চীনে লীঙ নিঙ নামে ১৭ বছরের এক মেয়ে আত্মহত্যা করেছে কারন তার গৃহস্থালী নথিভূক্তিকরন করা ছিল না (তার মা তাকে জন্ম দেবার সময় বিবাহিত ছিল না) এবং সেজন্যে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। লিউ জিয়ামিং সমালোচনা করছেন বেইজিংয়ের ফ্যামিলি প্লানিং কমিটির নিয়মকে যা অবৈধ সন্তানদের নিয়ে প্রভেদ করে।