বর্তমান রাষ্ট্রপতি পুনঃনির্বাচিত: নির্বাচনী সংকটে কমোরোস

কমোরোসের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতি আজালি আসুমানি। টিভি৫মঁদের ইউটিউব চ্যানেল থেকে গৃহীত পর্দাছবি। ন্যায্য ব্যবহার।

জানুয়ারির ১৪ তারিখের নির্বাচনের অস্থায়ী ফলাফলের পর আজালি আসুমানি কোমোরোসের রাষ্ট্রপতি হিসেবে তার তৃতীয় মেয়াদে যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। ফলাফল নিয়ে বিরোধীদের ক্ষোভ দেশের তরুণদের বিক্ষোভের জন্ম দিয়েছে।

কমোরোর জনগণ ১৪ জানুয়ারি পরবর্তী পাঁচ বছরের জন্যে নতুন নেতা নির্বাচন করতে গেলে পুনঃনির্বাচনে দাঁড়ানো বর্তমান রাষ্ট্রপতি আজালি আসুমানির পাঁচ বিরোধী প্রার্থী হলো: জুওয়া পার্টির সেলিম ইসা আবদিল্লাহ, ভবিষ্যৎ কোমোরস আন্দোলনের বোরহান হামিদু, সাবেক-পররাষ্ট্রমন্ত্রী আবৌদু সোয়েফো, গ্র্যান্ডে কোমোরের প্রাক্তন গভর্নর মাউইনি বারাকা সাইদ সোইলিহি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজধানী মোরোনির মেয়র আবদুল্লাহ মোহাম্মদ দাউদু।

স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন (সিইএনআই) ১৬ জানুয়ারি ৬২.৯৭ শতাংশ ভোটে কমোরোস ইউনিয়নের (২০০২, ২০১৬, ২০১৯, এবং ২০২৪) চতুর্থ মেয়াদে এবং তার টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে আজালি আসুমানির বিজয় ঘোষণা করেছে। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সেলিম ইসা আবদিল্লাহ, ২০.৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, আর আবদুল্লাহ মোহাম্মদ দাউদুউ পেয়েছেন ৫.৮৮ শতাংশ ভোট।

টিভি৫মঁদের এই ভিডিওটি সিইএনআইয়ের সিদ্ধান্ত ঘোষণার মুহূর্তটি ধারণ করে:

আনুমানিক ৮,৬০,৫৫০ জনসংখ্যার কমোরোস ইউনিয়নের প্রায় ৩,৩৮,০০০ নিবন্ধিত ভোটার থাকলেও প্রধানত প্রবাসী কমোরোবাসীর সংখ্যা প্রায় ৬,০০,০০০ যাদের নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে

ফ্রান্স আন্তর্জাতিক রেডিওতে (আরএফআই) প্রকাশিত একটি নিবন্ধে, আইনজীবী ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রার্থী, ২০১৯ সাল থেকে ফ্রান্সে নির্বাসিত সাইদ লারিফউ যুক্তি দেখিয়েছেন প্রবাসীদের ভোটাধিকার বঞ্চিত করা নির্বাচনের গণতান্ত্রিক বৈধতা নিয়ে সন্দেহ সৃষ্টি করে।

Si une portion importante de la population est exclue de ce processus, donc il n'est pas démocratique. C'est un déni de démocratie. C'est un premier point. Deuxième point, ce processus n'est pas du tout démocratique même pour ceux qui sont sur place aux Comores dans la mesure où Azali a entre ses mains tous les leviers du pouvoir, et le processus est sous le contrôle exclusif d'Azali. Il n'y aura pas de changement aux Comores tant qu'Azali sera aux commandes.

জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হলে তা গণতান্ত্রিক হিসেবে বিবেচিত হবে না। গণতন্ত্রেকে অবজ্ঞা করা হবে। এটাই প্রথম যুক্তি। দ্বিতীয়ত, আজালি ক্ষমতার সমস্ত অংশের একচেটিয়া অধিকারী ও নির্বাচনী প্রক্রিয়ার উপর তার একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে বলে এমনকি যারা প্রকৃতপক্ষে কমোরোসে বসবাসরতদের জন্যেও প্রক্রিয়াটিতে গণতান্ত্রিক অখণ্ডতার অভাব  রয়েছে। যতদিন আজালি লাগাম ধরে থাকবে ততদিন কমোরোসে পরিবর্তন অসম্ভব।

নির্বাচনের দিন কয়েকটি ভোটকেন্দ্রে অনিয়ম লক্ষ্য করা গেছে। শুধু আফ্রিকীয় সংবাদ প্রচারের টিভি৫মঁদের এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এই ভিডিওতে পুলিশ ও বেসামরিকদের মধ্যে সংঘর্ষ দেখায়:

কমোরোসের ৩,৩৮,০০০ ভোটারকে বর্তমান রাষ্ট্রপতি আসুমানি ও অন্য পাঁচ প্রার্থীর মধ্যে বেছে নিতে ভোট দিতে বলা হয়েছে। বিরোধী দল বেশ কিছু অনিয়ম দেখে ইতোমধ্যে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলেছে।

সিইএনআইয়ের অনানুষ্ঠানিক ফলাফলে অসন্তুষ্ট তরুণরা ১৭ জানুয়ারি থেকে তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে রাস্তায় নেমেছে।

নির্বাচনী সংকটের সূচনা?

অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরদিন তরুণ কমোরোবাসীরা রাজধানীর রাস্তায় নেমে পড়েছে। খুব ভোরে আঞ্চলিক পরিকল্পনা মন্ত্রণালয়ের ভবনে আগুন লাগে। সাংবাদিক ও রয়টার্স সংবাদদাতা আবদু মুস্তোইফা তার এক্স অ্যাকাউন্টে ক্ষতির পরিমাণ দেখিয়ে একটি ভিডিও ভাগাভাগি করেছেন:

#কমোরোসে নির্বাচনোত্তর সংকট। দাঙ্গাকারীরা আঞ্চলিক পরিকল্পনা মন্ত্রণালয়ের গাড়িতে আগুন দিয়েছে। মোরোনির উত্তরে সংঘর্ষ চলছে।

নিরাপত্তা বাহিনী ও তরুণদের মধ্যে সংঘর্ষে ১৭ জানুয়ারি একজন নিহত ও পাঁচজন আহত

টিভি৫মঁদের এক্স অ্যাকাউন্টের এই ভিডিও অনুসারে বিরোধীরা ১৯ জানুয়ারি একটি বিক্ষোভের ডাক দিয়েছে:

কমোরোসে বিরোধীরা রাষ্ট্রপতি নির্বাচনে আজালি আসুমানির ঘোষিত বিজয়কে চ্যালেঞ্জ করে আগামীকাল শুক্রবার বিক্ষোভের ডাক দিয়েছে। মরোনির রাস্তায় সংঘর্ষ চলছে। ফলাফল: একজন নিহত ও পাঁচজন আহত।

ইন্টারনেট বিভ্রাট

কমোরোস ১৭ জানুয়ারি উল্লেখযোগ্য ইন্টারনেট বিভ্রাটের সম্মুখীন; সংযোগ সীমিত করা হয়েছে এবং মাঝে মাঝে বিঘ্নিত হচ্ছে। এটি কমোরোবাসীদের বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, সামাজিক গণমাধ্যম নেটওয়ার্কগুলিতে প্রবেশ সম্ভব হয়নি। কমোরিয়েন অ্যানসিয়েন নামের একজন এক্স ব্যবহারকারীর এই পোস্টটি তার প্রমাণ দেয়:

এক ঘণ্টারও বেশি সময় কমোরোস টেলিযোগাযোগের ফাইবার বা ৪জি ব্যবহারকারী গ্রাহকরা সকল সংযোগ হারিয়ে ফেলে।

আমি এখনো শুধু আমার টেলমা সিম কার্ড দিয়ে (এবং বেশ ধীরে) ইন্টারনেটে ঢুকতে পারছি।

এক্স অ্যাকাউন্টে কমোরোসের আরেক নাগরিক লাক্লাসেরও একই গল্প:

কমোরোসে ইন্টারনেট বিভ্রাট রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নিয়ে আমার জনগণের বিদ্রোহের সাথে যুক্ত। আল্লাহ আমার দেশের সহায় হোন।

আন্তর্জাতিক উদ্বেগ

আন্তর্জাতিক সংস্থাগুলি কমোরোসের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর নাগরিকদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ উদ্বেগজনক সংকট নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয় (ইউএনএইচসিআর) ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে হাইকমিশনার ভলকার তুর্ক কমোরোসের কর্তৃপক্ষকে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। যে কেউ জাতিসংঘের এক্স অ্যাকাউন্টে পড়ে দেখতে পারেন:

#কমোরোস: রাষ্ট্রপতি নির্বাচনোত্তর প্রতিবাদের পরে, @ভলকার_তুর্ক সবাইকে সংযম পালনের আহ্বান জানিয়ে সরকারকে মতপ্রকাশের স্বাধীনতার অধিকার নিশ্চিতের অনুরোধ করেছে।

নতুন চ্যালেঞ্জ

নির্বাচনোত্তর সঙ্কটটি ইতোমধ্যে ব্যাপক অভিবাসন, স্থানীয় দারিদ্র্য ও দুর্নীতিসহ যথেষ্ট সমস্যা আক্রান্ত আফ্রিকীয় ইউনিয়নের সভাপতি আজালি আসুমানিকে আরো ভোগাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচক অনুসারে, কমোরস ইউনিয়ন ১৮০টি দেশের মধ্যে ১৬৭তম স্থানে রয়েছে। দেশটির মাথাপিছু গড় বার্ষিক আয় মাত্র ১৩৮ মার্কিন ডলার এটিকে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হিসেবে চিহ্নিত করে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .