দামেস্ক: প্রাচীন নগরীর বিনাশ

দামেস্ক অবিচ্ছিন্ন ভাবে মানব বসবাসের ইতিহাস সমৃদ্ধ বিশ্বের সুপ্রাচীন নগরী হিসেবে অহঙ্কার করে থাকে। খ্রীষ্টপূর্ব ৮০০০ সাল থেকে এই নগরীর ইতিহাস সমৃদ্ধ। দামেস্কের পুরানো পথ ঘাটের প্রতিটি প্রান্তে ঐতিহাসিক কালের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়। ভূমিকম্প থেকে আগ্রাসন – সব ধরণের দুর্যোগ প্রতিহত করে যে শহর প্রায় দশ হাজার বছর টিকে রয়েছে তা এখন “আধুনিকায়নের” হুমকির মুখে বিধ্বস্ত প্রায়!

সিরিয়া নিউজ উইয়ার এর সাসা প্রাচীন নগরী দামেস্কের অবস্থা এবং এর সংরক্ষণের চালচিত্র একটা সিরিজ পোস্টে সংকলন করেছেন।

সিরিজের প্রথম খন্ডে পুরানো নগরীর দেয়ালের বাইরে সড়ক সম্প্রসারণের জন্য প্রাচীন আল-আমারা বসতি উচ্ছেদের গত বছরের পরিকল্পনার উপরে আলোকপাত করা হয়েছে। উক্ত পরিকল্পনা সিরিয়ানদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার করে এবং পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ সংগঠিত হয় সর্বত্র।

দোকানীরা এই পরিকল্পনায় ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং ফেসবুক ও ব্লগারদের একটা ক্যাম্পেইন ও অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে একটা পিটিশন তৈরি করা হয়। কালক্রমে সাংবাদিকেরা প্রস্তাব গুলি সম্পর্কে অনুসন্ধান করা শুরু করেন এবং এটা আন্তর্জাতিক সংবাদ হয়ে ওঠে। মাত্র কয়েক মাস পূর্বে আরব সংস্কৃতির রাজধানী হিসেবে দামেস্কের বছর শুরু হতেই সবচেয়ে বড় ধাক্কাটি আসে ইউনেস্কোর হুমকিতে। প্রাচীন নগরী সংরক্ষণের আরো উদ্যোগ গ্রহণ না করলে দামেস্কের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কেড়ে নেয়া হবে।


বাব আল-ফারাদিস, আল-আমারা, দামেস্ক

দ্বিতীয় খন্ডে তুলে ধরা হয় প্রাচীন দামেস্কের সবচেয়ে দীর্ঘ ও পুরাতন সড়কের মধ্যে অন্যতম মেধাত পাশা সড়কের (স্ট্রিট কলড স্ট্রেইট) সংরক্ষণ-প্রচেষ্টা। সাসা এই প্রকল্পের গুরুত্ব স্বীকার করেন যেহেতু সড়কটি দীর্ঘদিন অবরুদ্ধ ছিল, কিন্তু আবার শোক প্রকাশও করেছেন দুর্বল পরিকল্পনা ও সংস্কৃতিগত গুরুত্ববাহী প্রাচীন বাজারের অংশবিশেষ যেমন প্রাচীন অটোমান যুগের ছাদ বাছবিচারহীনভাবে পুন:স্থানান্তর করার জন্য। এই ছাদের একটা বিশেষ তাৎপর্যের কথা তিনি জানান:

মেধাত পাশা এবং আল-হামিদিয়াহ বাজারের উপরে টিনের ছাদ স্থাপিত হয় অটোমানকালে প্রধান বাজার পুন:নির্মাণের সময়। ফরাসী আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহে বন্দুকের গুলিতে ছাদ ছিদ্র হয়ে গিয়েছিল। এবং এইভাবে কেটে যায় একশ বছর। বাজারে অন্ধকারে ছাদ ভেদ করে সূর্য রস্মির পতন মোহনীয় যা স্বাধীনতার জন্য সিরিয়ার সংগ্রামী ইতিহাসের কথা প্রত্যহ স্মরণ করিয়ে দিত।
কিন্তু শতাব্দী পুরাতন ইতিহাস মন্ডিত মেধাত পাশার কৃষ্ণকায় ছাদ পুন:নির্মাণ করা হয়েছে নতুন শুভ্র এক আচ্ছাদনে।

মেধাত পাশা সড়ক (স্ট্রিট কলড স্ট্রেইট) এর সুপ্রাচীন টিনের ছাদসহ

তৃতীয় খন্ডে আমাদের ঘুরিয়ে দেখায় পুরাতন সারউজাহ বসতি যার একাংশ বৈশিষ্ট্য হীন এপার্টমেন্ট ব্লক তৈরি জন্য বিনষ্ট করে ফেলা হয়েছে। বসতির অবশিষ্ট অংশে বুলডোজার চালানোর পরিকল্পনা আপাতত বন্ধ আছে; এ বছরের শেষে সিদ্ধান্ত নেয়া হবে পুরোটা ধ্বংস করা হবে কি হবে না, সাসা জানান:

কিন্তু সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় প্রাচীন নগরী রক্ষণাবেক্ষণকারী একটি সংস্থা সারউজাহর দায়িত্ব নিয়েছে। এখন কি সারউজাহর ভাগ্যে পরিবর্তন প্রত্যাশা করা যায়?
বিগত কয়েক মাসে তারা এলাকাটিকে পুন:আচ্ছাদিত করেছে (মেধাত পাশার চেয়ে অনেক কম ঝামেলায়)।

এর কি অর্থ আর কোন ধ্বংসলীলা সংগঠিত হবে না?

প্রাচীন নগরী আধুনিকায়ন কর্তৃপক্ষের প্রকাশিত নথিপত্রে দেখা যায় তারা এ বছরের শেষে সারউজাহের ভবিষ্যত নির্ধারণী সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

সারউজাহ, দামেস্ক

নতুন কর্পোরেট সংস্কৃতির নখর প্রাচীন নগরীর চারপাশে চেপে বসায়, সংরক্ষণের জন্য সুশীল সমাজের প্রচেষ্টাকে একমাত্র অবলম্বন মনে হচ্ছে যেহেতু তারাই আল-আমারা ধ্বংসাত্মক পরিকল্পনাকে পরিবর্তন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে। সুতরাং গুহার শেষে এখন আশার রশ্মি দেখা যাচ্ছে।

ছবি সাসার সৌজন্যে প্রাপ্ত

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .