গল্পগুলো আরও জানুন তাইওয়ান (ROC) মাস ডিসেম্বর, 2010
চীনঃ সময় হয়েছে ব্যক্তিগত গোপনীয়তার উপর হস্তক্ষেপের ব্যাপারে নতুন এক আলোচনার
আরো ব্যাপকভাবে ব্যক্তিগত গোপনীয়তার উপর হস্তক্ষেপের বিষয়ে, খোলা মনে এবং সম্ভবত এক বিশ্বজনীন দৃষ্টিতে কবি এবং অধ্যাপক রূই সেহেন জিজ্ঞেস করছেন “ অনেক লোক বিমান বন্দরে এ রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে, যা নাগরিকদের শরীরের বিভিন্ন অংশ প্রদর্শন করে, যার ফলে তাদের গোপনীয়তায় নষ্ট হচ্ছে এমন এক অনুভূতির জন্ম দেয়। সংবাদ মাধ্যমে এই বিষয়ে অনুষ্ঠিত বিতর্কগুলো দেখে আমি ভাবছি, এই লোকগুলো কি বিভ্রান্ত নাকি নিছকই বোকা?