
মৌসুমী ঘূর্ণিঝড় দিনিও ১৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মোজাম্বিকের ইনাহাম্বানে প্রদেশের স্থলভাগের সীমানায় আছড়ে পড়ার উপক্রম। নাসা’র অ্যাকুয়া কৃত্রিম উপগ্রহের পাঠানো একটি পাবলিক ডোমেইন ছবি।
দক্ষিণ আফ্রিকীয়রা দেশটির কাছাকাছি থাকা মৌসুমী সাইক্লোন দিনিও’র প্রতি হাস্যরসের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। একেবারে কানের কাছ দিয়ে বেঁচে যাওয়াটিকে নিয়ে কৌতুক ভাগাভাগি করার জন্যে তারা #দিনিওর যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল হ্যাশট্যাগ ব্যবহার করছে।
এই সপ্তাহের প্রথমদিকে দিনিও মোজাম্বিকের একটি অংশে আঘাত হানলে সাতজন মারা যায়, জিম্বাবুয়েতে এটা মারাত্মক বন্যা সৃষ্টি করে এবং দক্ষিণ আফ্রিকাতে ভারী বৃষ্টিপাত ও কিছু বন্যা সৃষ্টি হয়।
লিউম্লা দলাদলা মনে করেন দিনিও’র প্রেসিডেন্ট জ্যাকব জুমার গ্রামের ভিটে এনকান্দলাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল:
So Nkandla is safe? #Dineo please come back… #ThingsDineoShouldTakeWithHer pic.twitter.com/p18NH9wDW6
— Tweets In Xhosa (@HlumelaDlala) February 18, 2017
সুতরাং এনকান্দলা কি নিরাপদ? দয়া করে #দিনিও ফিরে এসো … #দিনিওর যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল
২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা'র জন-সুরক্ষক থুলি ম্যাডোনসেলার একটি প্রতিবেদন অনুসারে প্রেসিডেন্ট জ্যাকব জুমা তার গ্রামের ভিটে এনকান্দলা’র নিরাপত্তা বাড়িয়ে অবৈধ সুবিধা নিয়েছেন যার জন্যে করদাতাদের পঁচিশ কোটি র্যান্ড বা আড়াই কোটি মার্কিন ডলার খরচ করতে হয়েছে। এই “নিরাপত্তা” উন্নতকরণের মধ্যে গবাদি পশুর জন্যে বানানো বেড়াও রয়েছে। জনসুরক্ষক জুমাকে টাকার একটা অংশ রাস্ট্রকে এই ফিরিয়ে দিতে বলেছেন।
টুইটারকে এই বিতর্কিত বিষয়ের কথা মনে করিয়ে দিয়ে জেমস সেথোগা লিখেছেন:
#ThingsDineoShouldTakeWithHer including the cattles pic.twitter.com/xmzGgGZ5XZ
— James Sethoga (@jamessethoga) February 17, 2017
#দিনিওর যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল – ওইসব গবাদি পশুও
কেচানে নিও লিখেছেন:
#ThingsDineoShouldTakeWithHer people who constantly reminds us that we've gained weight and that we need to loose it. TF???
— 21 February ?? (@khechane_neo) February 18, 2017
#দিনিওর যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল – জনগণ প্রতিনিয়ত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ওজন বেড়েছে এবং আমাদের এটা ঝেড়ে ফেলা দরকার। মানে বুঝেছেন???
