ওমান: ওমানী ব্লগাররা সোয়াইন ফ্লুর বিরুদ্ধে লড়াই করার জন্য রাস্তায় নেমেছে

1

গতকাল ওমানী ব্লগাররা তাদের সোয়াইন ফ্লু সচেতনতা প্রচারণা শুরু করেছে। সোউক মাথ্রা থেকে তাদের এই যাত্রা শুরু হয়, যেখানে তারা সোয়াইন ফ্লু সম্বন্ধে ধারণা এবং এ রোগ সম্বন্ধে লোকজনকে সতর্ক বার্তা ছড়িয়ে দিচ্ছে। এই প্রচারণার মুল প্রবক্তা হামেদ আল ঘাইতি এবং এর পরবর্তী ধাপকে এগিয়ে নেবার দায়িত্ব যৌথ ভাবে নিয়েছে বদর আল হিনাই, আম্মার আল মামারি, ওয়ালেদ আল নাবাহানি, হাশার আল মানথারি এবং মুয়াইয়া আল রাওয়াহি। এই সমস্ত ব্লগাররা হোটেল রেস্তোরায় ও কফির দোকানে জীবাণু ধ্বংসকারী উপাদান সরবরাহ করছে এবং হোটেল কর্মচারীদের দেখাচ্ছে, হোটেল থেকে গ্রাহক চলে যাবার পর কি ভাবে টেবিল পরিষ্কার করতে হবে। রেস্তোরা ও কফির দোকানগুলো এই বিষয়ে সাড়া দিচ্ছে এবং মনে হচ্ছে তারা বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে, সম্ভবত হোটেল কর্মচারীদের অনেকে ভেবেছে যে ব্লগাররা স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক।

এরপর ব্লগাররা ট্যাক্সি ড্রাইভারদের কাছে আসেন এবং তাদের এলকোহলে হাত জীবাণু মুক্ত করার সুবিধা সম্বন্ধে জানান ও মুখে মুখোশ পরার কথা বলেন যাতে এই রোগে আক্রান্ত হবার ঝুঁকি কমে যায়। ট্যাক্সি ড্রাইভারদের স্যানটাইজার বা জীবাণুমুক্ত করণ সম্বন্ধে কোন ধারণা ছিল না এবং তাদের ধরে নিয়েছিল এগুলো এক ধরনের তরল যা পানি ব্যবহার করে পরিষ্কার করার জন্য।

2

এই কাজের শেষ পর্বটি চিল সোউক এ হেঁটে যাওয়া যাতে সেখানে আসা ব্যক্তিদের এলকোহল জাতীয় উপাদান দিয়ে হাত জীবাণুমুক্ত করণের সুবিধার বিষয়টি বোঝানো যায়।

এই কাজটি কি ভাবে করা হয়েছে সে সম্বন্ধে জানিয়ে ব্লগার মুয়াইয়াহ ছবি সহ এক বিস্তারিত পোস্ট করেছেন এবং সোউক এ আগত ব্যক্তিদের বিভিন্ন প্রতিক্রিয়া সম্বন্ধে জানাচ্ছেন।

ঈদের ছুটির পরে সোয়াইন ফ্লুর বিরুদ্ধে এক প্রচারণার সময় সূচি নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখনো অনলাইনে সে বিষয়ে বিস্তারিত কিছু পাওয়া যাচ্ছে না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .