ফেব্রুয়ারি ১০ তারিখে সরাসরি সম্প্রচার: জিলিয়ান সি ইয়র্কের নতুন বই ’’সিলিকন ভ্যালুজ’’ নিয়ে আলোচনা

‘‘ইন্টারনেটে কি দেখা যাবে বা যাবে না সেটি আসলে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কার?’’ এমন একটি জরুরি প্রশ্ন করেছেন অ্যাক্টিভিস্ট এবং লেখক জিলিয়ান সি ইয়র্ক তার লেখা নতুন বই ‘‘সিলিকন ভ্যালুজ’’ বইতে। বইটি ২০২১ সালের ২ মার্চ প্রকাশিত হবে।

১০ ফেব্রুয়ারি, বুধবার বেলা ২টা জিএমটি (বাংলাদেশ সময় রাত ৮টার) সময়ে জিলিয়ান গ্লোবাল ভয়েসের নির্বাহী পরিচালক ইভান সিগালের সঙ্গে একটি ভিডিও আলোচনায় যুক্ত হবেন এবং কথা বলবেন বইটি নিয়ে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘‘কিভাবে সিলিকন ভ্যালির প্রধান যোগাযোগ ভিত্তিক প্ল্যাটফর্মগুরো এমন একটি পদ্ধতি তৈরি করেছে যা মূলতঃ নিয়ন্ত্রণ করে কিভাবে আমরা নিজেদের অনলাইনে তুলে ধরবো’’।

জিলিয়ান, ইন্টারন্যাশনাল ফ্রিডম অব এক্সপ্রেশন ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের পরিচালক এবং গ্লোবাল ভয়েসেসের অনেকদিনের পূরোনো সদস্য যিনি নিয়মিত ভাবে ডিজিটাল রাইটস (ডিজিটাল অধিকার) এবং ফ্রিডম অব এক্সপ্রেশন (বাক স্বাধীনতা) বিষয়ে লিখে যাচ্ছেন। বিশেষ করে মধ্য প্রাচ্য নিয়ে লিখছেন তিনি।

যে পর্বটি অনুষ্ঠিত হবে সেটি সকলের জন্য উন্মুক্ত এবং সরাসরি আলোচনাটি সম্প্রচারিত হবে ফেসবুক লাইভ, ইউটিউব, এবং টুইচে

আমরা আশা করছি সকলে আমাদের সঙ্গে ১০ ফেব্রুয়ারি, বুধবার বেলা ২টা জিএমটি (বাংলাদেশ সময় রাত ৮টার) সময়ে যোগ দেবেন (এখানে ক্লিক করে আপনার স্থানীয় সময়টি জেনে নিন)!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .