ডেথ পাওয়ার ব্লগ রিপোর্ট করছে যে ক্যাম্বোডিয়া ডেইলীর “দৈনিক বার্মা” নামক ক্রোড়পত্রটি নিষিদ্ধ ঘোষণা করেছে ক্যাম্বোডিয়া সরকার। ডিটেইলস আর স্কেচি ব্লগ লিখেছে “সবাই ধারণা করছে যে ক্যাম্বোডিয়ান সরকার হয়ত ভেবেছে যে ক্যাম্বোডিয়ান ডেইলি বার্মার সামরিক সরকার সম্পর্কে এমন মন্তব্য হয়ত করবে (যদি না ইতিমধ্যে করে থাকে) যা দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে পারে”।