে বোঝা গিয়েছে যে উকিপিডিয়াতে তার এন্ট্রি কেবলমাত্র জাপানী ভাষায় রয়েছে। তবে তার কথা ছড়িয়ে পড়েছে সেই সব বিদেশীদের মধ্যেও যারা আকিহাবারা আর ওতাকু সংস্কৃতির একনিষ্ঠ ভক্ত।

উদাহরণ স্বরূপ, এনাইমভাইস.কমের গডলেন ব্রিটিশ আইডলের এই জনপ্রিয়তা নিয়ে হিংসা মেশানো মন্তব্য করেছেন

বেকি ক্রুয়েল, ওহ যদি আমি তার মত হতাম, কারণ ওতাকু বিশ্বে সে হচ্ছে যেন এক সিন্ডারেলার রূপকথার গল্প। ইংল্যান্ডের ১৪ বছরের এই মেয়ে জাপানের মো-ভালবাসে এমন ওতাকুপ্রেমীদের হৃদয় জয় করেছে এনাইম আর জাপানী পপ গানের সাথে নাচ করা ভিডিও ইউটিউবে পোস্ট করে। গতকাল, তার সুযোগ হয়েছিল আকিহাবারার এন্তা মাতসুরিতে ৬০০ ভক্তের সামনে নাচ করার; বিস্ময়কর, আর এইসব একটা ইউটিউব ভিডিও দিয়ে শুরু হয়েছে। এখন জাপানে তার একটা ডিভিডি বের হচ্ছে (যেটা আপনি আগে থেকে অর্ডার দিতে পারবেন) যেখানে তার নাচ আর পুরোপুরি মো হওয়া দেখাবে।

বেকি ক্রুয়েলকে সম্প্রতি ক্যান্ডি আর মিষ্টি প্রস্তুতকারী লোট্টে বাছাই করেছে অন্যান্য বিখ্যাত ব্যক্তির সাথে ফিটস নাচের প্রতিযোগিতা প্রচারের জন্য। বেকি এ উপলক্ষ্যে আকিহাবারা এন্তা উৎসবে গত ২৫শে অক্টোবর জীবনে প্রথম জনসমক্ষে নাচ করল [এখানে অনুষ্ঠানের কিছু ছবি রয়েছে]।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .