ল্যাটিন আমেরিকা বেটানকোর্ট আর অন্যান্য বন্দীদের মুক্তি উদযাপন করছে

সমগ্র ল্যাটিন আমেরিকা এলাকা কলম্বিয়ার লোকদের সাথে উদযাপন করেছে ভূতপূর্ব প্রেসিডেন্ট প্রার্থী ইংগ্রীড বেটানকোর্টসহ ১৪ জন বন্দীর মুক্তি সংবাদ। সম্প্রতি ‘জাক’ নামক অপারেশনে বেটানকোর্ট, ৩ জন আমেরিকান আর ১১ জন কলম্বিয়ার সেনাসহ মুক্তি পায়। সমগ্র ল্যাটিন আমেরিকার ব্লগাররা তাদের আনন্দ আর ব্যক্তিগত মতামতের কথা বলেছেন।

ইকুয়েডোরক্রোনিকা সেরো [ম্প্যানিশ ভাষায়] বেটানকোর্ট যে এটি প্রতীকে পরিণত হয়েছেন সে সম্পর্কে লিখেছেন:

মুক্ত। বড় অক্ষরে লেখা এই সংবাদটি (…) বেটানকোর্ট একজন আন্তজার্তিক প্রতীক হয়ে গেছেন। সংবাদপত্র খুলে আমরা তার মুক্তির ব্যাপারটা জানতে পেরেছি, আমরা আমাদের কলম্বিয়ান ভাইদের সাথে একাত্মতা প্রকাশ করছি, যারা সংঘাতের মুখোমুখি হওয়ার আগে শান্তির চেষ্টা করেছে। বেটানকোর্ট অপহরনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। আজকে কলম্বিয়ানরা অন্যভাবে জেগে উঠছে। আমার মনে হয় পৃথিবী যারা এই কাহিনীতে বিচলিত হয়েছিল তারাও তাই করছে।

বলিভিয়া- গুচিওস [ম্প্যানিশ ভাষায়] ব্লগের কারলোস গুস্তাভো মাচিকাদো সালাস মুক্তির পর বেটানকোর্টের বক্তব্যের ব্যাপারে মন্তব্য করেছেন:

আমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ইংগ্রিডের ভালোবাসা আর ক্ষমা করার বার্তা। সে মৃত আর গেরিলাদের জন্য প্রার্থণা করেছে আর তার সাথে তাদের ক্ষমা করেছে। যে কষ্ট তাকে সহ্য করতে হয়েছে তার পর মনে হতে পারে যে তার মনে শুধু ঘৃণা আর বিতৃষ্না থাকবে, কিন্তু তা না হয়ে সে একটা আধ্যাত্মিক শান্তি আর ইশ্বরের সাথে সংযোগ দেখিয়েছে। এটা খুব সুন্দর একটা জিনিস যা আমাদের জীবন সম্পর্কে ভাবতে শেখাবে।

আরজেন্টিনামিসেলিনিয়াস, নন্সেন্সিকাল এন্ড আননেসেসারি র‌্যাম্বলিং [ম্প্যানিশ ভাষায়] ব্লগের মারিয়ান বি বেটানকোর্টের বাণী তুলে ধরেছেন:

বিমানবন্দরে তার ভাষণ আমি শুনছি আর কলম্বিয়ান্দের জন্য আমার হিংসা হচ্ছে যে তারা আবার তার মত এমন চমৎকার, অসাধারণ আর অবিশ্বাস্য রাজনীতিবিদের উপর নির্ভর করতে পারবে। কলম্বিয়ার জন্য লাভজনক হবে যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে জিতে যান।

গুয়েতেমালা - প্রেন্সা নেগ্রা [ম্প্যানিশ ভাষায়] ব্লগ সন্তুষ্ট যে পার্শবর্তী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের এই উদ্ধারের ব্যাপারে খুব কম করার ছিল:

বেটানকোর্টের উদ্ধার সাম্প্রতিক সময়ের মধ্যে ফার্ক এর অপহরণের মধ্যে সব থেকে বেশী বিতর্কিত। আর সব থেকে ভালো হল যে এটা শাভেজ এর সাহায্য ছাড়া হয়েছে, কারন তার যদি এখানে কিছু করার থাকতো তাহলে আমাদের এই সংক্রান্ত অনেক বক্তৃতা শুনতে হতো!

পেরুমেনোসস্কানাস ব্লগ [ম্প্যানিশ ভাষায়] লিখেছেন যে ফার্ক গেরিলা গ্রুপের জন্য এর মানে কি হতে পারে:

ভূতপূর্ব বন্দীদের মুখের হাসি প্রমান করে যে এটা ফার্ক এর জন্য একটা বড় আঘাত যেহেতু সবাই এখন কলম্বিয়ার দিকে দৃষ্টি ফিরিয়েছে। ইংগ্রিড বেটানকোর্টের ঘটনা সব থেকে বেশি পরিচিত আর ভুতপূর্ব বন্দীদের হাসি আর তাদের প্রিয় জনের সাথে মিলন দেখিয়ে দেয় যে দীঘ দু:স্বপ্নের পর জেগে ওঠা যায়।

মোরেনা এস্ক্রাইবের ডায়না জরিল্লা লিখেছেন [ম্প্যানিশ ভাষায়] :

ফার্ক কলম্বিয়ার লোকের উপর যে নির্যাতন করেছে তার প্রতীক হয়ে দাড়িয়েছিলেন তিনি আর অন্য ১৪ জনের সাথে তার মুক্তি কলম্বিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মনস্তাত্তিক বিজয়।

প্যারাগুয়েডেরেকো ভিজো [ম্প্যানিশ ভাষায়] ব্লগের এডুইন ব্রিটেজ বেটানকোর্টকে নিয়ে ডিসেম্বরে লিখেছিলেন , আর ভালো সংবাদটা প্রকাশ হবার পরে মন্তব্য করেছেন:

আমি সান্তনা পেয়েছি যে আজ অনেকে আসুনসিয়নের রাস্তায় বেরিয়েছে আর ইংগ্রিডের মুক্তির জন্য তাদের আনন্দ প্রকাশ করেছে গাড়ির হর্ণ বাজিয়ে। তাদের মধ্যে অনেক মহিলা ছিল। আজকে আমরা সবাই কোন দিক থেকে আগের থেকে আর একটু বেশী স্বাধীন।

থাম্বনেইল ছবি পিক্সিডক এর সৌজন্যে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .