মরোক্কোঃ হ্যালৌঈন এখন আর বিদেশীদের নয়

হ্যালৌঈনের একটা তালগোল পাকানো ঐতিহ্য রয়েছে; প্রাচীণ কেল্টিক একটা উৎসবের ঐতিহ্য হিসাবে হ্যালৌঈন ইউরোপে উদযাপিত হওয়া শুরু হয় এবং এর পরে যুক্তরাষ্ট্রের দিকে পা বাড়ায় যেখানে এই দিবসটিকে শিশুদের জন্য ছুটির দিন হিসাবে বরণ করে নেয়া হয়েছে।

সাম্প্রতিককালে হ্যালৌঈনের আমেরিকার সংস্করণ বাদবাকী বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং মরোক্কো এর ব্যতিক্রম নয়।

মারাকেশে বসবাসরত একজন বিদেশী ম্যাডাম মোনেট বিষয়টি এভাবে ব্যাখ্যা করেছেনঃ

হ্যালৌঈন দৃঢ়ভাবে মরোক্কোতে জায়গা করে নিচ্ছে।

আমি মারাকেশে বাস করি, নিশ্চিতরূপে সেখানে হ্যালৌঈন উদযাপন করি আমেরিকান স্কুলের শ্রেণী অনুষ্ঠানে। কিছু বাচ্চারা স্কুলে বাড়তি পোষাকে সজ্জিত হয়ে আসে। বেশ কয়েক বৎসর যাবত মারাকেশে ব্যক্তিগতভাবে আয়োজিত ট্রিক-অর-ট্রিটিং এবং একদম ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকানরা হ্যালৌঈন উদযাপন করে। কিন্তু গেল বৎসর প্রথমবারের মত মরোক্কোর কয়েকটা ছেলেমেয়ে আমার বাসার ডোরবেল বাজালো এবং বললো, ট্রিক অর ট্রিট! আমরা কিছু নাস্তা জোগাড় করতে সমর্থ হয়েছিলাম। এ বৎসর তাই এক বাক্স ক্যান্ডি নিয়ে তৈরী থাকবো।

তিনি আরো বলেছেন:

ফ্রেঞ্চ ও আমেরিকান বিদ্যালয়ে পড়ুয়া মরোক্কোর বাচ্চারা হ্যালৌঈন সম্বন্ধে বহু বছর থেকেই জেনে আসছে এবং অন্যান্য ছেলেমেয়েরা এখন দোকানে মুখোশ বিক্রি হতেও দেখছে। তদুপরি সৌদি আরবের ছাড়াও আমেরিকার প্রচুর চলচ্চিত্র এবং টেলিভিশন চ্যানেল স্যাটেলাইটের কল্যাণে মরোক্কোতে সম্প্রচারিত হয়। আমার মনে হয় একটা প্রজন্মের মধ্যেই মরোক্কোতে হ্যালৌঈন উদযাপনকারী একটা দল এবং হয়তো অনুষ্ঠান ও ট্রিক অর ট্রিটিং দেখা যাবে।

দি ভিউ ফ্যম ফেজ উল্লেখ করেছেন ফেজে হ্যালৌঈন উদযাপিত হতে যাবার কথা:

এসময়ে হ্যালৌঈন মরোক্কোর ঐতিহ্যবাহী কোন অনুষ্ঠান নয়, কিন্তু দি ভিউ ফ্রম ফেজ এমন গুঞ্জন শুনেছে ৩১শে অক্টোবর হ্যালৌঈন অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে। আমাদের একজন সাহসী স্বেচ্ছাসেবিকা জানিয়েছেন তিনি বিশেষ পোষাকে সজ্জিত হবেন, বাইরে বের হবেন এবং ছবি তুলবেন। এই জায়গাটা দেখুন।

কিন্তু সবাই যে উদযাপন করছে তা নয়। পিস কর্পসের স্বেচ্ছাসেবী হিলারী আমেরিকার হ্যালৌঈন উৎসবে অংশ নিতে না পারায় বিমর্ষ হয়েছেন:

বাড়ীর জন্য মন কাঁদে এবং এখন হ্যালৌঈন চলে আসায় ম্যাথিউ, বেকি এবং জেমসের সাথে পানশালায় যেতে না পেরে …. কেসিএডির হ্যালোইন অনুষ্ঠান এবং এই উৎসবের জন্য সচারচর কেনা তিনটা পোষাক না পড়তে পেরে – আমি বিমর্ষ তবে এও জানি এখানে হ্যালৌঈনে প্রচুর মজা হবে এবং মরোক্কোর মানুষজন দিনটা কিভাবে দেখে থাকে, যুক্তরাষ্ট্রে আমাদের সাথে তার কতটুকু মিল-অমিল রয়েছে তার একটা অভিজ্ঞতাও হবে … নতুন গল্প শোনার জন্য তৈরী হউন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .