তাইওয়ান: মহামারি দেবতার নৌকা পোড়ানো

তাইওয়ান.নেট অনুসারে:

দক্ষিণ পশ্চিম তাইওয়ানের সাগরগামী মানুষের একটা লোকাচার হচ্ছে মহামারি দেবতার নৌকা পোড়ানো। এই প্রথার আসল উদ্দেশ্য ছিল মহামারি ইশ্বরকে সাগরে পাঠিয়ে দেয়া, আর তার সাথে রোগ বালাই। বর্তমান কালে এই আচার দিয়ে শান্তি আর সৌভাগ্যের জন্য প্রার্থনা করা হয়। এই উৎসব ডংগাং এর ডংলং মন্দিরে প্রতি তিন বছরে একবার হয়, চাঁদের নবম মাসের দিকে। তায়নান কাউন্টির শিগাং এর চিঙ্গান মন্দিরে চতুর্থ মাসের মধ্যভাগে নৌকা পোড়ানো হয়। সাধারণত: ডংগং এর অনুষ্ঠান এর থেকে বিশাল হয়। এইসব উৎসবে মন্দিরের বড় মাপের অনুষ্ঠান, যার চুড়ান্ত সমাপ্তি হয় শেষ দিনে মহামারি দেবতার নৌকা পোড়ানো দিয়ে।

ডংগং নৌকা-পোড়ানো উৎসব আট দিন আর সাত রাত ধরে চলে। প্রথা অনুসারে নৌকাতে আগুন লাগানোর আগে, ভক্ত আর অন্যান্য অংশগ্রহনকারীরা প্রতীকি যাত্রার জন্য জিনিষ ঠিক করে। তারপরে বড় আগুন তৈরি করা হয় (এটা খারাপ আত্মা আর মাহামারি দেবতাকে নৌকায় ওঠতে বাধ্য করার জন্য), আর নৌকা পোড়ানো হয় মানুষ যখন শান্তির জন্য প্রার্থনা করে তখন।

কিন্তু কেবল ডংগং এ না (গুগুল ম্যাপের লিঙ্ক) বা দক্ষিণপূর্ব তাইওয়ানে না, বৈচিত্রসহ সমগ্র তাইওয়ানের ছোট ছোট গ্রামে এই অনুষ্ঠান হয়। ইয়াং ফোটো দা জিয়াও (পিংডং সিটি) তে এদের একটিতে অংশগ্রহণ করেছেন, যা ছোট আকারে করা হয় এবং তার ফোটো ব্লগে ছবি প্রকাশ করেছেন:

ইয়াং ফোটো বলেছে:

這是個「小而美「的燒王船儀式
至今拍王船祭典,少說也有十餘次
從來沒有看到如此精簡,但這麼有地方特色的王船
這艘王船竟然是紙糊而成的,四個大漢就可以輕易扛起
…………..
那天上午,拍完東港漁船鮪魚進港後,就驅車前往位於屏東市大洲裡的超峰寺
該廟宇的送王儀式,參與的當地信徒只有數十人 與動輒數千人大型王船祭相比
簡直是小巫(廟)見大巫(廟)

এটা একটা ছোট আর সুন্দর মহামারি দেবতার নৌকা পোড়ানোর অনুষ্ঠান।

আমি এক ডজনের বেশী বার বিবিন্ন খানে এই অনুষ্ঠানের ছবি নিয়েছি।

কিন্তু আমি এত সরল কিন্তু আলাদা স্থানীয় দেবতার নৌকা আগে দেখিনি।

দেবতার নৌকা কাগজ দিয়ে তৈরি আর চারজন এটা তুলতে পারে।

সকালে, পোতাশ্রয়ে ডংগাং নৌকার ছবি নেয়ার পরে আমি চাও ফেং মন্দিরে গেলাম, যা পিংডং শহরের দা জিয়াও গ্রামে অবস্থিত। এই মন্দিরের অনুষ্ঠানে মাত্র কয়েক ডজন ভক্ত উপস্থিত ছিল যা বড় মন্দিরের অনুষ্ঠানের তুলনায় ম্লান যেখানে কয়েক হাজার ভক্ত আসে।

長得像十字架的船錨?

長得像十字架的船錨?

একটা ক্রুশের মতো নোঙ্গর?

添載物有醬油,而衙役水手也是用紙做成,簡單到不行

নৌকাতে এক বোতল সয়া সস। নাবিক আর পাহারাদারও কাগজের তৈরি। এটার থেকে সহজ আর কিছু হতে পারেনা।
四個人就可扛起的紙糊王船,有四隻支架

四個人就可扛起的紙糊王船,有四隻支架

৪টা হাতলসহ, মাত্র ৪জন লাগে এই কাগজের তৈরি দেবতার নৌকা ওঠাতে।
婦女信眾就大剌剌的坐在小貨車後面

婦女信眾就大剌剌的坐在小貨車後面

নারী ভক্তরা মিনি ভ্যানের পিছনে আরামে বসেছে।
長老抽香菸凝視溪畔,等待燒王船儀式的進行

長老抽香菸凝視溪畔,等待燒王船儀式的進行

মুরুব্বী নদীর ধারে দেখতে দেখতে ধূমপান করছেন, অপেক্ষা করছেন দেবতা নৌকা পূড়ানো আচার এগুনোর।
添載只花了十幾分鐘即完成

添載只花了十幾分鐘即完成

১০ মিনিটের একটু বেশী সময় লাগে নৌকা কাগজের তৈরি দান দিয়ে ভরতে।
在阿嬤旁這位小女孩,微笑對著我的鏡頭,靦腆的擺出V字形手勢

在阿嬤旁這位小女孩,微笑對著我的鏡頭,靦腆的擺出V字形手勢

দাদীর পাশের ছোট্ট মেয়েটা আমার লেন্সের দিকে তাকিয়ে হাঁসছে আর লজ্জিতভাবে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছে।

Boat

祭祀後,即刻點燃燒王船儀式

祭祀後,即刻點燃燒王船儀式

ধর্মীয় কাজের পরে, দেবতার নৌকা পোড়ানোর কাজ সাথে সাথে শুরু হয়েছে।

নৌকা পোড়ানো

香火爐筒隨著高屏溪流走…… 屏東大洲超峰寺送王祭典沒有熱鬧的人群,也沒有喧囂的陣頭 有可能會隨著時代的變遷在不知不覺中流失 但根於台灣土地的堅持信念和在地人民的護祐 那是永遠不會變的…….

香火爐筒隨著高屏溪流走…… 屏東大洲超峰寺送王祭典沒有熱鬧的人群,也沒有喧囂的陣頭 有可能會隨著時代的變遷在不知不覺中流失 但根於台灣土地的堅持信念和在地人民的護祐 那是永遠不會變的…….

সুগন্ধী জ্বালানী গাওপিং নদী দিয়ে ভেসে যায়…

ডাজিও, পিংডং এর চাও ফেং মন্দিরের অনুষ্ঠান খুব সাধারণ, মানুষের ভীড় নেই, কোন ঠেলাঠেলি নেই।

সময়ের সাথে এটা শেষ হয়ে যেতে পারে।

কিন্তু স্থানীয় মানুষের বিশ্বাস যা তাইওয়ানের মাটি থেকে উঠে আসে, তা কখনো পাল্টাবে না…

এই পোস্টের ছবি মূল লেখক ইয়াং ফোটোর অনুমতি নিয়ে পূন:প্রকাশিত হয়েছে।

এখানে ফ্লিকারে মহামারি দেবতা নৌকা পোড়ানো তাইওয়ানব্যাপী আরো ছবি আছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .