ওমানী ব্লগার স্লিপলেস ইন মাসকাট আশা করছেন যে সব মুসলিম দেশেই এবার রোজা শুরু হবে একই দিনে। ” আমি আশা করছি এবার আমরা সব আরব এবং মুসলিম দেশগুলোতে রেজা শুরুর জন্যে একটি দিনকেই নির্ধারন করব এবং সঠিক চেষ্টা না করে আমরা ঘোষনা দেবনা যে চাঁদ দেখিনি”, তিনি লিখছেন।