গল্পগুলো আরও জানুন কুয়েত মাস নভেম্বর, 2012
কুয়েত: দেশটির সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
কুয়েতে নির্বাচনী আইন পরিবর্তনের বিরুদ্ধে ডাকা প্রতিবাদ সমাবেশকে টিয়ার গ্যাস আর গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। কারামাত ওয়াতান মার্চ (জাতীয় মর্যাদা রক্ষা সমাবেশ) অনুষ্ঠিত হয়েছিল রোববারে। টুইটারের মাধ্যমে সংগঠিত এই সমাবেশে দেশের তিন মিলিয়ন লোকের মধ্য থেকে ১৫০,০০০ জন এসেছিল। দেশটির মিডিয়া কুয়েতের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম সমাবেশ বলে মন্তব্য করেছে।