গল্পগুলো আরও জানুন তাইওয়ান (ROC) মাস এপ্রিল, 2010
দি বিগ ইস্যু নামক পত্রিকাটি তাইওয়ানে এসে হাজির হয়েছে
তাইওয়ান বিশ্বের নবম দেশ যারা “বিগ ইস্যু” সংখ্যা প্রকাশ করলো। এটা একটি অভিনব প্রকল্প, যা গৃহহীন মানুষদের উপর নির্ভর করে প্রকাশিত হতে হচ্ছে, গৃহহীন মানুষেরা রাস্তায় পত্রিকা বিক্রি করবে এবং এর উদ্দেশ্য এই পত্রিকা বিক্রির মধ্যে দিয়ে তাদের বৈধ একটি কাজের ব্যবস্থা করতে সাহায্য করা।