হংকং সরকারের পক্ষ থেকে অসংখ্য সমালোচনা ও আক্রমণের পর দীর্ঘদিনের নিয়োগকর্তা স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠান মিংপাও কর্তৃপক্ষকে অবমাননার অভিযোগে এই মাসে প্রবীণ রাজনৈতিক কার্টুনশিল্পী জুনজিকে বহিষ্কার করে। কিছুক্ষণ পরে নাগরিকরা বিশিষ্ট এই কার্টুনিস্টের সমস্ত বই স্থানীয় গ্রন্থাগার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কথা জানতে পারে।
আরো অনুসন্ধানের পরে স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলি আবিষ্কার করে ১৯৮৯ সালের তিয়ানানমেন চত্ত্বর দমনাভিযান সম্পর্কিত প্রায় সমস্ত বই ও ভিডিও তথ্যচিত্রসহ রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বেশিরভাগ বই গ্রন্থাগারের তাক থেকে সরিয়ে ফেলা হয়েছে।
After getting Mingpao to drop its political cartoonist, Zunzi — whose works have accompanied Hong Kongers for 40 years — the HK government appears to be erasing his work from the libraries too: https://t.co/ha4FKeKp8m
— Maya Wang 王松蓮 (@wang_maya) May 12, 2023
মিংপাও তার রাজনৈতিক কার্টুনশিল্পী জুনজিকে বাদ দেওয়ার পর হংকং সরকার ৪০ বছর ধরে হংকংবাসীদের কাছে থাকা তার কাজগুলি গ্রন্থাগার থেকেও মুছে ফেলছে বলে মনে হচ্ছে:
গণগ্রন্থাগার পরিচালনাকারী অবসর ও সাংস্কৃতিক পরিষেবা বিভাগ, জনসাধারণকে তাদের সেন্সর তালিকা সম্পর্কে অবহিত না করায় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলি শুধু গণগ্রন্থাগারের অনলাইন অনুসন্ধান ব্যবস্থার মাধ্যমে তদন্ত করতে পারে। তারা আবিষ্কার করে জুনজি ছাড়াও, নিম্নলিখিত লেখকদের সমস্ত সংগ্রহ স্তুপ থেকে অদৃশ্য হয়ে গেছে। এখানে আপাতদৃষ্টিতে সরানো সমালোচকদের একটি অসম্পূর্ণ তালিকা রয়েছে:
- মা ঙ্গোক – হংকংয়ের রাজনীতি ও গণতন্ত্রীকরণ বিশেষজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী। তিনি বর্তমানে হংকংয়ের চীনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক।
- হুই পো কেউং – ২০১৯-এর গণতন্ত্রপন্থী বিক্ষোভের পরে বিক্ষোভকারীদের আইনি ও চিকিৎসা খরচে অর্থ প্রদানে সহায়তাকারী সাংস্কৃতিক শিক্ষা পণ্ডিত ও “৬১২ মানবিক ত্রাণ তহবিল”-এর একজন ট্রাস্টি। জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএল) আওতায় বিদেশী যোগসাজশের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর তিনি এখন জামিনে রয়েছেন।
- মার্গারেট ঙ – ব্যারিস্টার ও আইন পরিষদের প্রাক্তন সদস্য। তিনি “৬১২ মানবিক ত্রাণ তহবিল”-এর ট্রাস্টি হিসেবে বিদেশী যোগসাজশের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর তিনি এখন জামিনে মুক্ত রয়েছেন।
- অ্যালান অ – প্রবীণ সাংবাদিক ও হংকংয়ের চীনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার প্রভাষক। “রাষ্ট্রদ্রোহী বিষয়বস্তু প্রকাশের ষড়যন্ত্রের” অভিযোগে গ্রেপ্তারের পর তিনি এখন জামিনে মুক্তি পেয়েছেন৷
- জেতো ওয়াহ – চীনের দেশপ্রেমিক গণতান্ত্রিক আন্দোলনের সমর্থনে হংকং জোট ও হংকং পেশাজীবী শিক্ষক ইউনিয়নের প্রতিষ্ঠাতা। বিশিষ্ট এই গণতন্ত্র কর্মী ২০১১ সালে মারা যান।
- স্যাম ঙ – প্রবীণ গণমাধ্যম কর্মী ও নিষিদ্ধ ঘোষিত টিভি সংবাদ কর্মসূচি “শিরোনাম সংবাদ” এর বিশিষ্ট ব্যঙ্গাত্মক সংবাদ ভাষ্যকার৷
- সাং চি-হো – রেডিও হোস্ট এবং “শিরোনাম সংবাদ” এ প্রধান ভূমিকা পালনকারী।
- জাস্টিন ওং – পুরস্কার বিজয়ী শিল্পী, রাজনৈতিক কার্টুনশিল্পী এবং ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী অধ্যাপক৷
- চিন ওয়ান – বিশিষ্ট লেখক ও স্থানীয়বাদের প্রচারক।
- সাইমন শেন – রাষ্ট্রবিজ্ঞানী।
ভ্রমণ বিবরণী, শিক্ষা সংক্রান্ত বই ও রাষ্ট্রীয় সমালোচকদের লেখা মৌখিক ইতিহাসসহ অসংখ্য অরাজনৈতিক প্রকাশনাও গ্রন্থাগারের তাক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
একটি জাতীয় নিরাপত্তা নিরীক্ষা
মিংপাওর একটি অনুসন্ধান অনুসারে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে গ্রন্থাগারর তাক থেকে রাজনীতির প্রায় ৪০ শতাংশ বই সরিয়ে ফেলা হয়েছে।
গত মাসে নিরীক্ষা কমিশন শহরটির গণগ্রন্থাগারের অব্যবস্থাপনার সমালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতীয় নিরাপত্তার স্বার্থে গণগ্রন্থাগার পরিচালনাকারীকে “প্রকাশ্যভাবে বিরোধাত্মক” বইগুলি পর্যালোচনা জোরদার করে সেগুলি তাক থেকে সরানোর পরামর্শ দিয়েছে।
মিংপাওয়ের তদন্ত অনুসারে একমাসের মধ্যে গ্রন্থাগারগুলি ১৯৮৯ সালের তিয়ানানমেন দমনাভিযান সম্পর্কে অবশিষ্ট ৪৬টি আইটেমের মধ্যে ৪৫টি সরিয়ে ফেলেছে।
বিতর্কের প্রতিক্রিয়ায় শহরটির নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং জোর দিয়ে বলেছেন “জাতীয় নিরাপত্তা রক্ষা প্রতিটি আলাদা আলাদা বিভাগ ও ব্যুরোর জন্যে উচ্চ গুরুত্বের বিষয়।”
বই শুদ্ধিকরণ এতটাই স্বেচ্ছাচারী যে এমনকি সরকারের নির্বাহী কমিটির সদস্য রনি টংসহ সংস্থাপন্থী কিছু ব্যক্তিত্বও সেন্সরকে সমস্যাযুক্ত বলে মনে করে:
Exco member Ronny Tong, who has previously spoke highly of Szeto Wah, said he doesn't find Szeto's memoir against the law, and cautioned against “self-censorship.” Tong also said he's got a copy of the book himself.https://t.co/pltgJiUT5W
— Alvin Lum (@alvinllum) May 15, 2023
ইতোপূর্বে জেতো ওয়াহ সম্পর্কে প্রশংসাকারী নির্বাহী কমিটির সদস্য রনি টং জেতোর কোনো আইনবিরুদ্ধ কথা খুঁজে না পাওয়ার কথা বলে “স্ব-সেন্সরের” বিরুদ্ধে সতর্ক করেছেন। এছাড়াও তিনি নিজেই বইটির একটি কপি পাওয়ার কথা বলেছেন।
টুইটার ব্যবহারকারী রিকা কেভো দক্ষিণ চীন মর্নিং পোস্টে প্রাক্তন সরকারি সংরক্ষণাগার পরিচালক সাইমন চুয়ের মন্তব্য তুলে ধরেছেন:
non-political – are banned, it might have difficulties in winning trust on other issues,” he warned.#Trust takes years to build, but it is easy to loose in seconds.
Hong Kong public libraries pull most books related to Tiananmen Square crackdown.. https://t.co/2OpWjAluDu
— Riikka Kevo ✙ (@riikka_kevo) May 15, 2023
অরাজনৈতিক – নিষিদ্ধ বলে অন্যান্য বিষয়ে #বিশ্বাস অর্জনে অসুবিধা হতে পারে,” বলে তিনি বিশ্বাস নির্মাণে বছরের পর বছর লাগলেও এক মুহূর্তে সেটা ভেঙ্গে যেতে পারে বলে সতর্ক করেছেন।
হংকংয়ের গণগ্রন্থাগারগুলি তিয়ানানমেন স্কয়ার দমনাভিযান সম্পর্কিত বেশিরভাগ বই সরিয়ে ফেলেছে।
নির্বাসিত রাজনৈতিক কার্টুনশিল্পী আহ তো (টুইটার ব্যবহারকারী @এইচকেপোস্টার৭৭৭ এর মাধ্যমে) চীনা শব্দ কেন্দ্রীয় 中央কে সিসিপি 中共 এবং বই 圖書-এ পরিবর্তনের মাধ্যমে “হংকং কেন্দ্রীয় গ্রন্থাগার” এর নাম পরিবর্তন করে “হংকং চীনা কমিউনিস্ট পার্টি পুস্তক কসাইখানা” করে তার সর্বশেষ শিল্পকর্মের মাধ্যমে রাজনৈতিক সেন্সরের নিন্দা করেছেন:
下架,禁刊,禁不了人們腦海的! 取締,刪除,刪不了人們心裡的!
Art by @ah_to_hk #尊子 #明報 #圖書館 #康文署 #尊子漫畫 #政治漫畫 #明報 #政治打壓 #消失的民主自由 #以言入罪 pic.twitter.com/LSdPLzUAKV
— 777文宣傳播稿件大合集 (@hkposter777) May 13, 2023
তাক থেকে তুলে ফেলে, নিষিদ্ধ করে, মানুষের মন থেকে আটকানো যাবে না! এরকম নিষেধাজ্ঞা বা মুছে ফেলা মানুষের হৃদয় থেকে কিছু মুছতে পারে না!
অংকন @আহ_তো_হংকং