গল্পগুলো আরও জানুন তাইওয়ান (ROC) মাস জানুয়ারি, 2011
তাইওয়ান: রাতের বাজারের সম্মোহন
তাইওয়ানে সুর্যাস্তের পর তারাগুলো যখন মিটিমিটি করে জ্বলতে শুরু করে তখন আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই রাতের বাজারে ভীড় করে। তাইওয়ানিদের কাছে রাতের বাজার কেবলমাত্র খাবারের স্থান নয় বরং তার চাইতেও বেশি কিছু। ঐতিহ্যবাহী রাতের বাজারগুলোতে লোকেরা খাওয়াদাওয়া, কেনাকাটা, এবং খেলার কাজ একসঙ্গে সারে।