সেনেগাল: কোটিপতি আশা করছেন যে অটোরিকশা হাজার হাজার কাজের সুযোগ তৈরি করে দেবে

প্রেসিডেন্টের রাজপ্রাসাদে স্বয়ং প্রেসিডেন্ট ওয়াডের পাশে দাঁড়িয়ে সেনেগালের ব্যবসায়ী আর কন্সোর্টিয়াম কমার্শিয়াল বারা এমবুপ (সিসিবিএম) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সেরিগ্নে বুপ গতকাল তার দেশে ৬০,০০০ নতুন চাকুরি তৈরির জন্য ৩৪ বিলিয়ন সিএফএ (৬৬৬ মিলিয়ন আমেরিকান ডলার) খরচ করে কয়েক হাজার অটোরিক্সা আমদানী করার পরিকল্পনা ঘোষণা করেছেন।

লো কোতিদিয়েঁর পত্রিকার একটা প্রতিবেদন যা সেনেওয়েবে পোস্ট করা হয়েছে তাতে এই উদ্যোগটি ব্যাখ্যা করা হয়েছে:

Il s’agit de remplacer notamment les motos-taxis qui circulent à Kaolack et Fatick, par des tricycles dans lesquels les passagers sont installés de manière un peu plus confortable. L’ambition de la Ccbm et de l’Etat est que ces nouveaux moyens de transport remplacent progressivement les pousse-pousse traditionnels, tractés par la force d’homme ou tirés par la traction animale. Pour Serigne Mboup, il y a là, rien que pour Dakar, l’opportunité de «générer ou consolider 3000 emplois plus valorisants».

পরিকল্পনা হচ্ছে মোটরসাইকেল ট্যাক্সিগুলো প্রতিস্থাপন করা হবে, বিশেষ করে যেগুলো কাওল্যাক আর ফাতিক অঞ্চলে চলাচল করছে। অটোরিক্সা দিয়ে যাত্রীরা আরো বেশী আরামে যাতায়াত করতে পারবে। সিসিবিএম আর সরকারের আকাঙ্খা এই নতুন যানবাহন যোগাযোগের চিরাচরিত উপায় মানুষ বা পশু দ্বারা টানা রিক্সাকে প্রতিস্থাপন করবে। সেরিগ্নে বুপ বলেছেন, ডাকারে ‘৩০০০ উচ্চ বেতনের চাকুরি তৈরি বা পোক্ত করার’ সুযোগ আছে এই প্রকল্পের মাধ্যমে।

যদিও ব্যাখ্যা এখনো পরিস্কার না, প্রতিবেদনে বলা হয়েছে যে বুপের কোম্পানী একটা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা শুরু করবে, হয়তো এই উদ্দেশ্যে যাতে ক্ষুদ্র ব্যবসায়ী আর ব্যক্তির পক্ষে রিক্সা কেনা সহজ হয়।

সবাই অবশ্য একমত না যে দেশকে নতুন, দূষণ বৃদ্ধিকারী যানবাহন দিয়ে ভরিয়ে ফেলাই সব থেকে ভালো উন্নয়ন পরিকল্পনা কিনা।

লে ব্লগ পলিটিক অ সেনেগাল ব্যাখ্যা করেছেন:

Ces petites cylindrées sont extrèmement polluantes, surtout celles venant d'Asie où aucune règle ne s'impose en matière de pollution. Rajouter ces engins dans le bordel des rues de dakar me parait hautement suicidaire.

এইসব ছোট ইঞ্জিন খুবই দূষণ ছড়ায়, বিশেষ করে যেগুলো এশিয়া থেকে আসে কারন যেখানে দূষণ সম্পর্কে কোন নিয়ম নেই। ডাকারের রাস্তার বিশৃঙ্খলার সাথে এইসব ইঞ্জিন যোগ করা আমার কাছে আত্মঘাতি মনে হচ্ছে।

La circulation de Dakar va empirer, les bronches de nos gamins se goudronner un peu plus pour que la géniale idée de Mr Mboup lui rapporte 4 ou 5 milliards.

ডাকারের ট্রাফিক আরো খারাপ হবে, আমাদের বাচ্চাদের ফুসফুস আরো একটু কালো হবে সব যাতে এই সুন্দর চুক্তি জনাব বুপকে ৪ বা ৫ বিলিয়ন মুদ্রার মুনাফা এনে দিতে পারে।

নাওমড মনে করেন যে সরকার যদি আসলেই ডাকারের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে চাইত, তাহলে বেশী ভালো হতো একটা সাধারণ পরিবহন ব্যবস্থায় লগ্নী করলে।

যখন সেনেগালিজ সংবাদপত্র, লো কোতিদিয়েঁ, এই খবর গতকাল জানিয়েছে (ফরাসী ভাষায়), তখন সেনওয়েব এর সাইট শ খানেক অনুভূতিপ্রবণ মন্তব্য ভরে গেছে। অনেকেই সংশয় জানিয়েছে।

ডিওহ:

Les motos-taxis, il n'y a rien de pire dans une ville comme Dakar. Ce genre de système de transport doit être interdit. Aggravation du trafic, accidents, incivisme, pollution…

