দুই সপ্তাহ আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব আব্দুল রাজাক অফিসে তার পদগ্রহণের ১০০তম দিবস উদযাপন করেছেন। কিন্তু তার অনেক নির্বাচক মন্ডলির সদস্য এই দিবসে প্রশ্ন করেছেন মালয়েশিয়াতে “গণতন্ত্র কোথায়?” সমালোচকরা বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী দেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছেন।
৭১১ হোয়্যারইজডেমোক্রাসি নামে একটি ব্লগ গঠন করা হয়েছে মালয়েশিয়ার নাগরিকদের এই প্রতিবাদ প্রচারণায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য:
আমরা এটা কিভাবে করতে পারি? সাধারণ একটা প্রশ্ন করে – “কোথায় গণতন্ত্র?”। ১০০ দিন পরে, আমরা এখনো ওটা খুঁজছি, আমরা এখনো ওটার অপেক্ষায় আছি, আমরা এখনো ওটার জন্য লড়াই করছি।
কি করে আপনি এই প্রশ্ন ‘জিজ্ঞাসা’ করতে পারেন? ছাপিয়ে বা একটা কাগজের টুকরায় এটা লিখে। পুলিশ স্টেশন, আদালত প্রাঙ্গন, সরকারী অফিস, সংসদ ভবন, রাষ্ট্রীয় এসেম্বলি, স্থানীয় কাউন্সিল অফিস ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থানে এই কাগজকে ধরে রেখে – একটা করে ছবি তুলবেন।
সমর্থকরা তাদের ছবি ফেসবুকেও পোস্ট করতে পারেন। এই প্রচারণা তৈরী করা হয়েছে ১ব্ল্যাকমালায়েশিয়া প্রচারণা (নাজিবের ১মালয়েশিয়া শ্লোগানের) অনুকরনে:
এক শান্তিপূর্ন কিন্তু শক্তিশালী বার্তা হবে এটি জনসাধারণের কাছ থেকে যে আমরা জনগণ রাজনীতিবিদদের বস আর জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে কোন রাজনীতিবিদ পরবর্তী নির্বাচনে শাস্তির হাত থেকে বাঁচতে পারেন না। জনগণের অবাধ্যতা একটা শান্তিপূর্ন প্রক্রিয়া যেখানে সকল নাগরিক অংশগ্রহণ করে পরিবর্তন আনতে পারেন।
এমনকি লেপাক, যিনি জাপানে ছিলেন, তিনিও এই ভার্চুয়াল প্রতিবাদে অংশগ্রহন করেছেন:
দৃশ্যত: মালয়েশিয়াতে আমরা গণতন্ত্র দেখতে পাইনা তাই অন্য দেশে এটা খুঁজতে হবে! হাহাহা জাপানে… হয়তো গণতন্ত্র আছে….হয়তোবা নেই…
হুইচুন ও মালয়েশিয়াতে গণতন্ত্র খুঁজছেন:
আমি কত আশা করি যে মালায়শিয়াতে গণতন্ত্র সর্বব্যাপী ৭/১১ এর মতো সহজলভ্য হবে!
শকুন্তলা মন্তব্য করেছেন:
আপনি পরিচালনার একটা প্রশ্ন করছেন। “কোথায় গণতন্ত্র?” দু:খজনক কিন্তু এটা কোথাও পাওয়া যায় না। খুব অসাবধানী উত্তর? না, মনে হচ্ছে আমাদের নেতারা বোকা বানিয়ে পৃথিবীকে বলছেন যে এটা সত্যিকারের গণতন্ত্র। নাকি এটা অস্তিত্ব কেবলমাত্র ধনী আর খ্যাতিমানদের জন্য।