ডনবাসের ৯১১: ইউক্রেনীয়দের সামরিক হামলার কথা জানাবে যে অ্যাপ

উৎস: ভিয়াচেস্লাভ অ্যাব্রোস্কিন, ফেসবুক।

একটি অ্যাপ ব্যবহারকারীদেরকে সামরিক হামলা সম্পর্কে জানিয়ে তাদেরকে মুহূর্তের মধ্যেই (গো লাইভ-এর মাধ্যমে) ইউক্রেনের আইন প্রয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দেবে – এবং এর প্রস্তুতকারীদের আশা এটি দেশটির যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের সংখ্যা কমিয়ে দেবে।

প্রায় তিন বছর ধরে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক ওবলাস্টস নিয়ে গঠিত ডনবাস অঞ্চলটি ইউক্রেনীয় সরকার এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধে প্রকম্পিত যাতে ১০,০০০-এর বেশি সৈন্য এবং বেসামরিক লোক মারা গিয়েছে এবং প্রায় ১৮ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কিন্তু এখনো সেখানে বসবাস করা ২৭ লক্ষ মানুষ এই নতুন “সক্রিয় নাগরিক” অ্যাপ্লিকেশনটি থেকে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

“নতুন অ্যাপ্লিকেশনটির প্রধান কাজ হচ্ছে বোমা ও জরুরী ঘটনা সম্পর্কে মানুষ অবহিত করা। এছাড়াও এটা নাগরিকদের পুলিশকে অপরাধ সম্পর্কে জানাতে এবং তাদের বার্তায় সচিত্র প্রমাণ সংযুক্ত করার সুযোগ দেবে,” একটি  ফেসবুক পোস্টে জানিয়েছেন দোনেৎস্ক অঞ্চলের পুলিশ প্রধান ভিয়াচেস্লাভ অ্যাব্রোস্কিন।

বর্তমানে ইউক্রেনের সমন্বিত বিশ্লেষণধর্মী পরিষেবা কেন্দ্র (ইউএএসসি) ইউক্রেনীয় ৯১১-এর সমান “১০২-তে কল”–এ সাড়া দেয়। একবার সক্রিয় নাগরিক চালু হয়ে গেলেই ইউএএসসি ট্যাবলেট এবং স্মার্টফোন থেকে পাঠানো বার্তা গ্রহণ ও প্রক্রিয়াকরণ করতে সক্ষম হবে। যেটা দরকার সেটা হলো শুধু সক্রিয় নাগরিক ব্যবহারকারীদের আগাম একটি সংক্ষিপ্ত নিবন্ধন ফরম পূরণ করে রাখা: ‘…ব্যবহারকারী একটি “এসওএস” (আমাদের বাঁচাও) বার্তা পাঠাবেন,’ যা সরাসরি আমাদের ইউএএসসি কেন্দ্রে চলে যাবে। সেখানে থাকা লোকজন খুব দ্রুত আপনার বার্তাটি প্রক্রিয়াকরণ করে যে ডিভাইসটি থেকে বার্তাটি পাঠানো হয়েছে সেটার অবস্থান চিহ্নিত করে আপনি যেখানে আছেন সেখানে পুলিশ পাঠিয়ে দেবে,” অ্যাব্রোস্কিন লিখেছেন।

দোনেৎস্ক এবং লুহানস্ক-এর বেশিরভাগ এলাকায় যেমন ব্যাপকভাবে পাওয়া যায় ওয়াইফাই এবং মোবাইল ইন্টারনেট, তেমনি সেখানে রয়েছে স্মার্টফোন এবং ট্যাবলেট, যার মানে হলো ডনবাসের অনেক অধিবাসী সক্রিয় নাগরিক থেকে উপকার লাভ করতে পারেন।

অন্যান্য দেশে এবং এমনকি ইউক্রেনীয় অন্যান্য প্রধান শহরগুলোতে একইরকম অ্যাপ্লিকেশানের অস্তিত্ব রয়েছে। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে রেডিও, ইন্টারনেট এবং টিভিতে শিশু অপহরণ সম্পর্কে সতর্কতা সংকেত প্রদানকারী (১৯৯৬ সালে টেক্সাসে অপহৃত হয়ে হত্যার শিকার শিশু অ্যাম্বারের নামে) অ্যাম্বার এলার্ট সিস্টেম রয়েছে। সক্রিয় নাগরিকও বিদ্যমান সতর্কতা অ্যাপগুলোর মতোই হবে। তবে ইউএএসসি’র প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে – অন্তত: কিছু সময়ের জন্যে হলেও – কম ফাংশন হবে। যারা সক্রিয় নাগরিক ডাউনলোড করেছেন শুধু তাদেরকে বোমাবর্ষণের সতর্কতা পাঠানো হবে এবং ইউএএসসি শুধু অ্যাপ্লিকেশনটির মাধ্যমে পাঠানো এসওএস-এর অনুরোধ প্রক্রিয়াকরণ করবে।

তবে সক্রিয় নাগরিক-এর প্রস্তুতকারকেরা এখনো বলেননি কবে থেকে অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে বলে তারা আশা করেন: “আপাতত: এটা একটি পাইলট (পরীক্ষামূলক) প্রকল্প মাত্র। এই পর্যায়ে এর কার্যকারিতা সীমিত থাকবে,” অ্যাব্রোস্কিন বলেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .