বিশ্বব্যাপী শোয়াইন ফ্লুর ব্যাপকতা চীনের জন্য একটা সুযোগ এনে দিয়েছে ভেবে দেখার যে সার্স কিভাবে থামানো হয়েছিল মহামারি হওয়া থেকে, আর এখন মেক্সিকো আর অন্যান্য জায়গায় কি কি পদক্ষেপ নেয়া হচ্ছে।
ওয়াং জিয়াডোং এর একটা পোস্টে দেখা যাবে যে সামাজিক মিডিয়াকে কিভাবে ব্যবহার করা হয়েছে এই রোগের ছড়ানোটা দেখার জন্য। যেমন চায়না গুগলে এই রোগের নামের ট্রেন্ডিং দেয়া থেকে টুইটার সার্চ এঞ্জিনের #হ্যাশমার্ক পর্যন্ত, অথবা গ্লোবাল গুগলের শোয়াইন ফ্লু ম্যাপ চালু করা তার পাঠকদের জন্যে কিউকিউ সংস্করণসহ।
সিএনবেটাতে টেক কমিউনিটি পোস্ট করেছে আমেরিকান সিডিসি কিভাবে টুইটার আর ইউটিউবের ব্যবহার করে রোগের তথ্য ছড়িয়ে দেয়া যায়, আর মন্তব্যের সেকশনে পরিস্থিতি সম্পর্কে ব্যাপক আলোচনা হচ্ছে:
能评论吗
吃猪肉能传染么?
如果中国的什么疾病控制中心用QQ发布某信息…… 那估计很多人就要喷代谢产物 ~~ 你觉得呢?
看看人家国家~~再看看天朝gov 。差异啊~
就是你这种人…… 外国用所谓的这些软件发布就是潮流要是国内 用什么QQ发布 估计你就要来喷代谢产物 了! 不要看外国的月亮的时候那么崇拜 实际上你这么崇拜人家 人家未必把你当啥东西看
Twitter真是个肥猪流网站! 这么废品 的功能就想不明白为什么这么多人要用??难道这就是外国人思想观念比较新的具体体现了?
差距是有的,但是和十几年前的中国比起来,现在进步了很多,应该鼓励不能嘲讽
আগের একটা সিএনবেটা পোস্ট লক্ষ্য করেছিল যে #শোয়াইনফ্লু এর ব্যবহার প্রতি ঘন্টায় ১০০০০ এ পৌঁছেছে। সেখানের একজন মন্তব্যকারী বলেছিলেন যে @সিডিসিইমার্জেন্সি এর টুইটার অ্যাকাউন্ট এরই মধ্যে ২৫০০০ অনুসারি জোগাড় করে ফেলেছে, যার পরিপ্রেক্ষিতে আর একজন পাঠক লিখেছিলেন:
中国非典,禽流感的时候,又不见消息这么灵通?好了,现在其它国家有疫情了,中国就哇哇哇地宣传。果真是那样,三句话总结新闻联播:前十分钟,领导们很忙;中十分钟,全国人民很幸福;后十分钟,世界上其他国家的人民都生活在水深火热之中。