বেলারুশীয় শীর্ষ মিডিয়া ওয়েবসাইট কর্মীদের দমনাভিযান থেকে বাঁচাতে তাদের সব পোস্ট লুকিয়ে ফেলেছে

TUT.BY Portal logo, CC BY-SA 4.0, via Wikimedia Commons. Remixed by Tanya Lokot.

টুট.বাই পোর্টালের লোগো, সিসি বাই-এসএ ৪.০  উইকিমিডিয়া সাধারণের মাধ্যমে পাওয়া। রিমিক্স করেছেন তানিয়া লোকোট।

বেলারুশের জনপ্রিয় স্বাধীন সংবাদ ওয়েবসাইট টুট.বাই সম্পাদকরা তাদের কর্মী এবং পাঠকদের স্বাধীন গণমাধ্যমের উপর চলমান রাষ্ট্রীয় দমনাভিযান থেকে রক্ষা করার জন্যে বিগত ১৮ মাসে প্রকাশিত সকল বিষয়বস্তু সরিয়ে ফেলেছে বলে জানা গেছে।

টুট.বাই সম্পাদকরা কার্যত নির্বাচন-পরবর্তী প্রতিবাদ হিসেবে ২০২০ সালে এবং ২০২১ সালের প্রথমার্ধে সামাজিক মিডিয়া চ্যানেলগুলিতে প্রকাশিত তাদের বেশিরভাগ বিষয়বস্তু সরিয়ে ফেলেছে। তারা বলেছে যে সংরক্ষণাগারগুলি এখনো তাদের দখলে রয়েছে এবং “প্রকাশ্যে দেখা” থেকে “লুকানো” হয়েছে শুধু।

মধ্য জুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা টুট.বাই সংবাদ পোর্টাল এবং এর সামাজিক মিডিয়া অ্যাকাউন্টগুলিকে “চরমপন্থী” হিসেবে চিহ্নিত করার  অনুরোধের পর থেকে বর্তমানে টুট.বাই তদন্তাধীন রয়েছে। মিনস্ক আদালতে ২৪ জুন তারিখের জন্যে নির্ধারিত প্রাথমিক শুনানি পরবর্তী তারিখের জন্যে স্থগিত করা হয়েছে।

এছাড়াও সংবাদকক্ষটি টেলিগ্রাম চ্যানেল থেকে তার লগ-ইন যাচাইয়ের সুবিধাটিও সরিয়ে নিয়েছে যাতে সংবাদ সংস্থাটি অথবা তার টেলিভিশন চ্যানেলটি বেলারুশীয় আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে “চরমপন্থী” হিসাবে চিহ্নিত হলে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে চ্যানেলের নাম পরিবর্তন করা সম্ভব হয়। ” আদালতের রায়ের সাথে সাথেই আমরা এটা করতে পারব না, তাই আমরা আগে থেকেই প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি”, টেলিগ্রামের একটি পোস্টে সম্পাদকরা বলেছে

প্রায় ৫ লক্ষেরও বেশি গ্রাহকের এই চ্যানেলটির অনুসারীদের মধ্যে কেউ কেউ চ্যানেলটি কর্তৃপক্ষের হ্যাক বা দখলে নিয়ে নেওয়া সম্পর্কে উদ্বিগ্ন হলেও টুট.বাই বেলারুশীয় সাংবাদিক সমিতিকে চ্যানেলটি এখনো তাদের হাতে রয়েছে বলে নিশ্চিত করার মাধ্যমে পাঠকদের পুনরায় আশ্বস্ত করেছে।

Рэдактары TUT.BY пацвердзілі Беларускай асацыяцыі журналістаў, што тэлеграм-канал партала @tutby_official дакладна знаходзіцца пад кантролем рэдакцыі. Калегі просяць не хвалявацца, ніякіх узломаў не было. TUT.BY па-ранейшаму з намі, а мы – з TUT.BY!

টুট.বাই সম্পাদকরা বেলারুশীয় সাংবাদিক সমিতিকে নিশ্চিত করেছে যে পোর্টালের টেলিগ্রাম চ্যানেলের @টুটবাই_অফিসিয়াল সংবাদকক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। সহকর্মীরা আপনাদের উদ্বিগ্ন না হতে বলেছে, কেউ এটা হ্যাক করেনি। টুট.বাই এখনো আমাদের সাথে আছে, এবং আমরা টুট.বাই এর সাথে আছি!

কর জালিয়াতির অভিযোগে মিডিয়া সংস্থাটির ব্যাংক বিভিন্ন অ্যাকাউন্ট জব্দ করার পাশাপাশি ২০২১ সালের ১৮ মে তারিখে বেলারুশে টুট.বাইয়ের মূল ওয়েবসাইটটি অবরুদ্ধ করা হয়। মিডিয়া সংস্থাটির ব্যবস্থাপকদের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু করে ১৫ জন কর্মচারীকে আটক করা হয়। প্রধান সম্পাদক মেরিনা জোলোটোভাসহ তাদের অনেকেই এখনো কারান্তরালে রয়েছে।

২০২০ সালের ডিসেম্বরে বেলারুশীয় কর্তৃপক্ষ সেই বছরের আগস্টে একটি বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের পরে শুরু হওয়া প্রতিবাদ-বিক্ষোভের উপর চলমান রাষ্ট্রীয় দমনাভিযানের কভারেজের জন্যে পোর্টালটিকে জারি করা সতর্কতার পদক্ষেপ হিসেবে টুট.বাইয়ের মিডিয়া লাইসেন্স প্রত্যাহার করে নেয়।

মে মাসে বেলারুশীয় কর্তৃপক্ষ সাংবাদিক কর্মকাণ্ড, বিক্ষোভের মিডিয়া কভারেজ এবং সাংবাদিকদের অপরাধমূলক দায়বদ্ধতা নিয়ন্ত্রণ করে বিদ্যমান আইনগুলিতে বেশ কয়েকটি সংশোধনী গ্রহণ করেছে। ইউরোপের সুরক্ষা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই) এর গণমাধ্যমের স্বাধীনতা প্রতিনিধি তেরেসা রিবেইরো এই সংশোধনীগুলির সমালোচনা করে বলেছেন যে সম্প্রতি গৃহীত আইনগুলি “মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর আন্তর্জাতিক মানবাধিকারের মানকে মারাত্মকভাবে ক্ষুন্ন করে।”

২০২১ সালের বিশ্ব প্রেস স্বাধীনতা সূচকে সীমান্তহীন_প্রতিবেদক বেলারুশকে “সাংবাদিকদের জন্যে ইউরোপের সবচেয়ে বিপজ্জনক দেশ” হিসেবে আখ্যায়িত করে বলেছে যে ” রাস্তার বিশাল প্রতিবাদ-বিক্ষোভ আড়াল করার জন্যে সাংবাদিকদের উপর একটি সাংঘাতিক দমনাভিযান পরিচালনা করা হয়।“ বেলারুশীয় সাংবাদিক সমিতির মতে, ২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত ২৫ জন প্রতিবেদক কারাগারে থাকাসহ ৭৭ জন আটক বা গ্রেপ্তার হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .