তাইওয়ান: রাস্ট্রপতি পদপ্রার্থীদের প্রতি প্রশ্ন

আগামী ২২শে মার্চ অনুষ্ঠিতব্য তাইওয়ানের রাস্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি হিসেবে ২৪শে ফেব্রুয়ারী এবং ৯ই মার্চ রাস্ট্রপতি পদপ্রার্থীদের টেলিভিশন  বিতর্ক অনুষ্ঠিত হবে। আমেরিকায় ইউটিউব ব্যবহার করে এরূপ বিতর্কের উদাহরণ অনুসরণ করে, প্রথম বিতর্কে, দুই রাস্ট্রপতি পদপ্রার্থী  পিউপো ওয়েবসাইট থেকে নির্বাচিত ২০টি ভিডিও প্রশ্নের (চাইনিজ ভাষায়) উত্তর দেবেন। তাইওয়ানের ভোটারদের প্রতি আবেদন করা হচ্ছে তারা যেন ৩০ সেকেন্ডের কম দৈর্ঘের তাদের ভিডিও প্রশ্নটি তৈরি করে সরাসরি ওই ওয়েবসাইটে তুলে দেয়। এ পর্যন্ত  কয়েক শতাধিক প্রশ্ন করা হয়েছে এবং বিষয় বস্তুর মধ্যে রয়েছে শিক্ষা সংস্কার, চীনের সাথে সম্পর্ক, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ বাঁচানো, মৃত্যুদন্ড তুলে দেয়া, বৈদেশিক সম্পর্ক, পারমাণবিক শক্তি, সমকামীদের অধিকার এবং অন্যান্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .