আবার বছরের সেই সময় এসেছে যখন ব্লগাররা তাদের সব থেকে সুন্দর টেম্পলেটে ভালো লেখা, ছবি আর পডকাস্টগুলো প্রকাশ করে…অবশ্যই ভালো একটা কারন আছে এর পেছনে… আর সেটি হলো যে দ্যা বেস্ট অফ ব্লগ (বিওবি) প্রতিযোগিতার মাধ্যমে বছরের সেরা ব্লগ বাছাই করা হবে! জার্মান প্রচার মাধ্যম ডয়েচে ভেলে কর্তৃক প্রতি বছর আয়োজিত আন্তর্জাতিক ওয়েবলগের এই পুরষ্কার দেয়া হয় ১৫টি ক্যাটাগরিতে ১০টি ভাষায়: জার্মান, ইংরেজি, ফরাসী, স্পানিশ, আরবি, রাশিয়ান, পর্তুগিজ, চায়নিজ, ফারসী আর ডাচ।
সেরা ব্লগের (বিওবি) উদ্দেশ্য হলো পৃথিবীময় ছড়িয়ে থাকা ব্লগোস্ফিয়ারগুলোর একটি বর্ণীল উপস্থাপন ও স্বীকৃতি আর ধরে নেয়া হয় একজন ব্লগারের জন্য এটি সব থেকে সম্মানজনক পুরষ্কার। যেহেতু এই পুরষ্কারগুলো ব্লগারদের জন্য এবং সেরাদের ব্লগাররাই বাছাই করে আমরা ভাবলাম যে ব্লগাররা আসলে এটির সম্বন্ধে কি ভাবে তা দেখা যাক। এখানে সব প্রেক্ষাপট থেকে কয়েক জনের মতামত দেয়া হলো।
তুত (আরব ব্লগের নেটওয়ার্ক) খুব খুশী:
এই বছর আমাদের নিজেদের তুতার আহমেদ হুমিদ জুরিতে থাকবে যেখানে প্রতিটি ক্যাটেগরীর জুরি পুরষ্কারের জন্য মনোনয়ন আর সিদ্ধান্ত নেয়ার কঠিন কাজটা হয়। রোমাঞ্চকর!
মিডিয়াশিফট এর মার্ক গ্লেসার, যিনি এই বছর একজন বিচারক হয়েছেন, বলেছেনঃ
যদিও সেরা ব্লগের মনোনয়নে হালকা বিষয়ভিত্তাক ব্লগও নেয়া হয়, জুরিরা আসলে সেইসব ব্লগকে গুরুত্ব দেয় যেখানে কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা আছে। তারা দেখে সেটা রাজনীতি, মানবাধিকার বা বিশ্বে প্রভাব ফেলতে পারে এমন কোন ব্যক্তিগত মতামত কিনা।
এই বছরের ব্লগারদের মধ্যে একটা আলোচনার বিষয় হচ্ছে আফ্রিকান ব্লগের অভাব ( বিওবি এর ওয়েবসাইটে মনোনীতদের দেশ দেখিয়ে একটি ম্যাপ আছে)। যদিও গতবারের সেরা ইংরেজি ভাষার ব্লগ পুরষ্কার পেয়েছিল ব্ল্যাক লুকস (যার প্রতিষ্ঠাতা সোকারি একিন, গ্লোবাল ভয়েসেস আফ্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক) কিন্তু এখন আফ্রিকান ব্লগারদের অভাব দেখা যাচ্ছে।
গ্লোবাল ভয়েসের সহ-প্রতিষ্ঠাতা এথান জুকারম্যান তার নিজের ব্লগ মাই হার্ট ইজ ইন আক্রা তে পাঠকদের অনুরোধ করেছেন আফ্রিকান ব্লগারদের মনোনয়ন করার জন্য:
আমি বিওবি এর ম্যাপ দেখে গতকাল হতাশ হয়েছি কারন ওখানে একটাও সাব-সাহারান আফ্রিকান দেশ নেই। পরিস্থিতি হয়তো এতো খারাপ নয়, কারন দেখা যাচ্ছে একটি এলাকা থেকে দুই এর অধিক ব্লগ মনোনিত না হলে ম্যাপে দেখায়না, আর ওই ম্যাপের আরেকটি সংস্করনে যেখানে একটি করে ব্লগ মনোনয়ন পাওয়া জায়গা দেখায় তা এতো হতাশাব্যঞ্জক নয়। তারপরও এই ধরনের ম্যাপ থেকে যে চিত্র পাওয়া যায় তা হলো যে আফ্রিকাতে পড়ার উপযোগী কোন ব্লগ নেই।
ব্লগার হোয়াইট আফ্রিকান ও চিন্তিতঃ
যখন প্রশ্ন আসে যে আফ্রিকাকে কিভাবে ওয়েবে দেখানো হয় তাতে সারা বিশ্ব যা দেখে তার জন্য আমরাও দায়ী। আফ্রিকাকে বাদ দেয়াতে আমাদের অখুশি হওয়ার কিছু নেই যখন আমরা প্রচার করি না একে অপরের, কোন দেশ থেকে আমরা এসেছি আর আমরা কি ধারনা পোষন করি।
তাই আফ্রিকা আপনার ব্লগিং এর ভালোলাগার মধ্যে পড়ুক বা না পড়ুক, আসল কথা হচ্ছে আপনি পড়তে পছন্দ করেন এমন একটা ব্লগকে মনোনয়ন করবেন। গ্লোবাল ভয়েসেস এই বছরের পুরষ্কারকে কো-স্পনসর করছে এই আশায় যে আরো বেশি স্বতন্ত্র কন্ঠ শোনাতে সাহায্য করতে পারবে।