গল্পগুলো আরও জানুন তাইওয়ান (ROC) মাস মার্চ, 2010
তাইওয়ান: অ্যাপল কেন এইচটিসির বিরুদ্ধে মামলা করেছে?
গত ২রা মার্চ, ২০১০ অ্যাপল ইঙ্ক এইচটিসির বিরুদ্ধে একটি মামলা করেছে আইফোনের ব্যবহারিক ইন্টারফেসের উপরে এ্যাপলের ২০টা প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে। এই বিষয় দ্রুত টুইটারে জনপ্রিয় হয়েছে (ট্রেন্ড হিসেবে) আর তাইওয়ানের নেটিজেন, প্রযুক্তিপ্রেমী আর প্রযুক্তিবিদরা এটা নিয়ে আলোচনা করছেন।