জর্ডান: সামাজিক পরিবর্তনের জন্য ভিডিও!

গত কয়েক বছরে জর্ডানে ইন্টারনেট মাধ্যমে উচ্চ মাত্রার স্বাধীনতার কারনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অনলাইন সামাজিক উদ্যোগ তৈরি হয়েছে। ইকবিস.কম (ikbis.com) ৭ইবার.কম (7iber.com) আর ওয়াটওয়েট (Watwet) এমন কিছু উদাহরণ যা দেখায় যে তরুণ জর্ডানবাসী কিভাবে আরো ভালো আর কার্যকর উপায়ে নিজেদেরকে মুক্ত আর বিনা বাধায় উপস্থাপন করার চেষ্টা করছেন। এইসব চমৎকার উদ্যোগের মধ্যে একবিংশ শতকের প্রযুক্তি ব্যবহার করে যেই উদ্যোগটি আলাদা ভাবে উজ্জ্বল হয়ে আছে সেটা হল আরামরাম (Aramram)। এখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক আর পরিবেশ সংক্রান্ত বিষয় যা জর্ডানের মানুষের সাধারণ চিন্তার খোরাক তা নিয়ে কথা বলা যায়।

তিন থেকে পাঁচ মিনিটের ভিডিওর অংশে, আরামরাম জর্ডানে ঘটতে থাকা সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরে। আমাল খৌরি এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আরামরামের সাথে একটি সাক্ষাৎকার নেয়ার যা তরুণ নেতাদের ভিজিটর্স প্রোগ্রামের দ্বিতীয় ভাগের জন্য তৈরি করা হবে যা এই মাসের শেষের দিকে প্যারিসে অনুষ্ঠিত হবে। এই সাক্ষাৎকারের উদ্দেশ্য তাদের কাজ সম্পর্কে আরো বিস্তারিত জানা এবং যেসব উপসংস্কৃতি আর গোত্রজীবন জর্ডানে দেখা যায় তাদের একটি চিত্র পাওয়া:

জর্ডানে তাদের কাজের প্রসারের সাথে সাথে আরামরাম বিস্তৃত হয়ে অন্যান্য আরব দেশে একই ধরনের প্রকল্প শুরু করতে চান যাতে তরুণরা উৎসাহিত হয়ে তথ্যের যুগকে আলিঙ্গন করে আর ইন্টারনেটকে তার পূর্ণ ক্ষমতায় ব্যবহার করতে পারে।

1 টি মন্তব্য

  • আমি জর্ডান পাওয়া জন্য অপেক্ষা করছি
    আমার পাসপোর্ট দিলাম দালাল কাছে
    টাকা দিলাম দালাল কাছে
    আমি একন কি করবো
    আজ ছয় মাস হল
    আমার বাড়ি কিশোরগঞ্জ
    থানায় কটিয়াদি
    গ্রাম ঘিলাকানদী
    নাম উজ্জল মিয়া
    পিতা শহিদুল্লাহ
    মাতা রেখা আকতার
    মোবাইল ০১৩০২ ৯৩২৪৩৫
    আমি সোদি আরাব ছিলাম দশ বছর

এই জবাবটি দিতে চাই না

আলোচনায় যোগ দিন -> UZZAL MIA

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .