মেক্সিকো অপরাধের জোয়ারের মুখোমুখি, যেখানে দেশী এবং বিদেশী নাগরিকরা অপহরণের লক্ষবস্তুতে পরিণত হচ্ছে। সম্প্রতি কোয়াহিলা প্রদেশের রাজধানী সালতিল্লোতে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে আমেরিকার অপহরণ বিরোধী বিশেষজ্ঞ ফেলিক্স বাতিস্তাকে মুখোশপরা বন্দুকধারীরা অপহরণ করে। বাতিস্তা সেখানে টেক্সাসে অবস্থিত নিরাপত্তা ফার্ম এএসআই গ্লোবাল এলএলসির পরামর্শক হিসাবে একটি সেমিনারে অংশগ্রহণ করছিলেন। এই ধরণের অপরাধ নিয়ে তার কাজ করার অভিজ্ঞতা সমগ্র ল্যাটিন আমেরিকাতে সমাদৃত বিশেষ করে সেই সব গোষ্ঠিদের কাছে যারা জানতে চায় কেমন করে এই অপরাধ দমন করা যায়। কিন্তু তার অপহরণ প্রমান করে যে সবাই ঝুঁকির মধ্যে আছে।
এই অপহরণের ব্যাপারে দ্য মেক্স ফাইলসের কয়েকটা প্রশ্ন আছে:
বাতিস্তা যদি একজন বিশেষজ্ঞ হন তাহলে কি করে তিনি অপহৃত হলেন?
বাতিস্তা হিউস্টন টেক্সাসের একটা ‘নিরাপত্তা পরামর্শক’ ফার্ম এএসআই গ্লোবালের কর্মচারী ছিলেন। কথিত আছে যে তিনি সালতিল্লোতে ব্যক্তিগত কাজে এসেছিলেন, কিন্তু কার জন্য তিনি কাজ করছিলেন?
এএসআই গ্লোবাল কি একটা আমেরিকান কোম্পানি যারা “মেরিদা পরিকল্পনা'র” জন্য টাকা পাচ্ছে…. আর এটা প্রশিক্ষকদের যোগ্যতার ব্যাপারে কি বলে?
কিছু পরিসংখ্যানে দেখা যায় যে প্রতি দিন গড়ে ২ জন অপহৃত হচ্ছে আর এটা বেশী হচ্ছে উত্তরের সীমানার শহরগুলোতে। বিশ্বের যে কোন দেশের তুলনায় মেক্সিকোতে অপহরণের হার জনপ্রতি সব থেকে বেশী। এই সব ঘটনা অপহৃতদের বন্ধু আর পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, যেমন ব্লগার টনি স্কোটি, যিনি বাতিস্তার বন্ধু:
আমি ফেলিক্সকে চিনি, আর তিনি খুব যোগ্য ব্যক্তি। সংশ্লিষ্ট ব্যবসায় তার ২০ বছরের বেশী অভিজ্ঞতা আছে। ফেলিক্স উচ্চ প্রোফাইল রাখা ব্যক্তি, প্রায় যার উদ্ধৃতি সংবাদপত্রে দেয়া হয় আর এই মাসের নিরাপত্তা ম্যানেজমেন্ট ম্যাগাজিনেও তার উদ্ধৃতি আছে। তার উচ্চ প্রোফাইল তার অপহরণের কারন হতে পারে। সংবাদপত্রের বর্ণনা পড়ার পর আমার মনে হয়েছে তাকে ফাঁদে ফেলা হয়েছে, আর এটা করেছে তার কোন কাছের মানুষ যাকে তিনি বিশ্বাস করতেন।
মেক্সিকো পারা লোস মেক্সিকানোসের এল নাহাউল ব্লগ চিন্তিত যে এই কাজের পরিণতি বাকী দেশের জন্য কি প্রভাব ফেলতে পারে:
আমার প্রথম প্রতিক্রিয়া হাসি ছিল, কিন্তু শ্লেষপূর্ণ। আমার দ্বিতীয় প্রতিক্রিয়া হচ্ছে ভয়… যদি একজন ভূতপুর্ব মিলিটারী বিশেষজ্ঞ যার নিরাপত্তার ক্ষেত্রে ২৪ বছরের অভিজ্ঞতা আছে তাকে অপহরন করা হয়, তাহলে আমাদের বাকীদের কি সুযোগ আছে অপহৃত না হওয়ার?