আরেকজন ব্যবহারকারী ঘূর্ণিঝড় দক্ষিণ আফ্রিকার জনসংখ্যার ১০% নিয়ে নিলে কিছু মনে করতেন না:
Corrupt politicians, sure we'll lose 10% of our population but it'll be worth it.#ThingsDineoShouldTakeWithHer
— Just A Gamer (@Tebza992) February 18, 2017
নিশ্চিতভাবেই আমাদের জনসংখ্যার ১০% – দুর্নীতিবাজ রাজনীতিবিদ – আমরা হারাতে পারি এবং এটাই যোগ্য মূল্য। #দিনিওর যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল
রানী বি নিচের চিত্রটি ভাগাভাগি করে সরস মন্তব্য করেছেন:
#ThingsDineoShouldTakeWithHer people who shave off thier eyebrows only to draw them back and mess it up like this #TSAon3 pic.twitter.com/NSeUzBjz5O
— Queen.B wa ga Seleke (@QsSeleke) February 17, 2017
#দিনিওর যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল – মানুষ তাদের চোখের ভ্রু চেঁছে ফেলে আবার আঁকার জন্যে এবং এরকম করে জগাখিচুড়ি পাঁকিয়ে ফেলার জন্যে
তুমি’র কাছে মোবাইল ফোন গ্রাহকদেরকে তাদের ইন্টারনেট ডেটার স্থিতি জানানোর জন্যে যথেষ্ট টেক্সট (লেখনী) বার্তা ছিল:
The person who sends this SMS :" your data bundle has been depleted."#ThingsDineoShouldTakeWithHer
— tumie_online (@tumelorangata) February 17, 2017
যিনি এই ক্ষুদেবার্তাটি (এসএমএস) পাঠিয়েছেন: “আপনার ডেটা বান্ডিল নিঃশেষ হয়েছে।” #দিনিওর যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল
ক্যালভেন লুসেঙ্গা লক্ষ্য করেছেন:
#ThingsDineoShouldTakeWithHer people who talk to other people knowing very well that they didn't even brush their teeth
— Calven Lusenga (@CalvenLusenga) February 16, 2017
#দিনিওর যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল – এমনকি তারা তাদের দাঁত ব্রাশ করেনি জেনেও এরকম মানুষের সঙ্গে যেসব মানুষ কথা বলে
মোহাউ নামের একজন ছাত্র প্রস্তাব করেছেন:
#ThingsDineoShouldTakeWithHer assignment dead lines
— MOHAU (@Serabelem) February 17, 2017
#দিনিওর যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল – এসাইনমেন্ট জমা দেয়ার সময়সীমা
দক্ষিণ আফ্রিকার সংসদের সাম্প্রতিক বিশৃঙ্খল দৃশ্যের ছবির পোস্ট করে ইয়োসানি লিখেছেন:
#ThingsDineoShouldTakeWithHer the guys that squeezed Juju's balls. #Dineo ??? pic.twitter.com/zppdhjmk9G
— Yashani D (@Ashley_Dorothy) February 16, 2017
#দিনিওর যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল যেসব লোক জুজুর অণ্ডকোষ চেপে দিয়েছিল।
দক্ষিণ আফ্রিকার কট্টর বিরোধী দল অর্থনৈতিক মুক্তিযোদ্ধা (ইএফএফ)-এর নেতা জুলিয়াস মালেমা’র ডাকনাম হলো জুজু। প্রেসিডেন্ট জুমা’র স্টেট অব দি ইউনিয়ন ২০১৭ ভাষণের সময় বিঘ্ন সৃষ্টির জন্যে জুলিয়াস মালেমাসহ ইএফএফ সদস্যদের বলপ্রয়োগ করে সংসদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।
কাবেলো শুধু নিচের ছবি পোস্ট করে একটি একক শব্দ টুইট করেছেন:
#thingsdineoshouldtakewithher Doom… pic.twitter.com/1wum3JaWzD
— Kabelo Ⓜ️oahloli (@KMoahloli) February 17, 2017
ছবিটির উপর নিয়তি স্প্রে করা লোকটি হলেন বিতর্কিত দক্ষিণ আফ্রিকীয় একজন যাজক লেথেবো রাবালাগো যিনি দাবি করেছেন যে তিনি বহুল ব্যবহৃত একটি কীটনাশক ব্র্যান্ড ডুম (নিয়তি) ব্যবহার করে মানুষকে সুস্থ করে তুলতে পারেন।
কেবেলো’র মনোভাবের প্রতিধ্বনি তুলে মওলিমা লিখেছেন:
All the fake prophets , take them with Dinnie #ThingsDineoShouldTakeWithHer
— Mwilima Mabakeng (@M2_Mabakeng) February 18, 2017
যত সব ভুয়া ভবিষ্যৎ বক্তা, দিন্নি’র সঙ্গে নিয়ে যাও #দিনিওর যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল
সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ আফ্রিকীয় “ভবিষ্যৎ বক্তাদের” কিম্ভূত আচরণ সাপ, ঘাস খাওয়া এবং পেট্রোল পান করা প্রার্থনার পর হয়তো আনারসের রস (পান) হয়ে যায়।
অ্যান্ডলে টুইট করেছেন:
#ThingsDineoShouldTakeWithHer
People who tell their women not to wear waves & makeup then cheat on them with women who have waves & makeup. pic.twitter.com/WMkws6AoQG— Andile (@AceMsuthu) February 16, 2017
#দিনিওর যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ ছিল – যেসব লোক তাদের নারীদের ঢেউ খেলানো পোষাক আর মেকআপ পরতে নিষেধ করেন তারা তাদেরকে ঢেউ খেলানো পোষাক আর মেকআপ পরা নারীদের দিয়ে প্রতারণা করেন।