আসুন ইউটিউবে রামবালাকের সাথে জাপানের রাস্তায় হাঁটি

shibuya at night

টোকিওর শিবুয়াতে রাতের পরিভ্রমণ নামের ইউটিউব ভিডিও’র স্ক্রিনশট

পথচারীদের দৃষ্টিতে জাপানের রাস্তাঘাট ঘুরে দেখতে চান? তাহলে আপনার জন্য আছে ইউটিউবের ভিডিও ব্লগার রামবালাক। রামবালাক অনাবাসী জাপানিজ। তিনি টোকিও-সহ জাপানের বিভিন্ন এলাকা পায়ে হেঁটে বেড়িয়েছেন। সেটা ভিডিও করে ইউটিউবে আপলোড করেছেন।

টোকিওর শিবুয়াতে রাতের পরিভ্রমণ নামের তার একটি ভিডিও আছে । এই ভিডিওটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে ১৮ লক্ষ বারের বেশি দেখা হয়েছে।

রামবালাক তার প্রত্যেক ভিডিওতে লিখে রেখেছেন, “ভিডিও ব্লগ নয়, নয় মুখচ্ছবি বা কথার ফুলঝুরি, শুধু জাপান”। তিনি শুধু জাপানের রাস্তাঘাটে ঘুরে বেড়িয়েছেন। আর প্যানাসনিক লুমিক্স জিএইচ৫ মিররলেস ক্যামেরা দিয়ে ভিডিও করেছেন। ভিডিওতে কোনো আবহসংগীত নেই, কোনো ধারাবিবরণী নেই। কিছু কিছু জায়গায় অবশ্য ভিডিও’র বিষয়বস্তুর কাছ থেকে অনুমতি নেয়ার কথা আছে।

রামবালাক তার পাট্রিয়ন অ্যাকাউন্টে বলেছেন:

I started filming my walks just for fun and additional reason to go outside. I do not talk, except to people in front of me, or show my face, I prefer minimum editing and no sound effects. Somehow videos got popular, more popular than I expected. Recently I even started streaming that walks for real time feedback trying to make videos better.

আমি শুধুমাত্র আনন্দ করার উদ্দেশ্যে ভিডিওগুলো করেছি। আরেকটা কারণ ছিল, তা হলো এই উসিলায় বাইরে যাওয়া। এখানে আমি কোনো কথা বলিনি। মুখ দেখাইনি। যতক্ষণ না মানুষজন সামনে এসে পড়েছে। আমি সামান্য সম্পাদনা করেছি মাত্র। কোনো আবহ সংগীত জোড়া দেইনি। কীভাবে কীভাবে যেন ভিডিওগেুলো জনপ্রিয় হয়ে গেল। আমি আশাও করিনি এতোটা। এখন আমি আমার ভিডিওগুলো আরো ভালো করতে চাই। এজন্য স্ট্রিমিংয়ের সময় মানুষজন যে প্রতিক্রিয়াগুলো দিয়েছে, আমি সেগুলো দেখছি।

রামবালাকের বেশিরভাগ ভিডিও টোকিও শহরের। তবে তিনি জাপানের অন্যান্য অঞ্চলেও পরিভ্রমণ করেছেন। শরতের শুরুতে পর্যটন এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে জনপ্রিয় কিয়োটোর পুব দিকের শহর জিয়োনে গিয়েছিলেন। সেখানকার ভিডিও রইলো এখানে:

রামবালাক কিয়োটোর প্রত্যন্ত অঞ্চল আমানোহাশিডেট, যা “থ্রি সিনিক ভিউস” হিসেবে পরিচিত, সেই পল্লী গ্রামেও গিয়েছেন। সেখানকার ভিডিও রইলো এখানে:

রামবালাকের অন্যান্য জনপ্রিয় ভিডিও’র মধ্যে একটি হলো ’বৃষ্টিমুখর রাতে টোকিও’র রাস্তায় ঘোরাঘুরি। আরেকটি ভিডিও হলো ইলেক্ট্রনিক ও বিনোদনের শহর ”আকিহাবারায় হাঁটাহাঁটি”।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .