লিওনার্দো ফনতেস ব্রাজিলে বলবৎ নতুন আইন যা ব্লগকে নির্বাচন নিয়ে কথা বলা নিষিদ্ধ করেছে তা নিয়ে বলছেন: “যেখানে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ক্যাম্পেইন ইন্টারনেটে জোরে শোরে হচ্ছে সেখানে আমাদের আইন রাজনীতির সবচেয়ে ভাল দিকটিকে কানা করে দিচ্ছে যা হচ্ছে বাক স্বাধীনতা এবং বিভিন্ন নির্বাচনী প্রস্তাব নিয়ে মুক্ত আলোচনা। ২০০৮ সালটি আইন অবমাননার একটি উৎকৃষ্ট উদাহরণ হবে। আমি দেখতে চাই কে আমার ইন্টারনেট সাইটটি বন্ধ করতে আসে।”