ডাকারের মতো শহরে মোটরসাইকেল ট্যাক্সির থেকে খারাপ আর কিছু হতে পারেনা। এই ধরনের যোগাযোগ ব্যবস্থা নিষিদ্ধ করা উচিত। যানজট, দুর্ঘটনা, খারাপ ব্যবহার, দূষণ, সব খারাপ জিনিষ এর থেকে হয়…

লায়ে:

…Ce projet est à saluer et à soutenir mais plus important nous devons veiller à ce qu'il ne tombe pas dans les travers de la pratique politicienne et, ce faisant, être la chasse-gardée des autorités politiques (comme il en a déjà été le cas dans un passé très récent avec REVA) au détriment des vrais demandeurs d'emploi…

এই প্রকল্পকে স্বাগত আর সমর্থন করা উচিত কিন্তু আরো দরকার, আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে রাজনৈতিক ব্যবস্থা এটাকে নষ্ট না করে আর এটাকে কর্তৃপক্ষের ব্যক্তিগত লাভজনক জিনিষে পরিণত না করে যাদের আসলেই কাজ প্রয়োজন তাদেরকে বঞ্চিত করে (যেমন অতি সম্প্রতি রেভার ঘটনাটা হয়েছিল)।

বুকি:

DU N'IMPORTE QUOI. C'EST UN RETOUR EN ARRIERE. QUI VA MONTER SUR CES TROTINETTES POUR ALLER SE SUICIDER? WHAT A F…K IS GOING ON? C'EST CE QUI SE PASSE QUAND DES INCOMPETANTS ET IDIOTS DIRIGENT UN PAYS.

যত্তোসব। এটা পিছনের দিকে একটা পদক্ষেপ। কে এইসব স্কুটারে উঠে আত্মহত্যার চেষ্টা করবে? কি ঘটছে? যখন অযোগ্য বোকারা দেশ চালায় তখন এমন হয়।

অজ্ঞাত:

Bara veut tout simplement transposer la Chine au Sénégal. Il n'a pas l'esprit creatif, il ne fait que du copié collé. Mais ce qui est valable en Chine ne l'est pas forcémént au Sénégal.

বারা আসলে চাচ্ছে চীনকে সেনেগালে এনে বসাতে। তার কোন চিন্তাশীলতা নেই, সে কেবলমাত্র কপি আর পেস্ট করছে। কিন্তু যা চীনের জন্য ভালো তা সেনেগালের জন্য ভালো না হতে পারে।

আরো অনেকে একটা দেশ যেখানে বিনিয়োগের খুবই দরকার সেই দেশের প্রতি দেশপ্রেমের অভিব্যক্তি হিসাবে বুপের পরিকল্পনাকে অভিবাদন জানিয়েছে।

বয় ডাকার:

Le malheure c'est que les sénégalais sont commlexés. C'est comme ça que beaucoup de secteurs de notre économie nous ont échappé. C'est le cas du commerce controlé par les libano syriens, les mauritaniens et les guinéens… ce que le jeune Mboup propose c'est ce que tout patriote doit faire. Son projet ne s'adresse pas à tous les séngégalais mais peut régler en parte le problème du chômage. Il ya des jeunes qui restent du matin au soir sans rien faire, avec ces motos ils peuvent au moins assurer les besoins courants et on verra la suite.

দু:খের বিষয় হলো সেনেগালিজদের অনেকগুলো বাধা আছে। তাই আমাদের অর্থনীতির অনেক খাত আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। লেবানিজ সিরিয়ান, মৌরিতানিয়াবাসী আর গিনিবাসীদের দ্বারা নিয়ন্ত্রিত বাণিজ্য… এই তরুন বুপ যা প্রস্তাব করেছেন তা যে কোন দেশপ্রেমীর করা উচিত। তার প্রকল্প সেনেগালিজ বলে না একেবারেই কিন্তু কিছুটা বেকারত্বের সমস্যার সমাধান দিতে পারে। কিছু তরুণ আছে যারা সকাল থেকে রাত পর্যন্ত কিছু না করে বসে থাকে; এইসব মোটরসাইকেল নিয়ে, তারা অন্তত তাদের রোজকার চাহিদা তো মেটাতে পারে আর তার পর আমরা দেখবো।

ইজ:

si tous les Sénégalais riches pensaient comme le jeune Mboup,on serait loin de la souffrance.Des centaines de milliardaires Sénégalais n'investissent que sur l'immobilier ou thésaurisent leur argent dans les banques occidentales jusqu'à mourir.C'est vraiment égoiste de leur part.”pensons à s'entraider entre fréres Sénégalais” au lieu d'en faire profiter les toubabs…

যদি সব ধনী সেনেগালিজ বুপের মতো চিন্তা করতো, আমাদের ভোগান্তি অনেক কমে যেতো। শত শত সেনেগালিজ কোটিপতি শুধু রিয়াল স্টেটে বিনিয়োগ করে বা তাদের টাকা পশ্চিমা ব্যাঙ্কে রেখে দেয় মারা না যাওয়া পর্যন্ত। তাদের দিক থেকে এটা খুবই স্বার্থপরের মতো একটা কাজ।“ আসুন আমাদের সেনেগালিজ ভাইদের কথা চিন্তা করি” টুবাব (সাদা)দের ধনী করার পরিবর্তে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .